ETV Bharat / state

ময়নাগুড়িতে বাইসনের হামলায় জখম 3 - গোরুমারা জাতীয় উদ্যান

বাইসনের হামলায় দুই মহিলা সহ জখম তিন ৷ গোরুমারা জাতীয় উদ্যান থেকে বের হয়ে বাইসনটি আচমকা লোকালয়ে ঢুকে হামলা চালায় ৷

bison attack
বাইসনের আক্রমণ
author img

By

Published : Jan 13, 2021, 2:16 PM IST

জলপাইগুড়ি, 13 জানুয়ারি: লোকালয়ে বাইসনের হানায় জখম তিনজন। গোরুমারা জাতীয় উদ্যান থেকে একটি বাইসন লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাড় বড়গিলা বাঁশবাড়ি এলাকার ঘটনা।


আজ সকালে ঘন কুয়াশার মধ্যে একটি পুরুষ বাইসন জলঢাকা নদী পার করে পানবাড়ি কলোনি এলাকায় চলে আসে। এরপর আসে বাঁশবাড়ি এলাকায় ৷ কলোনি পাড়া এলাকায় দুই মহিলাকে বাইসনটি আক্রমণ করে। তাঁরা জখম হন ৷ দুই মহিলাকে আক্রমণের পর বাইসনটি আশ্রয় নেয় একটি বাঁশঝাড়ে। এরপর নদীর ধারে কার্তিক দেবনাথ নামে আরও একজনকে আক্রমণ করে ৷ এই ঘটনায় মারাত্মকভাবে জখম হন কার্তিকবাবু। পরে বাইসনটি চা বাগানে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন :মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের

আহতদের স্থানীয়রা ও বনকর্মীরা উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ৷ ঘন কুয়াশার দরুণ বাইসনটিকে জঙ্গলে ফেরানো যাচ্ছে না। ঘটনাস্থানে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল রেঞ্জের কর্মীরা রয়েছেন। এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। ঘুমপাড়ানি গুলি করার চেষ্টা করা হচ্ছে বাইসনটিকে।

জলপাইগুড়ি, 13 জানুয়ারি: লোকালয়ে বাইসনের হানায় জখম তিনজন। গোরুমারা জাতীয় উদ্যান থেকে একটি বাইসন লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাড় বড়গিলা বাঁশবাড়ি এলাকার ঘটনা।


আজ সকালে ঘন কুয়াশার মধ্যে একটি পুরুষ বাইসন জলঢাকা নদী পার করে পানবাড়ি কলোনি এলাকায় চলে আসে। এরপর আসে বাঁশবাড়ি এলাকায় ৷ কলোনি পাড়া এলাকায় দুই মহিলাকে বাইসনটি আক্রমণ করে। তাঁরা জখম হন ৷ দুই মহিলাকে আক্রমণের পর বাইসনটি আশ্রয় নেয় একটি বাঁশঝাড়ে। এরপর নদীর ধারে কার্তিক দেবনাথ নামে আরও একজনকে আক্রমণ করে ৷ এই ঘটনায় মারাত্মকভাবে জখম হন কার্তিকবাবু। পরে বাইসনটি চা বাগানে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন :মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের

আহতদের স্থানীয়রা ও বনকর্মীরা উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ৷ ঘন কুয়াশার দরুণ বাইসনটিকে জঙ্গলে ফেরানো যাচ্ছে না। ঘটনাস্থানে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল রেঞ্জের কর্মীরা রয়েছেন। এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। ঘুমপাড়ানি গুলি করার চেষ্টা করা হচ্ছে বাইসনটিকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.