ETV Bharat / state

Adiwasi Diwas 2022: 'আমাদের বিধায়ক মাতাল' বললেন আদিবাসী তৃণমূল নেতা - বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেঙ্গুয়াঝার চা বাগানে

"আমাদের বিধায়ক তো মাতাল। নিজেকেই সামলাতে পারেন না। আমাদের কথা কী চিন্তা করবেন ৷" নাম না-করে বিধায়ককে তুলোধনা আদিবাসী নেতার। আদিবাসীদের একজোট হয়ে তাঁদের অধিকার আদায় করতে হবে। আন্দোলন না করলে তাঁদের অধিকার অর্জন হবে না। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ থেকে আদিবাসীদের দলমত নির্বিশেষে একজোট হওয়ার আহ্বান জানালেন আদিবাসী নেতা প্রধান হেমব্রম (Adiwasi Diwas Celebration)।

Adiwasi Diwas 2022
আদিবাসীদের একজোট হয়ে তাঁদের অধিকার আদায় করতে হবে
author img

By

Published : Aug 9, 2022, 10:59 PM IST

জলপাইগুড়ি, 9 অগস্ট: মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেঙ্গুয়াঝার চা বাগানে ৷ রাজগঞ্জ ও সদর ব্লকের আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই আদিবাসী দিবসের আয়োজন করা হয়েছিল (Adiwasi Diwas Celebration)। এদিন দুপুরে ডেঙ্গুয়াঝার চা বাগানের মাঠে মূল অনুষ্ঠান হয়। আদিবাসীদের সুখ-দুঃখের পাশাপাশি তাঁরা যে আজও বিভিন্ন অধিকার বঞ্চিত তা নিয়ে এদিন জোড়ালো সওয়াল ওঠে।

এদিন সংগঠনের সভাপতি তথা শাসক দলের গ্রামপঞ্চায়েতের প্রধান দলেরই রাজগঞ্জের বিধায়কের নাম না-নিয়েই বিধায়ককে মাতাল বলে 'আখ্যা' দেন। তিনি বলেন, "বাড়ির লোকেদেরকেই ঠিকমতো রাখতে পারেন না, তিনি আমাদের কথা কীভাবে চিন্তা করবেন। আমাদের কথা ভাবেন না। তাই সময় এসেছে আন্দোলন করার। একজোট হয়ে সবাইকে আন্দোলন কর‍তে হবে।"

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ থেকে আদিবাসীদের দলমত নির্বিশেষে একজোট হওয়ার আহ্বান জানালেন আদিবাসী নেতা প্রধান হেমব্রম

আরও পড়ুন: গঙ্গাবক্ষে মুর্শিদাবাদ বিজেপির 'হর ঘর তিরঙ্গা' অভিযান

তিনি আরও বলেন, "সরকারি অনেক সুবিধা রয়েছে কিন্তু আমরা পাই না। চা সুন্দরী, জমির পাট্টা সরকার দিলেও আমাদেরকে তা দেওয়া হয় না। আমরা আদবাসীরা অনেক কষ্টে জীবনযাপন করি। আমাদের ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে পারি না।" এছাড়াও টাকার অভাব রয়েছে বলে অভিযোগ করেন প্রধান হেমব্রম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেঙ্গুয়াঝার চা বাগানের ম্যানেজার জীবন প্রকাশ পান্ডে, পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের প্রধাম অনিতা রাউত ও অরবিন্দ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান মহেশ রায়টিয়া-সহ অন্যান্যরা।

জলপাইগুড়ি, 9 অগস্ট: মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেঙ্গুয়াঝার চা বাগানে ৷ রাজগঞ্জ ও সদর ব্লকের আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই আদিবাসী দিবসের আয়োজন করা হয়েছিল (Adiwasi Diwas Celebration)। এদিন দুপুরে ডেঙ্গুয়াঝার চা বাগানের মাঠে মূল অনুষ্ঠান হয়। আদিবাসীদের সুখ-দুঃখের পাশাপাশি তাঁরা যে আজও বিভিন্ন অধিকার বঞ্চিত তা নিয়ে এদিন জোড়ালো সওয়াল ওঠে।

এদিন সংগঠনের সভাপতি তথা শাসক দলের গ্রামপঞ্চায়েতের প্রধান দলেরই রাজগঞ্জের বিধায়কের নাম না-নিয়েই বিধায়ককে মাতাল বলে 'আখ্যা' দেন। তিনি বলেন, "বাড়ির লোকেদেরকেই ঠিকমতো রাখতে পারেন না, তিনি আমাদের কথা কীভাবে চিন্তা করবেন। আমাদের কথা ভাবেন না। তাই সময় এসেছে আন্দোলন করার। একজোট হয়ে সবাইকে আন্দোলন কর‍তে হবে।"

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ থেকে আদিবাসীদের দলমত নির্বিশেষে একজোট হওয়ার আহ্বান জানালেন আদিবাসী নেতা প্রধান হেমব্রম

আরও পড়ুন: গঙ্গাবক্ষে মুর্শিদাবাদ বিজেপির 'হর ঘর তিরঙ্গা' অভিযান

তিনি আরও বলেন, "সরকারি অনেক সুবিধা রয়েছে কিন্তু আমরা পাই না। চা সুন্দরী, জমির পাট্টা সরকার দিলেও আমাদেরকে তা দেওয়া হয় না। আমরা আদবাসীরা অনেক কষ্টে জীবনযাপন করি। আমাদের ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে পারি না।" এছাড়াও টাকার অভাব রয়েছে বলে অভিযোগ করেন প্রধান হেমব্রম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেঙ্গুয়াঝার চা বাগানের ম্যানেজার জীবন প্রকাশ পান্ডে, পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের প্রধাম অনিতা রাউত ও অরবিন্দ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান মহেশ রায়টিয়া-সহ অন্যান্যরা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.