ETV Bharat / state

Abhishek on LPG Price: ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে 500 টাকাতেই মিলবে রান্নার গ্যাস, প্রতিশ্রুতি অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

Abhishek Banerjee on LPG Price: ধূপগুড়ি উপ-নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি, ‘ইন্ডিয়া’ জোট 500 টাকায় রান্নার গ্যাস দেবে সাধারণ মানুষকে ৷

Abhishek on LPG Price
Abhishek on LPG Price
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 7:00 PM IST

Updated : Sep 2, 2023, 11:00 PM IST

ধূপগুড়ি, 2 সেপ্টেম্বর: সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তা সত্ত্বেও শনিবার রান্নার গ্য়াসের দাম নিয়েই কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে তাঁর দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনের পর ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে 500 টাকাতেই মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার ৷

এ দিন দুপুরে জলপাইগুড়ির ধূপগুড়িতে হাজির হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷ আগামী মঙ্গলবার সেখানে বিধানসভার উপ-নির্বাচন রয়েছে ৷ সেই কারণেই প্রচার করতে হাজির হয়েছিলেন ৷ ধূপগুড়ির ফণীর মাঠের জনসভা থেকে তিনি একাধিক ইস্য়ুতে তোপ দাগেন বিজেপির মধ্যেই সেই ইস্যুগুলির মধ্যেই রান্নার গ্যাসের প্রসঙ্গও ছিল ৷

রাখিবন্ধনের আগের দিন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 200 টাকা করে কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের তরফে এই দাম কমানোকে রাখিবন্ধনের উপহার হিসেবে উল্লেখ করা হয়েছিল ৷ এ দিন সেই নিয়ে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘রান্নার গ্যাসের টাকা দাম কমিয়ে রাখিবন্ধনের উপহার বলছে । পাঁচ বছরে একবার রাখি আসে নাকি !’’

এর পরই অভিষেক দাবি করেন, ‘‘গ্যাসের দাম 1200 টাকা থেকে 200 টাকা কমিয়েছে । বিজেপি জিতলে চব্বিশে আবার গ্যাসের দাম 3000 টাকা হবে ।’’ তার পর ‘ইন্ডিয়া’ জোটের সরকার এলে রান্নার গ্যাসের দাম কত হবে, সেই প্রতিশ্রুতিও দেন তিনি ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘ইন্ডিয়ার সরকার যদি জেতে 500 টাকা রান্নার গ্যাস হবে ।’’

আরও পড়ুন: বিজেপির মতো ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল ভোট করায় না, দাবি অভিষেকের

একই সঙ্গে তিনি জানান, ভারত বিজেপির থেকে মুখ ফিরিয়েছে । পাঁচটা রাজ্যের আসন্ন বিধানসভা ভোটেই বিজেপি হারবে । কীভাবে হারবে বিজেপি, সেই ফর্মুলাও শোনা গিয়েছে অভিষেকের মুখে ৷ তাঁর কথায়, ‘‘নরেন্দ্র মোদি ভাবছেন রিপোর্ট দিয়ে টাকা আটকে রাখবেন । আপনার হাতে ইভিএমের বোতাম আছে ।’’ এ দিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

ধূপগুড়ি, 2 সেপ্টেম্বর: সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তা সত্ত্বেও শনিবার রান্নার গ্য়াসের দাম নিয়েই কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে তাঁর দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনের পর ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে 500 টাকাতেই মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার ৷

এ দিন দুপুরে জলপাইগুড়ির ধূপগুড়িতে হাজির হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷ আগামী মঙ্গলবার সেখানে বিধানসভার উপ-নির্বাচন রয়েছে ৷ সেই কারণেই প্রচার করতে হাজির হয়েছিলেন ৷ ধূপগুড়ির ফণীর মাঠের জনসভা থেকে তিনি একাধিক ইস্য়ুতে তোপ দাগেন বিজেপির মধ্যেই সেই ইস্যুগুলির মধ্যেই রান্নার গ্যাসের প্রসঙ্গও ছিল ৷

রাখিবন্ধনের আগের দিন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 200 টাকা করে কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের তরফে এই দাম কমানোকে রাখিবন্ধনের উপহার হিসেবে উল্লেখ করা হয়েছিল ৷ এ দিন সেই নিয়ে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘রান্নার গ্যাসের টাকা দাম কমিয়ে রাখিবন্ধনের উপহার বলছে । পাঁচ বছরে একবার রাখি আসে নাকি !’’

এর পরই অভিষেক দাবি করেন, ‘‘গ্যাসের দাম 1200 টাকা থেকে 200 টাকা কমিয়েছে । বিজেপি জিতলে চব্বিশে আবার গ্যাসের দাম 3000 টাকা হবে ।’’ তার পর ‘ইন্ডিয়া’ জোটের সরকার এলে রান্নার গ্যাসের দাম কত হবে, সেই প্রতিশ্রুতিও দেন তিনি ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘ইন্ডিয়ার সরকার যদি জেতে 500 টাকা রান্নার গ্যাস হবে ।’’

আরও পড়ুন: বিজেপির মতো ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল ভোট করায় না, দাবি অভিষেকের

একই সঙ্গে তিনি জানান, ভারত বিজেপির থেকে মুখ ফিরিয়েছে । পাঁচটা রাজ্যের আসন্ন বিধানসভা ভোটেই বিজেপি হারবে । কীভাবে হারবে বিজেপি, সেই ফর্মুলাও শোনা গিয়েছে অভিষেকের মুখে ৷ তাঁর কথায়, ‘‘নরেন্দ্র মোদি ভাবছেন রিপোর্ট দিয়ে টাকা আটকে রাখবেন । আপনার হাতে ইভিএমের বোতাম আছে ।’’ এ দিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

Last Updated : Sep 2, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.