শিলিগুড়ি, 14 জানুয়ারি : পর্যটন মন্ত্রী গৌতম দেবের পাইলট গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক । আজ বিকেলে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ঘটনা । আহতের নাম হিরন্ময় সূত্রধর । শিলিগুড়ি পৌরনিগমের 37 নম্বর ওয়ার্ডের আশিঘরের বাসিন্দা ।
জানা গেছে, বাড়ি থেকে সাইকেলে করে কাজে যাওয়ার সময় আশিঘর মোড়ে ওই যুবককে ধাক্কা মারে মন্ত্রীর পাইলট গাড়িটি । ছিটকে পড়ে যুবক । পরে মন্ত্রীর নির্দেশে ওই গাড়িতেই তাঁকে তুলে নিয়ে শিলিগুড়ি হাসপাতালে ভরতি করা হয় । পাশাপাশি মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে ফোনে বিষয়টি দেখার নির্দেশ দেন । প্রয়োজনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের একটি দল গঠনের কথাও বলেন ।
আরও পড়ুন : বাগবাজারে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্র, সন্দেহ সায়ন্তনের
খবর দেওয়া হয় আহতের পরিবারকে । এখন ওই যুবক বিপদ মুক্ত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । পরে অবশ্য ওই আহতকে দেখতে যান মন্ত্রী ।