ETV Bharat / state

Abhishek Banerjee: তিন মাস অন্তর পঞ্চায়েতের কাজের পর্যালোচনা করার বার্তা অভিষেকের - তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর এবার অভিষেকও পঞ্চায়েতে মনিটরিং করার দাওয়াই দিলেন। একই সঙ্গে, নির্দলদের দলে ফেরানো হবে না বলেও জানান অভিষেক।

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
author img

By

Published : Jul 1, 2023, 10:40 PM IST

জলপাইগুড়ি, 1 জুলাই: দলের রাশ ধরে রাখতে মরিয়া তৃণমূল ! অন্তত পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে নির্দলদের উদ্দেশে একের পর দাওয়াই দিচ্ছেন তাতে স্পষ্ট, যে নির্দল কাঁটা এখনও পিছু ছাড়েনি তৃণমূলের ৷ শনিবারও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানান, ভোটের পর নির্দলদের কোনওভাবেই দলে ফেরানো হবে না। একই সঙ্গে, যাঁরা তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন তাঁদের কাজের উপরেও দল যে কড়া নজর রাখবে তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর এবার অভিষেকও পঞ্চায়েতে মনিটরিং করার দাওয়াই দিলেন। মুখ্যমন্ত্রীর পর আলিপুরদুয়ারের ফালাকাটার সভা থেকে এদিন অভিষেক বলেন, "প্রধান হয়ে যদি কেউ ভাবেন, সব আপনি নিয়ন্ত্রণ করবেন, তা হবে না। আমি তিন মাস পর পর পর্যালোচনা করব।" একই সঙ্গে, এদিন সেই সভা থেকেই তিনি ফের একবার হঁশিয়ারি দিয়েছেন নির্দলদের উদ্দেশে ৷ কোনও ভাবেই যে দল ভোটের পর তাদের নেবে না, তাও সাফ জানান অভিষেক ৷ এদিন অভিষেক বলেন, "তিন মাসে আমি তিনবার আলিপুরদুয়ার এসেছি। ফালাকাটায় আসা হয়নি। আলিপুরদুয়ার জেলার বিধানসভায় আমাদের ফল ভালো হয়নি। 2021 সালে পাঁচ জন বিজেপি বিধায়ককে জিতিয়ে ছিলেন। কাজ দেখে ভোট দিন।"

এদিন অভিষেক অভিযোগের সুরে জানান, এখানে বিজেপির সাংসদ রয়েছে ৷ অথচ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ৷ এক্ষেত্রে রাজ্যের প্রতিটি বিধানসভায় আট কোটি টাকা খরচ হয় ৷ এমনকী এই প্রকল্পের সুফল পেয়ে তাকেন বিজেপির মহিলা সমর্থক বা কর্মীরাও ৷ তিনি বলেন, "আপনারা তৃণমূলকে ভোটে জেতাননি। তবুও মমতা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যাচ্ছেন। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি আবাসের জন্য আবেদন করেছেন, কেন্দ্র দিচ্ছে বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। ভোটের পর আমরা দিল্লী থেকে 100 দিনের টাকা ছিনিয়ে আনবই।"

আরও পড়ুন: পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

অভিষেক জানান, চা শ্রমিকদের অধিকারের প্রশ্নে লড়েছেন তারা। অভিষেক বলেন, "বিজেপি রিপোর্ট কার্ড আনুক। আমি ওদের নয় বছরের রিপোর্ট কার্ড চাই। এক লক্ষ 15 হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমাদের সামনে দুটো রাস্তা দিল্লির বুকে গিয়ে টাকা আদায় করে আনা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়েছে? যারা টিভির পর্দায় টাকা নেয় তাদের বিরুদ্ধে মোদি ব্যবস্থা নিয়েছেন?" পঞ্চায়েত নির্বাচনের পর দিল্লি থেকে টাকা আনার দায় আমার বলেও জানান অভিষেক।

জলপাইগুড়ি, 1 জুলাই: দলের রাশ ধরে রাখতে মরিয়া তৃণমূল ! অন্তত পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে নির্দলদের উদ্দেশে একের পর দাওয়াই দিচ্ছেন তাতে স্পষ্ট, যে নির্দল কাঁটা এখনও পিছু ছাড়েনি তৃণমূলের ৷ শনিবারও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানান, ভোটের পর নির্দলদের কোনওভাবেই দলে ফেরানো হবে না। একই সঙ্গে, যাঁরা তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন তাঁদের কাজের উপরেও দল যে কড়া নজর রাখবে তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর এবার অভিষেকও পঞ্চায়েতে মনিটরিং করার দাওয়াই দিলেন। মুখ্যমন্ত্রীর পর আলিপুরদুয়ারের ফালাকাটার সভা থেকে এদিন অভিষেক বলেন, "প্রধান হয়ে যদি কেউ ভাবেন, সব আপনি নিয়ন্ত্রণ করবেন, তা হবে না। আমি তিন মাস পর পর পর্যালোচনা করব।" একই সঙ্গে, এদিন সেই সভা থেকেই তিনি ফের একবার হঁশিয়ারি দিয়েছেন নির্দলদের উদ্দেশে ৷ কোনও ভাবেই যে দল ভোটের পর তাদের নেবে না, তাও সাফ জানান অভিষেক ৷ এদিন অভিষেক বলেন, "তিন মাসে আমি তিনবার আলিপুরদুয়ার এসেছি। ফালাকাটায় আসা হয়নি। আলিপুরদুয়ার জেলার বিধানসভায় আমাদের ফল ভালো হয়নি। 2021 সালে পাঁচ জন বিজেপি বিধায়ককে জিতিয়ে ছিলেন। কাজ দেখে ভোট দিন।"

এদিন অভিষেক অভিযোগের সুরে জানান, এখানে বিজেপির সাংসদ রয়েছে ৷ অথচ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ৷ এক্ষেত্রে রাজ্যের প্রতিটি বিধানসভায় আট কোটি টাকা খরচ হয় ৷ এমনকী এই প্রকল্পের সুফল পেয়ে তাকেন বিজেপির মহিলা সমর্থক বা কর্মীরাও ৷ তিনি বলেন, "আপনারা তৃণমূলকে ভোটে জেতাননি। তবুও মমতা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যাচ্ছেন। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি আবাসের জন্য আবেদন করেছেন, কেন্দ্র দিচ্ছে বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। ভোটের পর আমরা দিল্লী থেকে 100 দিনের টাকা ছিনিয়ে আনবই।"

আরও পড়ুন: পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

অভিষেক জানান, চা শ্রমিকদের অধিকারের প্রশ্নে লড়েছেন তারা। অভিষেক বলেন, "বিজেপি রিপোর্ট কার্ড আনুক। আমি ওদের নয় বছরের রিপোর্ট কার্ড চাই। এক লক্ষ 15 হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমাদের সামনে দুটো রাস্তা দিল্লির বুকে গিয়ে টাকা আদায় করে আনা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়েছে? যারা টিভির পর্দায় টাকা নেয় তাদের বিরুদ্ধে মোদি ব্যবস্থা নিয়েছেন?" পঞ্চায়েত নির্বাচনের পর দিল্লি থেকে টাকা আনার দায় আমার বলেও জানান অভিষেক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.