ETV Bharat / state

Bangladeshi Lover: প্রেমের ডাকে এদেশে এসে ধরা পড়লেন বাংলাদেশি যুবক - Bangladeshi youth arrest

অবৈধভাবে ভারতে এসে বিএফএফ-র হাতে ধরা পড়লেন বাংলাদেশি যুবক (Bangladeshi youth arrest) ৷ জলপাইগুড়িতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি ৷ বাংলাদেশে ফেরার পথেই বিএসএফ জওয়ানরা তাঁকে ধরে ফেলে ৷

Bangladeshi Lover
বিএফএফ-র হাতে ধরা পড়লেন বাংলাদেশি যুবক
author img

By

Published : May 18, 2022, 10:06 PM IST

জলপাইগুড়ি, 18 মে : প্রেমিকার ডাকে ভারতে এসে বিএফএফ-র হাতে ধরা পড়লেন বাংলাদেশি প্রেমিক (Bangladeshi youth arrest)। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা রাধাবাড়ি সেক্টরের 15 নং ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা মনা চন্দ্র রায় (27) নামে ওই যুবককে ধরে ৷ মনা চন্দ্র বাংলাদেশের পঞ্চগড় জেলার গোলানারির গ্রামের বাসিন্দা ।

জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে ছুটি নিয়ে মনা বাংলাদেশে যান ৷ সেখানে তাঁর প্রেমিকার সঙ্গে যোগাযোগ হলে প্রেমিকা তাঁকে এদেশে এসে দেখা করতে বলেন ৷ এরপরই মনা অবৈধভাবে ভারতে এসে প্রেমিকার সঙ্গে দেখা করেন ৷ কিন্তু ফেরার সময়ই বিপত্তি ঘটে ৷ জলপাইগুড়ি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁকে বিএসএফ জওয়ানরা ধরে ফেলে ৷

আরও পড়ুন : ক্যানসারের কাছে হার প্রেমিকার, শেষ ইচ্ছায় হাসপাতালেই সিঁদুর দান

মনা চন্দ্র রায় জানান, তিনি বাংলাদেশের নাগরিক ৷ ভারতে এসেছিলেন প্রেমিকার সঙ্গে দেখা করতে । তাঁর প্রেমিকা অনিতা হাজরা জলপাইগুড়িতে থাকে ৷ চারমাসের ছুটি নিয়ে প্রথমে বাংলাদেশে যান । সেখান থেকে ভারতে আসে প্রেমিকার সঙ্গে দেখা করতে ৷ ফেরার সময়ই দইখাতা এলাকায় বিএসএফ ধরে নেয় ৷ মনা জানান, প্রেমিকার সঙ্গে তাঁর ছয়-সাত বছরের সম্পর্ক । বেশ কিছুদিন থেকেই অনিতা আমার সঙ্গে দেখা করতে বলত ৷ আমরা প্রতিবছর ভারত-বাংলাদেশের মিলন মেলায় দেখা করতাম । করোনার জন্য মিলন মেলা বন্ধ । আমাদের দেখাও বন্ধ ছিল । মালয়েশিয়া থেকে ছুটি নিয়ে তাই দেখা করতে আসি । আমাকে বিয়ে করে ভারতে থাকার কথা বলেছিল অনিতা কিন্তু আমার মালয়েশিয়াতে চাকরি ছাড়া সম্ভব নয় ৷ সেই কারণে ওর সঙ্গে কথা কাটাকাটিও হয় ।

বিএফএফ-র হাতে ধরা পড়লেন বাংলাদেশি যুবক

সূত্রের খবর, বিএসএফ মনা চন্দ্রকে জলপাইগুড়ির কোতয়ালি থানার হেফাজতে পাঠিয়েছে । বুধবার কোতয়ালি থানার পুলিশ ধৃত মনা চন্দ্র রায়কে আদালতে পাঠায় । ভারতে থাকা সঞ্জয় মোহন্ত নামে মনার এক আত্মীয় বলেন, "প্রেমিকা মনাকে ভারতে দেখা করার জন্য চাপ দেয় । প্রেমিকার সঙ্গেই দেখা করতেই এদেশে এসেছিল । বাংলাদেশে ফিরে যাবার সময় বিএসএফ তাকে ধরে ফেলে ।"

