ETV Bharat / state

চোখের বিরল অসুখ, দৃষ্টি হারানোর আশঙ্কায় অ্যাম্বুলেন্স দাদা - Padmasree Awardee Ambulance Dada

দুরারোগ্য চোখের রোগের অসুখে ভুগছেন অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক

চোখের বিরল অসুখ, দৃষ্টি হারানোর আশঙ্কায় অ্যাম্বুলেন্স দাদা
author img

By

Published : Aug 26, 2019, 11:11 PM IST

Updated : Aug 26, 2019, 11:19 PM IST

জলপাইগুড়ি, 26 অগাস্ট : করিমুল হক ৷ অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত ডুয়ার্সের ক্রান্তির রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৷ স্বপ্নের হাসপাতাল তৈরির পর দেখতে পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করছেন পদ্মশ্রী সম্মানপ্রাপক ৷ দুরারোগ্য চোখের রোগের অসুখে ভুগছেন তিনি , জানিয়েছেন করিমুল ৷ অ্যাম্বুলেন্সের অভাবে মায়ের মৃত্যু হয়েছিল ৷ সেই থেকে ঠিক করেছিলেন, অ্যাম্বুলেন্সের অভাবে কাউকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে দেবেন না । নিজের চা বাগানের সামান্য রোজগার ৷ তবুও আশা ছাড়েননি ৷ চলমান বাইককেই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা শুরু করেন । এলাকার মানুষকে দিনে রাতে পরিষেবা দিয়েছেন তিনি ।

পদ্মশ্রী পাওয়ার পর মানুষের সেবার জন্য নিজের বাড়িতেই হাসপাতাল তৈরির স্বপ্ন পূরণে উদ্যোগী হন । বিভিন্ন জায়গা থেকে আসে অনুদান । তবে হাসপাতাল তৈরি হলেও আগামী দিনে তা দেখতে পাবেন কি না, তা নিয়ে চিন্তিত করিমুলবাবু । কারণ ডান চোখে স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছেন না ।

মঙ্গলবার করিমুল হায়দরাবাদ যাচ্ছেন চিকিৎসার জন্য । বিরল ও দুরারোগ্য চোখের অসুখ এটি, জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁর আবেদন কেন্দ্র বা রাজ্য যেভাবেই হোক তার চোখের অসুখ সারাতে সহায়তা করুক । আক্ষেপের সুরেই তিনি বলেন, ''আরও সেবা করা বাকি রয়েছে । চোখ চলে গেলে নিজের দুই ছেলে হাসপাতাল তৈরি করতে পারলেও নিজের চোখে আর তা দেখতে পারব না ৷''

জলপাইগুড়ি, 26 অগাস্ট : করিমুল হক ৷ অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত ডুয়ার্সের ক্রান্তির রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৷ স্বপ্নের হাসপাতাল তৈরির পর দেখতে পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করছেন পদ্মশ্রী সম্মানপ্রাপক ৷ দুরারোগ্য চোখের রোগের অসুখে ভুগছেন তিনি , জানিয়েছেন করিমুল ৷ অ্যাম্বুলেন্সের অভাবে মায়ের মৃত্যু হয়েছিল ৷ সেই থেকে ঠিক করেছিলেন, অ্যাম্বুলেন্সের অভাবে কাউকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে দেবেন না । নিজের চা বাগানের সামান্য রোজগার ৷ তবুও আশা ছাড়েননি ৷ চলমান বাইককেই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা শুরু করেন । এলাকার মানুষকে দিনে রাতে পরিষেবা দিয়েছেন তিনি ।

পদ্মশ্রী পাওয়ার পর মানুষের সেবার জন্য নিজের বাড়িতেই হাসপাতাল তৈরির স্বপ্ন পূরণে উদ্যোগী হন । বিভিন্ন জায়গা থেকে আসে অনুদান । তবে হাসপাতাল তৈরি হলেও আগামী দিনে তা দেখতে পাবেন কি না, তা নিয়ে চিন্তিত করিমুলবাবু । কারণ ডান চোখে স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছেন না ।

মঙ্গলবার করিমুল হায়দরাবাদ যাচ্ছেন চিকিৎসার জন্য । বিরল ও দুরারোগ্য চোখের অসুখ এটি, জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁর আবেদন কেন্দ্র বা রাজ্য যেভাবেই হোক তার চোখের অসুখ সারাতে সহায়তা করুক । আক্ষেপের সুরেই তিনি বলেন, ''আরও সেবা করা বাকি রয়েছে । চোখ চলে গেলে নিজের দুই ছেলে হাসপাতাল তৈরি করতে পারলেও নিজের চোখে আর তা দেখতে পারব না ৷''

Intro:Body:স্বপ্নের হাসপাতাল তৈরির পর দেখতে না পাওয়ার আশঙ্কায় পদ্মশ্রী করিমূল হক।অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত ডুয়ার্সের ক্রান্তির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের করিমূল হক ২০১৭ সালে তার অসামান্য জনসেবার দরুন ভারত সরকারের তরফে পদ্মশ্রী সন্মানে ভূষিত হন।তবে এই পদ্মশ্রী সন্মানে ভূষিত করিমূল বাবু ভুগছেন দুরারোগ্য চোখের রোগে বলে দাবি তার।অ্যাম্বুলেন্সের অভাবে মায়ের মৃত্যু থেকে পন নিয়েছিলেন অ্যাম্বুলেন্সের অভাবে কাউকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে দেবেন না।তাই নিজের চাবাগানের সামান্য রোজগারের মধ্যে দিয়ে বাইক দিয়ে তৈরি করেছিলেন অ্যাম্বুলেন্স। আর তা দিয়েই এলাকার মানুষকে দিনে রাতে পরিষেবা দিয়েছেন তিনি।রাজ্যের তথা দেশের গর্ব করিমূল বাবু পদ্মশ্রী পাওয়ার পর মানুষকে সেবা করতে নিজের বাড়িতেই হাসপাতাল তৈরি স্বপ্ন পূরনের লক্ষ্যে হাটতে শুরু করেন।বিভিন্ন জায়গা থেকে আসে অনুদান। তা দিয়ে হাসপাতাল তৈরি হলেও আগামী দিনে তা দেখতে পাবেন কিনা তার আশঙ্কায় ভুগছেন করিমূল বাবু।তার ডান চোখে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছেন না।যে কোনো জিনিসকে ভয়াবহ ভাবে দেখা যাচ্ছে।সেকারনে মঙ্গলবার হায়দ্রাবাদ যাচ্ছেন চিকিৎসার জন্য।বিভিন্ন জায়গায় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন এই ধরনের চোখের সমস্যা খুব কমই হয়ে থাকে এবং তা দুরারোগ্য বলে করিমূল বাবু দাবি করেন।তাই করিমূল বাবুর আবেদন ভারত সরকার বা রাজ্য সরকার যেভাবেই হোক তার চোখের রোগ মেটাতে সর্দথক ভুমিকা গ্রহন করুক।কারন আরো মানুষের সেবা করা বাকি রয়েছে।চোখ চলে গেলে নিজের দুই ছেলে হাসপাতাল তৈরি করতে পারলেও নিজের চোখে আর তা দেখা হবে বলে আক্ষেপ করেন তিনি।
Conclusion:
Last Updated : Aug 26, 2019, 11:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.