জলপাইগুড়ি, 8 মার্চ: বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ৷ 2021 সালে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপী গোস্বামীর বিরুদ্ধে ৷ জলপাইগুড়ি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাশ থেকে এই পরোয়ানা জারি হয় ৷ তবে এটিকে গ্রেফতারি পরোয়ানা বলতে রাজি হননি বাপী গোস্বামীর আইনজীবী আশিস সরকার ৷ তিনি বলেন, "এটা একটা নোটিশ ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ একটি চার্জশিট দিয়েছে ৷" আইনজীবী জানান, বিজেপি নেতা জামিনের আবেদন করবেন (BJP District President got arrest warrant in Jalpaiguri) ৷
সূত্রে জানা গিয়েছে, 2021 সালের 29 মার্চ বিধানসভা নির্বাচনের আগে বাপী গোস্বামীর বিরুদ্ধে অবৈধ জমায়েত, শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ৷ তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 341, 323, 354, 506-সহ বিভিন্ন ধারায় জেলা বিজেপি সভাপতির দিরুদ্ধে মামলা করে পুলিশ ৷ এদিন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী বলেন, "তৃণমূল সরকার প্রতিদিনই পুলিশকে দিয়ে বিজেপির নেতা-কর্মীদের নামে মিথ্যে মামলা দায়ের করে ৷ আমার বিরুদ্ধেও প্রচুর মিথ্যা মামলা আছে ৷ এটি তেমন একটি মামলা ৷ বিনাশকালে বুদ্ধি নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের ৷" তবে তিনি বিচারব্যবস্থার উপর আস্থা রাখছেন বলে জানিয়েছেন । এরপর খানিকটা হুমকির সুরেই বলেন, "দিন-কাল চিরদিন কারও সমান যায় না ৷ পুলিশ ও তৃণমূল কংগ্রেস নেতারা আমাদের কার্যকর্তা ও নেতাদের মিথ্যা কেস দিচ্ছে ৷ ক্ষমতায় এসে আমরা যদি এসব করি সেটা কি ভালো হবে ?"
এদিন বিজেপির আইনজীবী আশিস সরকার বলেন, "বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে আদালত থেকে একটি নোটিশ এসেছে ৷ 2021 সালের একটি মামলায় তাঁকে জামিন নেওয়ার জন্য বলা হয়েছে ৷ আমরা আইনানুগ ভাবে লড়ব ৷ বিজেপির কর্মী-নেতাদের বিরুদ্ধে 2019 সাল থেকে পুলিশ বহু মিথ্যা মামলা দিয়েছে ৷ সে রকম একটা মিথ্যে অভিযোগ কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছে ৷"
আরও পড়ুন: 'বাংলায় শাসকের আইন চলছে', কৌস্তভ ইস্যুতে মন্তব্য বিজেপি সাংসদের