ETV Bharat / state

Police Beaten in Dhupguri: পুলিশের গাড়ি দাঁড় করিয়ে চাঁদার জুলুম, প্রতিবাদে অতিরিক্ত পুলিশ সুপারকে মারের অভিযোগ - চাঁদার জুলুম নিয়ে পুলিশকে মার পুজো কমিটির যুবকদের

ধূপগুড়িতে চাঁদার জুলুমের শিকার অতিরিক্ত পুলিশ সুপার ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় । এর আগে কালীপুজোর দিন কলকাতার নিউমার্কেট থানার অতিরিক্ত ওসিও এভাবেই চাঁদার জুলুম রুখতে গিয়ে মার খেযেছিলেন।

Etv Bharat
আহত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 7:06 AM IST

Updated : Nov 15, 2023, 10:34 AM IST

চাঁদার জুলুম রুখতে গিয়ে প্রহৃত হলেন পুলিশ সুপার

ধূপগুড়ি, 15 নভেম্বর: নিউ মার্কেটের পর ধূপগুড়ি ৷ কালীপুজোয় চাঁদা নিয়ে জুলুমবাজির জেরে ফের প্রহৃত পুলিশ ৷ রাস্তার উপরে জুলুমবাজদের শিকার হলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় । অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন রাত 11টা 30 নাগাদ জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন । সেই সময় আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও চাঁদা নেওয়ার জন্য দাঁড় করানো হয় । পরিস্থিতি বুঝে পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁকে আক্রমণ করা হয় ৷ দেহরক্ষীকে বাঁচাতে গাড়ি থেকে নামতেই অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ ।

ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ-সহ তাঁর দেহরক্ষী ৷ মাথায় গুরুতর চোট লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ৷ আহত অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ছেড়ে দেওয়া হয় ৷ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। সেই সময় তারা গাড়ি আটকায় । প্রথমে দেহরক্ষী গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা । তখন গাড়ি থেকে নামতেই তাঁর মাথায় পাথর ছুড়ে মারে । গাড়িও ভাঙচুর করা হয়।

উল্লেখ্য, কালীপুজোর দিন কলকাতার নিউ মার্কেট থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ-সহ তিনজন পুলিশ কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটে ৷ ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ট্রাক চালক 5 হাজার টাকা চাঁদা দিতে না-চাওয়ায় পুজো কমিটির সদস্যরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে ৷ আটকাতে গিয়ে মার খেতে হয় পুলিশকে ৷

আরও পড়ুন :

1 কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'

2 পুলিশকর্মীকে পিটিয়ে 'হত্যা', অভিযুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবাডি খেলোয়াড়

চাঁদার জুলুম রুখতে গিয়ে প্রহৃত হলেন পুলিশ সুপার

ধূপগুড়ি, 15 নভেম্বর: নিউ মার্কেটের পর ধূপগুড়ি ৷ কালীপুজোয় চাঁদা নিয়ে জুলুমবাজির জেরে ফের প্রহৃত পুলিশ ৷ রাস্তার উপরে জুলুমবাজদের শিকার হলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় । অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন রাত 11টা 30 নাগাদ জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন । সেই সময় আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও চাঁদা নেওয়ার জন্য দাঁড় করানো হয় । পরিস্থিতি বুঝে পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁকে আক্রমণ করা হয় ৷ দেহরক্ষীকে বাঁচাতে গাড়ি থেকে নামতেই অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ ।

ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ-সহ তাঁর দেহরক্ষী ৷ মাথায় গুরুতর চোট লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ৷ আহত অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ছেড়ে দেওয়া হয় ৷ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। সেই সময় তারা গাড়ি আটকায় । প্রথমে দেহরক্ষী গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা । তখন গাড়ি থেকে নামতেই তাঁর মাথায় পাথর ছুড়ে মারে । গাড়িও ভাঙচুর করা হয়।

উল্লেখ্য, কালীপুজোর দিন কলকাতার নিউ মার্কেট থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ-সহ তিনজন পুলিশ কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটে ৷ ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ট্রাক চালক 5 হাজার টাকা চাঁদা দিতে না-চাওয়ায় পুজো কমিটির সদস্যরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে ৷ আটকাতে গিয়ে মার খেতে হয় পুলিশকে ৷

আরও পড়ুন :

1 কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'

2 পুলিশকর্মীকে পিটিয়ে 'হত্যা', অভিযুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবাডি খেলোয়াড়

Last Updated : Nov 15, 2023, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.