ধূপগুড়ি, 2 সেপ্টেম্বর: ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, বিজেপি ভোটে হেরে সাধারণ মানুষকে বঞ্চিত করে ৷ আর তৃণমূল তা করে না ৷ বরং মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে ৷
তিনি বলেন, ‘‘ভয়ের পরিবেশ তৈরি করে আমাদের ভোট করাতে হয় না ৷ আমাদের টাকা আটকে রেখে ভোট করাতে হয় না ৷...মানুষকে বঞ্চিত করে রাজনীতি করিনি ৷ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছি ৷’’
আগামী 5 সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ আগামিকাল রবিবার প্রচার শেষ ৷ তার আগে শনিবার ধূপগুড়িতে নির্বাচনী প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
2021 সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায় ৷ সম্প্রতি তিনি মারা যান ৷ সেই কারণে এই উপ-নির্বাচন ৷ এই ভোটে বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায় ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই করছেন নির্মলচন্দ্র রায় ৷
নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচারের জনসভা থেকে বারবার বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য কোথায় সেটাও তুলে ধরেন ৷ উদাহরণ হিসেবে তিনি জলপাইগুড়ির কথা তুলে ধরেন ৷ কারণ, 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই জেলায় একটিও আসন জিততে পারেনি ৷
সেই প্রসঙ্গ টেনে অভিষেক দাবি করেন, 2021 সালে হয়তো আশানুরূপ ফল করতে পারিনি ৷ তার জন্য উন্নয়ন থেমে থাকেনি ৷ বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী সবাই পেয়েছে ৷
আরও পড়ুন: ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে সায়নী ঘোষ, বিঁধলেন বিজেপিকে
এই বিষয়টিকে সামনে রেখে বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা করেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, বিজেপি 2021 এ বাংলায় হেরে গিয়ে একশো দিনের টাকা, আবাসের টাকা, জলপ্রকল্প-সহ সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে ৷
উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই ধূপগুড়ি তথা জলপাইগুড়িতে রাজনৈতিক জমি হারাতে শুরু করে তৃণমূল ৷ ফলে এই উপ-নির্বাচনকে তারা পাখির চোখ করেছে ৷ এখান থেকেই জলপাইগুড়ি-সহ পুরো উত্তরবঙ্গে আবার ঘাসফুল শক্তি বৃদ্ধি যে তারা করতে চায়, তা আজ অভিষেকের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে ৷ সেই কারণেই তিনি ধূপগুড়ির মানুষকে তৃণমূলকে ভোট দিয়ে আগামিদিনে উত্তরবঙ্গকে পথ দেখানোর বার্তা দিয়েছেন ৷
পাশাপাশি ধূপগুড়িবাসীর বিভিন্ন দাবিদাওয়া পূরণের আশ্বাসও এ দিন সভা থেকে দেন অভিষেক ৷ পাশাপাশি এই দাবি বিজেপিকে ভোট দেওয়ার পরও কেন পূরণ হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ সাধারণ মানুষের কাছে জানতে চান যে কেন তাঁরা দাবি আদায়ে বিজেপিকে প্রশ্ন করেনি ৷