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ সূত্রে জানানো হয়েছে, অবৈধভাবে ভারতে ঢুকে ফের বাংলাদেশে অবৈধভাবে যাবার অভিযোগে মনা চন্দ্র রায়কে গ্রেফতার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি, 18 মে : প্রেমিকার ডাকে ভারতে এসে বিএফএফ-র হাতে ধরা পড়লেন বাংলাদেশি প্রেমিক (Bangladeshi youth arrest)। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা রাধাবাড়ি সেক্টরের 15 নং ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা মনা চন্দ্র রায় (27) নামে ওই যুবককে ধরে ৷ মনা চন্দ্র বাংলাদেশের পঞ্চগড় জেলার গোলানারির গ্রামের বাসিন্দা ।

জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে ছুটি নিয়ে মনা বাংলাদেশে যান ৷ সেখানে তাঁর প্রেমিকার সঙ্গে যোগাযোগ হলে প্রেমিকা তাঁকে এদেশে এসে দেখা করতে বলেন ৷ এরপরই মনা অবৈধভাবে ভারতে এসে প্রেমিকার সঙ্গে দেখা করেন ৷ কিন্তু ফেরার সময়ই বিপত্তি ঘটে ৷ জলপাইগুড়ি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁকে বিএসএফ জওয়ানরা ধরে ফেলে ৷

আরও পড়ুন : ক্যানসারের কাছে হার প্রেমিকার, শেষ ইচ্ছায় হাসপাতালেই সিঁদুর দান

মনা চন্দ্র রায় জানান, তিনি বাংলাদেশের নাগরিক ৷ ভারতে এসেছিলেন প্রেমিকার সঙ্গে দেখা করতে । তাঁর প্রেমিকা অনিতা হাজরা জলপাইগুড়িতে থাকে ৷ চারমাসের ছুটি নিয়ে প্রথমে বাংলাদেশে যান । সেখান থেকে ভারতে আসে প্রেমিকার সঙ্গে দেখা করতে ৷ ফেরার সময়ই দইখাতা এলাকায় বিএসএফ ধরে নেয় ৷ মনা জানান, প্রেমিকার সঙ্গে তাঁর ছয়-সাত বছরের সম্পর্ক । বেশ কিছুদিন থেকেই অনিতা আমার সঙ্গে দেখা করতে বলত ৷ আমরা প্রতিবছর ভারত-বাংলাদেশের মিলন মেলায় দেখা করতাম । করোনার জন্য মিলন মেলা বন্ধ । আমাদের দেখাও বন্ধ ছিল । মালয়েশিয়া থেকে ছুটি নিয়ে তাই দেখা করতে আসি । আমাকে বিয়ে করে ভারতে থাকার কথা বলেছিল অনিতা কিন্তু আমার মালয়েশিয়াতে চাকরি ছাড়া সম্ভব নয় ৷ সেই কারণে ওর সঙ্গে কথা কাটাকাটিও হয় ।

বিএফএফ-র হাতে ধরা পড়লেন বাংলাদেশি যুবক

সূত্রের খবর, বিএসএফ মনা চন্দ্রকে জলপাইগুড়ির কোতয়ালি থানার হেফাজতে পাঠিয়েছে । বুধবার কোতয়ালি থানার পুলিশ ধৃত মনা চন্দ্র রায়কে আদালতে পাঠায় । ভারতে থাকা সঞ্জয় মোহন্ত নামে মনার এক আত্মীয় বলেন, "প্রেমিকা মনাকে ভারতে দেখা করার জন্য চাপ দেয় । প্রেমিকার সঙ্গেই দেখা করতেই এদেশে এসেছিল । বাংলাদেশে ফিরে যাবার সময় বিএসএফ তাকে ধরে ফেলে ।"

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ সূত্রে জানানো হয়েছে, অবৈধভাবে ভারতে ঢুকে ফের বাংলাদেশে অবৈধভাবে যাবার অভিযোগে মনা চন্দ্র রায়কে গ্রেফতার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.