ETV Bharat / state

প্রসাদ খেয়ে ময়নাগুড়িতে অসুস্থ প্রায় 64 - food poisiob

ময়নাগুড়ির পূর্ব শালবাড়িতে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের একাধিক বাসিন্দা । বর্তমানে তাঁরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

অসুস্থ বাসিন্দা
author img

By

Published : Jun 9, 2019, 12:56 PM IST

Updated : Jun 9, 2019, 1:42 PM IST

জলপাইগুড়ি, 9 জুন : পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের একাধিক বাসিন্দা । ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার এলাকার পূর্ব শালবাড়িতে । শনিবার সদানন্দ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পুজোর আয়োজন করা হয় । সেই পুজোতে গ্রামের প্রায় সকলেই নিমন্ত্রিত ছিলেন । সেইখানেই প্রসাদ খাওয়ার পর অনেকে অসুস্থ বোধ করতে থাকেন।

দেখুন ভিডিয়ো

অসুস্থদের ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে 10 জন শিশু,3০ জন মহিলা ও 24 জন পুরুষ রয়েছেন। বর্তমানে অসুস্থদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

জলপাইগুড়ি, 9 জুন : পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের একাধিক বাসিন্দা । ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার এলাকার পূর্ব শালবাড়িতে । শনিবার সদানন্দ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পুজোর আয়োজন করা হয় । সেই পুজোতে গ্রামের প্রায় সকলেই নিমন্ত্রিত ছিলেন । সেইখানেই প্রসাদ খাওয়ার পর অনেকে অসুস্থ বোধ করতে থাকেন।

দেখুন ভিডিয়ো

অসুস্থদের ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে 10 জন শিশু,3০ জন মহিলা ও 24 জন পুরুষ রয়েছেন। বর্তমানে অসুস্থদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

Intro:জলপাইগুড়ি ঃশনি পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হল গ্রামের বহু মানুষ।ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চুড়াভান্ডার এলাকার পুর্ব শালবাড়িতে।স্থানীয় একজনের বাড়িতে শনি পুজোর আয়োজন করা হয়েছিল সেই শনি পুজোতে গ্রামের সবাই নিমন্ত্রিত ছিল।শনিপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক।ময়নাগুড়ি হাসপাতালে ৬৪ জন
আসেন চিকিৎসার জন্য।তার মধ্যে ১০ জন শিশু,৩০ জন মহিলা রয়েছেন। গতকাল প্রসাদ খেয়ে বাড়িতে যাবার পর থেকে অসুস্থ বোধ করতে থাকেন। যত রাত বাড়তে থাকে অসুস্থদের তালিকাও বাড়তে থাকে।ময়নাগুড়ি হাসপাতালে গ্রামের সবাই প্রায় প্রসাদে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে আসতে থাকেন।সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতাল সুত্রে।

Body:WB_JAL_09JUNE_FOOD_POISON-ABHIJIT_7203427Conclusion:WB_JAL_09JUNE_FOOD_POISON-ABHIJIT_7203427
Last Updated : Jun 9, 2019, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.