ETV Bharat / state

Adenovirus Scare in Bengal: জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের ভিড়, জেলাজুড়ে সতর্কতা জারি - জেলা জুড়ে অ্যাডিনো ভাইরাস সতর্কতা জারি

ক্রমশই বাড়ছে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত শিশুর সংখ্যা (Adeno Virus Infection)৷ কলকাতাতে এই উপসর্গে আক্রন্ত হয়ে ইতিমধ্যেই 11 শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই জেলাজুড়ে প্রতিটি ব্লক হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে সতর্ক করল জেলা স্বাস্থ্য দফতর ৷

Adeno Virus
জেলা জুড়ে সতর্কতা জারি অ্যাডিনো ভাইরাসের
author img

By

Published : Feb 20, 2023, 7:51 PM IST

জ্বর, সর্দি,কাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় শিশুদের

জলপাইগুড়ি, 20 ফেব্রুয়ারি: জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশুরা (Adeno Virus in Children)। জেলাজুড়ে প্রত্যেক ব্লক হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে সতর্ক করল জেলা স্বাস্থ্য দফতর । প্রতিদিন জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে শিশুদের চিকিৎসা করাতে আসছেন অভিভাবকরা । বহি:বিভাগে চিকিৎসা করাতে আসা শিশুদের মধ্যে কেউ 15 দিন, কেউ এক মাস, কেউ আবার দেড় মাস ধরে ভুগছে । মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি হাসপাতালের ওয়ার্ডে সেই অর্থে চাপ না-থাকলেও বহিঃর্বিভাগের বাইরে লম্বা লাইন রয়েছে । ইতিমধ্যেই জ্বর, সর্দি, কাশি হলে শিশুদের স্কুলে না-পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে ।
কলকাতাতেও পরিস্থিতি অনেকটা একই ৷ জ্বর, সর্দি, কাশি উপসর্গ নিয়ে 11 জন শিশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই । যদিও এবিষয়ে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি । তবে এই ধরনের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে শিশুকে । বিশেষ করে 3 থেকে 5 দিনের জ্বর হলেও হাসপাতালে নেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি । এছাড়া জনবহুল এলাকায় গেলে মাক্স ব্যবহার করাতে হবে। শিশু এই ধরনের জ্বরে ভুগলে স্কুলে পাঠানো থেকে বিরত থাকতে হবে ।

অন্যদিকে রাজ্যের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতে ব্যবস্থা নেওয়া হয়েছে । আমরি হাসপাতাল-সহ সমস্ত হাসপাতাল মিলিয়ে প্রায় 115 জন শিশু ভর্তি হয়েছে । আইসিইউ-তে রয়েছে 22 জন। অন্যদিকে মেডিকা হাসপাতালেও গত 2 মাসে ভর্তি রয়েছে 14 জন শিশু। তবে এখনও মৃত্যুর কোনও খবর নেই ।

আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাস আক্রান্ত শিশুরোগীতে ভরছে হাসপাতাল, স্বাস্থ্য দফতরে জরুরি বৈঠক

তবে এই প্রসঙ্গেই জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা কল্যাণ খাঁ বলেন, "যেহেতু কলকাতা এবং আশেপাশে এলাকায় অ্যাডিনো ভাইরাস পাওয়া গিয়েছে, সেই কারণে কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে । স্বাস্থ্য দফতর থেকে যে নির্দেশিকা জারি হয়েছে তা আমরা মেনে চলছি । বাচ্চাদের জ্বরের সঙ্গে বমি, পাতলা পায়খানা, শ্বাসকষ্টের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে । বিশেষ করে 3 থেকে 5 দিনের জ্বর হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার নেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি । এছাড়া জনবহুল এলাকায় গেলে মাক্স ব্যবহার করাতে হবে । শিশু এই ধরনের জ্বরে ভুগলে স্কুলে পাঠানো থেকে বিরত থাকতে হবে ।"

পাশপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, "স্বাস্থ্যভবন থেকে জ্বর সংক্রান্ত নির্দেশিকা এসেছে । সেই নির্দেশিকা আমরা প্রত্যেক ব্লক ও মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিয়েছি । আবহাওয়া পরিবর্তনের জন্য এটা হচ্ছে । আমরা সচেতন রয়েছি । ইতিমধ্যেই আমরা বৈঠক করেছি। আতঙ্ক হওয়ার কিছু নেই।"

জ্বর, সর্দি,কাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় শিশুদের

জলপাইগুড়ি, 20 ফেব্রুয়ারি: জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশুরা (Adeno Virus in Children)। জেলাজুড়ে প্রত্যেক ব্লক হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে সতর্ক করল জেলা স্বাস্থ্য দফতর । প্রতিদিন জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে শিশুদের চিকিৎসা করাতে আসছেন অভিভাবকরা । বহি:বিভাগে চিকিৎসা করাতে আসা শিশুদের মধ্যে কেউ 15 দিন, কেউ এক মাস, কেউ আবার দেড় মাস ধরে ভুগছে । মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি হাসপাতালের ওয়ার্ডে সেই অর্থে চাপ না-থাকলেও বহিঃর্বিভাগের বাইরে লম্বা লাইন রয়েছে । ইতিমধ্যেই জ্বর, সর্দি, কাশি হলে শিশুদের স্কুলে না-পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে ।
কলকাতাতেও পরিস্থিতি অনেকটা একই ৷ জ্বর, সর্দি, কাশি উপসর্গ নিয়ে 11 জন শিশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই । যদিও এবিষয়ে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি । তবে এই ধরনের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে শিশুকে । বিশেষ করে 3 থেকে 5 দিনের জ্বর হলেও হাসপাতালে নেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি । এছাড়া জনবহুল এলাকায় গেলে মাক্স ব্যবহার করাতে হবে। শিশু এই ধরনের জ্বরে ভুগলে স্কুলে পাঠানো থেকে বিরত থাকতে হবে ।

অন্যদিকে রাজ্যের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতে ব্যবস্থা নেওয়া হয়েছে । আমরি হাসপাতাল-সহ সমস্ত হাসপাতাল মিলিয়ে প্রায় 115 জন শিশু ভর্তি হয়েছে । আইসিইউ-তে রয়েছে 22 জন। অন্যদিকে মেডিকা হাসপাতালেও গত 2 মাসে ভর্তি রয়েছে 14 জন শিশু। তবে এখনও মৃত্যুর কোনও খবর নেই ।

আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাস আক্রান্ত শিশুরোগীতে ভরছে হাসপাতাল, স্বাস্থ্য দফতরে জরুরি বৈঠক

তবে এই প্রসঙ্গেই জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা কল্যাণ খাঁ বলেন, "যেহেতু কলকাতা এবং আশেপাশে এলাকায় অ্যাডিনো ভাইরাস পাওয়া গিয়েছে, সেই কারণে কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে । স্বাস্থ্য দফতর থেকে যে নির্দেশিকা জারি হয়েছে তা আমরা মেনে চলছি । বাচ্চাদের জ্বরের সঙ্গে বমি, পাতলা পায়খানা, শ্বাসকষ্টের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে । বিশেষ করে 3 থেকে 5 দিনের জ্বর হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার নেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি । এছাড়া জনবহুল এলাকায় গেলে মাক্স ব্যবহার করাতে হবে । শিশু এই ধরনের জ্বরে ভুগলে স্কুলে পাঠানো থেকে বিরত থাকতে হবে ।"

পাশপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, "স্বাস্থ্যভবন থেকে জ্বর সংক্রান্ত নির্দেশিকা এসেছে । সেই নির্দেশিকা আমরা প্রত্যেক ব্লক ও মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিয়েছি । আবহাওয়া পরিবর্তনের জন্য এটা হচ্ছে । আমরা সচেতন রয়েছি । ইতিমধ্যেই আমরা বৈঠক করেছি। আতঙ্ক হওয়ার কিছু নেই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.