জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : কথা রাখলেন BDO । নাবালিকার বিয়ে হচ্ছে শুনে BDO বিয়ে বন্ধ করে দিয়েছিলেন । সাবালিকা হওয়ার পর বিয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আরজিও রেখেছিলেন । সেই কথা শুনেছে মেয়ের পরিবার ৷ তাই মেয়েটির বিয়েতে বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের টাকা সহ উপহার দিয়ে এলেন ।
ছয় মাস আগে হলদিবাড়ির বক্সিগঞ্জের নাবালিকার বিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছিলেন BDO সঞ্জয় পণ্ডিত । আরজি জানিয়েছিলেন, মেয়েটি সাবালিকা হওয়ার পরে যাতে বিয়ে দেওয়া হয় । তাঁর কথা মতো বিয়ে পিছিয়েও দেন দুই পরিবারের লোকেরা । শেষে 6 ফেব্রুয়ারির রাতে মেয়েটির বিয়ের অনুষ্ঠানে পৌছোন হলদিবাড়ির BDO সঞ্জয় পণ্ডিত । রূপশ্রী প্রকল্পের 25 হাজার টাকার চেক সহ উপহার সামগ্রী তুলে দেন মেয়েটির হাতে ।
জানা গেছে, ছয়মাস আগে নাবালিকা থাকাকালীন হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের লাভলি খাতুনের বিয়ের ব্যবস্থা করেন তাদের পরিবারের সদস্যরা । কিন্তু সেই সময় লাভলি খাতুনের বয়স আঠারো বছর হতে ছয়মাস বাকি ছিল ।
হলদিবাড়ির BDO সঞ্জয় পণ্ডিত জানান, "নাবালিকা মেয়ে বা ছেলেকে বিয়ে দেবেন না । একটি পরিবার বিয়ের আয়োজন করে ফেলার পর আমরা খবর পাই নাবালিকার বিয়ে হচ্ছে । খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছিলাম । অনুরোধ করেছিলাম সাবালিকা হলে যাতে বিয়ে দেওয়া হয় । বলেছিলাম বিয়ের দিন আসব । তাই মেয়েটিকে আশীর্বাদ করতে এসেছিলাম ।"