জলপাইগুড়ি, 11 সেপ্টেম্বর : জলপাইগুড়ির রাজগঞ্জ সন্যাসীকাটায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত । এনিয়ে এই মামলায় চার জনকে গ্রেপ্তার করা হল । বুধবার অভিযুক্তকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগারা থানা এলাকার কাওয়াখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে তাকে পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
জানা গেছে, ধৃত ওই যুবক কাওয়াখালিতে জামাইবাবুর বাড়িতে গা ঢাকে দিয়েছিল । আদালতে অভিযুক্ত যুবক দাবি করে সে নির্দোষ ।এই ঘটনার সঙ্গে সে জড়িত নয় । তাকে ফাঁসানো হচ্ছে ।
উল্লেখ্য, 4 সেপ্টেম্বর রাজগঞ্জ ব্লকের সন্যাসীকাটা এলাকায় দুই নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ওঠে পাঁচ স্থানীয় যুবকের বিরুদ্ধে । এরপর ওই দুই নাবালিকা আত্মসম্মান বাঁচাতে বিষ খেয়ে নেয় । দুই নাবালিকা সম্পর্কে দুই বোন । বিষক্রিয়ায় মৃত্যু হয় বড় বোনে । তবে সুস্থ হয়ে উঠেছে ছোটো বোন । তার অভিযোগের ভিত্তিতে পাঁচ স্থানীয় যুবকের বিরুদ্ধে রাজগঞ্জ থানার অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । তদন্তে নেমে রাজগঞ্জ থানার পুলিশ 7 সেপ্টেম্বর তিন যুবককে গ্রেপ্তার করলেও দুই অভিযুক্ত পালিয়ে যায় ।
এদিন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল জানিয়েছেন, গণধর্ষণের অভিযোগে কাওয়াখালি থেকে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে।