ETV Bharat / state

সাবালিকা হয়ে বিয়ে, রূপশ্রীর 25 হাজার টাকা দিলেন BDO

নাবালিকা থাকাকালীন ছয়মাস হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের লাভলি খাতুনের বিয়ের ব্যবস্থা করে তার পরিবারের সদস্যরা । কিন্তু সেই সময় লাভলি খাতুনের বয়স আঠারো বছর হতে ছয়মাস বাকি ছিল ।

Jalpaiguri
বিয়েতে রূপশ্রীর 25 হাজার টাকা BDO-র
author img

By

Published : Feb 8, 2020, 7:31 AM IST

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : কথা রাখলেন BDO । নাবালিকার বিয়ে হচ্ছে শুনে BDO বিয়ে বন্ধ করে দিয়েছিলেন । সাবালিকা হওয়ার পর বিয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আরজিও রেখেছিলেন । সেই কথা শুনেছে মেয়ের পরিবার ৷ তাই মেয়েটির বিয়েতে বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের টাকা সহ উপহার দিয়ে এলেন ।

ছয় মাস আগে হলদিবাড়ির বক্সিগঞ্জের নাবালিকার বিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছিলেন BDO সঞ্জয় পণ্ডিত । আরজি জানিয়েছিলেন, মেয়েটি সাবালিকা হওয়ার পরে যাতে বিয়ে দেওয়া হয় । তাঁর কথা মতো বিয়ে পিছিয়েও দেন দুই পরিবারের লোকেরা । শেষে 6 ফেব্রুয়ারির রাতে মেয়েটির বিয়ের অনুষ্ঠানে পৌছোন হলদিবাড়ির BDO সঞ্জয় পণ্ডিত । রূপশ্রী প্রকল্পের 25 হাজার টাকার চেক সহ উপহার সামগ্রী তুলে দেন মেয়েটির হাতে ।

জানা গেছে, ছয়মাস আগে নাবালিকা থাকাকালীন হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের লাভলি খাতুনের বিয়ের ব্যবস্থা করেন তাদের পরিবারের সদস্যরা । কিন্তু সেই সময় লাভলি খাতুনের বয়স আঠারো বছর হতে ছয়মাস বাকি ছিল ।

হলদিবাড়ির BDO সঞ্জয় পণ্ডিত জানান, "নাবালিকা মেয়ে বা ছেলেকে বিয়ে দেবেন না । একটি পরিবার বিয়ের আয়োজন করে ফেলার পর আমরা খবর পাই নাবালিকার বিয়ে হচ্ছে । খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছিলাম । অনুরোধ করেছিলাম সাবালিকা হলে যাতে বিয়ে দেওয়া হয় । বলেছিলাম বিয়ের দিন আসব । তাই মেয়েটিকে আশীর্বাদ করতে এসেছিলাম ।"

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : কথা রাখলেন BDO । নাবালিকার বিয়ে হচ্ছে শুনে BDO বিয়ে বন্ধ করে দিয়েছিলেন । সাবালিকা হওয়ার পর বিয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আরজিও রেখেছিলেন । সেই কথা শুনেছে মেয়ের পরিবার ৷ তাই মেয়েটির বিয়েতে বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের টাকা সহ উপহার দিয়ে এলেন ।

ছয় মাস আগে হলদিবাড়ির বক্সিগঞ্জের নাবালিকার বিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছিলেন BDO সঞ্জয় পণ্ডিত । আরজি জানিয়েছিলেন, মেয়েটি সাবালিকা হওয়ার পরে যাতে বিয়ে দেওয়া হয় । তাঁর কথা মতো বিয়ে পিছিয়েও দেন দুই পরিবারের লোকেরা । শেষে 6 ফেব্রুয়ারির রাতে মেয়েটির বিয়ের অনুষ্ঠানে পৌছোন হলদিবাড়ির BDO সঞ্জয় পণ্ডিত । রূপশ্রী প্রকল্পের 25 হাজার টাকার চেক সহ উপহার সামগ্রী তুলে দেন মেয়েটির হাতে ।

জানা গেছে, ছয়মাস আগে নাবালিকা থাকাকালীন হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের লাভলি খাতুনের বিয়ের ব্যবস্থা করেন তাদের পরিবারের সদস্যরা । কিন্তু সেই সময় লাভলি খাতুনের বয়স আঠারো বছর হতে ছয়মাস বাকি ছিল ।

