ETV Bharat / state

সন্দেশখালির ঘটনায় বাংলাদেশ যোগ, উগ্রপন্থী সংগঠনের জড়িত থাকার অভিযোগ সুকান্তর - সন্দেশখালির ঘটনা

Sukanta Majumdar: সন্দেশখালির ঘটনায় বাংলাদেশ যোগ দেখছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ উগ্রপন্থী সংগঠন ঘটনার পিছনে রয়েছে বলে তাঁর অভিযোগ ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 6:20 PM IST

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

জলপাইগুড়ি, 6 জানুয়ারি: সন্দেশখালির ঘটনায় বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন জড়িত বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ জলপাইগুড়িতে এসে তিনি বলেন, "সন্দেশখালিতে যা হয়েছে তাতে সংবিধানের অবমাননা করা হয়েছে । বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন জামাত এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে । এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ । 26 ক্ষমতায় এলে শাহজাহান শেখরা লুকিয়ে পালাবার পথ খুঁজে পাবে না ৷"

শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে সন্দেশখালিতে গিয়েছিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফের জওয়ানরাও । শেখ শাহজাহানকে ডাকাডাকি করেও সাড়া না-মেলায় তাঁর বাড়ির তালা ভাঙতে যান অধিকারিকরা ৷ সেসময় তাঁদের উপর হামলা চালানো হয় ৷ প্রচুর লোকজন তাঁদের উপর চড়াও হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের ।

বাদ যায়নি সংবাদমাধ্যমের গাড়ি থেকে শুরু করে সিআরপিএফের গাড়িও। সেগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । জনরোষের মুখে পড়ে অবশেষে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভাঙা গাড়ি নিয়েই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন । এরপরেই আহত ইডি আধিকারিকদের হাসপাতালে দেখতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি ৷ সন্দেশখালির ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হয় গেরুয়া শিবিরের তরফে ৷ এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার ৷ এরপর শনিবার সন্দেশখালির ঘটনার সঙ্গে বাংলাদেশের উগ্রবাদীরা জড়িত বলে অভিযোগ করলেন তিনি ৷

অন্যদিকে কোচবিহারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের গ্রেফতারির প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সুকান্ত মজুমদার বলেন, "রাজ্য সরকারকে বলুন তাঁকে গ্রেফতার করতে ৷ হিম্মত আছে তো আমাদের মন্ত্রীকে গ্রেফতার করে দেখাক । পুলিশের কত দম দেখব ৷" তিনি আরও বলেন, "রাজ্যের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে । গতকালের ঘটনা তার প্রমাণ ।" বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়ি আসেন সুকান্ত মজুমদার । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয় ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারকে অভিযোগ ইডির
  2. সন্দেশখালির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর
  3. 'মাস্তানি করলে নিজেদের সুরক্ষিত রাখা উচিত ছিল', সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

জলপাইগুড়ি, 6 জানুয়ারি: সন্দেশখালির ঘটনায় বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন জড়িত বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ জলপাইগুড়িতে এসে তিনি বলেন, "সন্দেশখালিতে যা হয়েছে তাতে সংবিধানের অবমাননা করা হয়েছে । বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন জামাত এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে । এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ । 26 ক্ষমতায় এলে শাহজাহান শেখরা লুকিয়ে পালাবার পথ খুঁজে পাবে না ৷"

শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে সন্দেশখালিতে গিয়েছিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফের জওয়ানরাও । শেখ শাহজাহানকে ডাকাডাকি করেও সাড়া না-মেলায় তাঁর বাড়ির তালা ভাঙতে যান অধিকারিকরা ৷ সেসময় তাঁদের উপর হামলা চালানো হয় ৷ প্রচুর লোকজন তাঁদের উপর চড়াও হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের ।

বাদ যায়নি সংবাদমাধ্যমের গাড়ি থেকে শুরু করে সিআরপিএফের গাড়িও। সেগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । জনরোষের মুখে পড়ে অবশেষে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভাঙা গাড়ি নিয়েই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন । এরপরেই আহত ইডি আধিকারিকদের হাসপাতালে দেখতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি ৷ সন্দেশখালির ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হয় গেরুয়া শিবিরের তরফে ৷ এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার ৷ এরপর শনিবার সন্দেশখালির ঘটনার সঙ্গে বাংলাদেশের উগ্রবাদীরা জড়িত বলে অভিযোগ করলেন তিনি ৷

অন্যদিকে কোচবিহারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের গ্রেফতারির প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সুকান্ত মজুমদার বলেন, "রাজ্য সরকারকে বলুন তাঁকে গ্রেফতার করতে ৷ হিম্মত আছে তো আমাদের মন্ত্রীকে গ্রেফতার করে দেখাক । পুলিশের কত দম দেখব ৷" তিনি আরও বলেন, "রাজ্যের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে । গতকালের ঘটনা তার প্রমাণ ।" বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়ি আসেন সুকান্ত মজুমদার । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয় ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারকে অভিযোগ ইডির
  2. সন্দেশখালির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর
  3. 'মাস্তানি করলে নিজেদের সুরক্ষিত রাখা উচিত ছিল', সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.