জলপাইগুড়ি, 18 মে : ভুট্টার বস্তার আড়ালে গাঁজা পাচার করার সময় এক ব্যক্তিকে ধরে ফেলল জলপাইগুড়ি পুলিশ । উদ্ধার হয় প্রায় 120 কেজি গাঁজা ।
গোপন সুত্রে খবর পেয়ে আজ সকালে জলপাইগুড়ির কাছে 27 নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় পুলিশ ৷ সেই সময় জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী একটি ভুট্টা বোঝাই পিকআপ ভ্যানকে আটক করে তারা । ভুট্টার বস্তা থেকে 120 কেজি গাঁজা উদ্ধার হয় । গাড়ির চালক পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পুলিশ । ধৃতের নাম মহম্মদ গজলু রহমান । বাড়ি মুর্শিদাবাদের রানিনগরে ।
কোচবিহার জেলার মাথাভাঙা থেকে মালদায় ওই গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর । ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ৷
এর আগে, গতকাল লঙ্কা বোঝাই পিকআপ ভ্যানে গাঁজা পাচার করা হচ্ছিল । গোপনসুত্রে খবর পেয়ে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় পুলিশ ওই ভ্যানটিকে আটকায় ৷