জলপাইগুড়ি, 20 জানুয়ারি: কাঁধে দেহ বয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন (Ankur Das to move Calcutta HC) সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ৷ তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অঙ্কুর দাস ৷ উল্লেখ্য, গত 5 জানুয়ারির ঘটনায় মৃতের পরিবারকে দেহ বাড়ি নিয়ে যেতে সাহায্য করেছিলেন অঙ্কুর দাস ৷ কিন্তু, যে অ্যাম্বুল্যান্স সংস্থার বিরুদ্ধে দেহ নিয়ে যেতে বেশি টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল, তার মালিকের অভিযোগের ভিত্তিতেই অঙ্কুর দাসকে গ্রেফতার করে পুলিশ ৷
সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছেন ৷ এবার তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন অঙ্কুর ৷ অন্যদিকে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের দৌরাত্ম্য রুখতে জেলাশাসক এবং জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি-এর দ্বারস্থ হয়েছেন তিনি ৷ অঙ্কুর দাস জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি কলকাতা হাইকোর্টে যাচ্ছেন ৷
এদিন অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য নিয়ে জেলাশাসককে অভিযোগে তিনি জানিয়েছেন, সুপার স্পেশালিটি হাসপাতাল চত্ত্বরে ও ভিতরে অবৈধভাবে বেসরকারি অ্যাম্বুল্যান্স পার্ক করা হয় ৷ এর ফলে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে ৷ পাশাপাশি, বেসরকারি অ্যাম্বুল্যান্স সংস্থার বিরুদ্ধে ইচ্ছামত বেশি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন তিনি ৷ আর এর সমাধানের জন্য সরকারের তরফে অ্যাম্বুল্যান্সের ভাড়ার তালিকা প্রকাশের আর্জি জানিয়েছেন অঙ্কুর দাস ৷
আরও পড়ুন: প্রভাবশালীর নির্দেশেই গ্রেফতার, জলপাইগুড়ি-কাণ্ডে জামিনে মুক্ত হয়ে জানালেন অঙ্কুর দাস
অঙ্কুর দাস দাবি করেছেন তিনি 2008 সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত ৷ বর্তমানে তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ৷ সেই কারণে দলের শাখা সংগঠন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করতে পারছেন না ৷ সেই কারণে তিনি সংগঠন ছেড়ে দিচ্ছেন ৷ আর তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত বেসরকারি অ্যাম্বুল্যান্স সংস্থার মালিকের অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু এবং গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, অঙ্কুর দাস তৃণমূলের শাখা সংগঠন কিষাণ ক্ষেতমজুরের জেলা কমিটির সদস্য ৷