হলদিবাড়ির BDO সঞ্জয় পণ্ডিত জানান, "নাবালিকা মেয়ে বা ছেলেকে বিয়ে দেবেন না । একটি পরিবার বিয়ের আয়োজন করে ফেলার পর আমরা খবর পাই নাবালিকার বিয়ে হচ্ছে । খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছিলাম । অনুরোধ করেছিলাম সাবালিকা হলে যাতে বিয়ে দেওয়া হয় । বলেছিলাম বিয়ের দিন আসব । তাই মেয়েটিকে আশীর্বাদ করতে এসেছিলাম ।"

Intro:জলপাইগুড়িঃঃ কথা দিয়ে কথা রাখলেন বিডিও। নাবালিকার বিয়ে হচ্ছে শুনে বিডিও বিয়ে বন্ধ করে দিয়েছিলেন। সাবালিকা হয়ে বিয়ে দেবার জন্য মেয়ের পরিবার বিডিওর আর্জি রেখেছিলেন। বিডিওর কথা রাখলেন পরিবার।তাই বিডিও মেয়েটির বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের টাকা সহ উপহার দিয়ে এলেন।

গত ছয় মাস আগে হলদিবাড়ির বক্সিগঞ্জের নাবালিকার বিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করে দেন।বিডিও আর্জি জানান ছয় মাস পরে যাতে মেয়েটির বিয়ে দেওয়া হয়।সেই মত বিয়ে বন্ধ করে দিয়ে বিডিওর কথা আর্জি শোনেন দুই পরিবারের লোকেরা।গতকাল রাতে নাবালিকা থেকে সাবালিকা হওয়া মেয়েটির বিয়ে অনুষ্ঠানে পৌছোন হলদিবাড়ির বিডিও সঞ্জয় পণ্ডিত। তিনি রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকার চেক সহ উপহার সামগ্রী তুলে দেন মেয়েটির হাতে।Body:জানা গেছে ছয়মাস আগে নাবালিকা থাকাকালীন হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের লাবলি খাতুন এর বিয়ের ব্যাবস্থা করেন তাদের পরিবারের সদস্যরা।কিন্তু সেই সময় লাবলি খাতুন এর বয়স আঠারো বছর হতে ছয়মাস বাকি ছিল।হলদিবাড়ি র বি ডি ও সঞ্জয় পন্ডিত নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ পেয়ে বিয়ে বন্ধ রাখার জন্য লাবলি খাতুনের পরিবারকে ও ছেলের বাড়ির পরিবারকে বলেন। সেই সাথে মেয়ের বয়স আঠারো পার হওয়ার পর বিয়ের ব্যাবস্থা করতে বলেন। লাবলি খাতুন এর পরিবার ও ছেলের বাড়ি বি ডি ও র কথা মত তখন কার মত বিয়ে স্থগিত করেন।গতকাল রাতে সেই বিয়ে হয়। হলদিবাড়ি ব্লকের বিডিও সঞ্জয় পন্ডিতকেও লাভলির বিয়ের কথা জানানো হয়। গ্রামের বিয়েতে বি ডি ওর উপস্থিতিতে বিয়ে বাড়িতে আনন্দ বেড়ে যায়।তারা খুব খুশি হন।Conclusion:হলদিবাড়ির বক্সিগঞ্জ এর বাসিন্দা সমসের আলী সরকার জানান আমরা খুব খুশি হয়েছি বিডিও আমাদের বিয়ে বাড়িতে এসেছেন বলে।বিডিও সাহেবের কথা আমরা রেখেছিলাম।তাই আজ বিডিও সাহেবও তার কথা দিয়ে কথা রেখেছেন। ।

হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিত জানান আমরা সংবাদমাধ্যম এর মাধ্যমে এই বার্তাই দিতে চাই নাবালিকা মেয়ে বা ছেলে কে বিয়ে দেবেন না।একটি পরিবার বিয়ের আয়োজন করে ফেলার পর আমরা খবর পাই নাবালিকার বিয়ে হচ্ছে। খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছিলাম। অনুরোধ করেছিলাম সাবালিকা হলে যাতে বিয়ে দেওয়া হয়।সেই মত বিয়ের অনুষ্ঠান ছয়মাস পরে আয়োজন করে সাবালিকা কন্যার বিয়ে দিলেন।বলেছিলাম বিয়ে দিন আসব। তাই মেয়েটিকে আশির্বাদ করতে এসেছিলাম।এদিন মেয়েটিকে রুপশ্রী প্রকল্পে ২৫ হাজার টাকার চেক ও উপহার প্রদান করে বিডিও সঞ্জয় পণ্ডিত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.