জলপাইগুড়ি, 26 অগাস্ট : করিমুল হক ৷ অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত ডুয়ার্সের ক্রান্তির রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৷ স্বপ্নের হাসপাতাল তৈরির পর দেখতে পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করছেন পদ্মশ্রী সম্মানপ্রাপক ৷ দুরারোগ্য চোখের রোগের অসুখে ভুগছেন তিনি , জানিয়েছেন করিমুল ৷ অ্যাম্বুলেন্সের অভাবে মায়ের মৃত্যু হয়েছিল ৷ সেই থেকে ঠিক করেছিলেন, অ্যাম্বুলেন্সের অভাবে কাউকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে দেবেন না । নিজের চা বাগানের সামান্য রোজগার ৷ তবুও আশা ছাড়েননি ৷ চলমান বাইককেই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা শুরু করেন । এলাকার মানুষকে দিনে রাতে পরিষেবা দিয়েছেন তিনি ।
পদ্মশ্রী পাওয়ার পর মানুষের সেবার জন্য নিজের বাড়িতেই হাসপাতাল তৈরির স্বপ্ন পূরণে উদ্যোগী হন । বিভিন্ন জায়গা থেকে আসে অনুদান । তবে হাসপাতাল তৈরি হলেও আগামী দিনে তা দেখতে পাবেন কি না, তা নিয়ে চিন্তিত করিমুলবাবু । কারণ ডান চোখে স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছেন না ।
মঙ্গলবার করিমুল হায়দরাবাদ যাচ্ছেন চিকিৎসার জন্য । বিরল ও দুরারোগ্য চোখের অসুখ এটি, জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁর আবেদন কেন্দ্র বা রাজ্য যেভাবেই হোক তার চোখের অসুখ সারাতে সহায়তা করুক । আক্ষেপের সুরেই তিনি বলেন, ''আরও সেবা করা বাকি রয়েছে । চোখ চলে গেলে নিজের দুই ছেলে হাসপাতাল তৈরি করতে পারলেও নিজের চোখে আর তা দেখতে পারব না ৷''