ETV Bharat / state

লকডাউন : গরিবদের হাতে খাবার তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন - Ngo organised food

দু'বেলা দু'মুঠো যাদের খাবার জোটে না তাঁদের হাতে খাবার তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংগঠন ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 27, 2020, 12:09 PM IST

হাওড়া, ২৭ মার্চ : ওরা গৃহহীন । ওদের ঠিকানা হাওড়া স্টেশন চত্বরের কোনও ফুটো টিনের চালের মাটি বা ফুটপাত ৷ জীবনযুদ্ধে ওরা বেঁচে থাকে হোটেলের পরিশিষ্ট খেয়েই । কোনওদিন খাবার জোটে, আবার কোনওদিন জোটে না । অন্য সময় এভাবেই কাটে ওদের ৷

কিন্তু আজ ওদের বড় বিপদের দিন । ছোটো টিনের চালায় মাথা গোঁজার ঠাঁই থাকলেও, নেই অন্নের সংস্থান । অভুক্ত পেটে কতদিন বাঁচবে ওরা ? চিন্তা ছিল তাঁদের । কিন্তু, মুখের হাসিটা মিলিয়ে যেতে দেয়নি কয়েকটি মানবিক সংগঠন । তারা সেই গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে ৷

এরকমই একটি সংগঠন হাওড়ার পিলখানার MSC ক্লাব । এলাকার থার্ড লেনের বাসিন্দাদের থেকে টাকা তুলে যারা রোজ দু'বেলা এই মানুষগুলোর হাতে তুলে দিচ্ছে পাউরুটি, বিস্কুট, কলা, দুধ, ,সরবতসহ নানা খাবার । তবে শুধুমাত্র গৃহহীন মানুষ নয়, লাইনে দাঁড়িয়ে খাচ্ছেন অনেক আটকে পড়া রেলযাত্রীও ।

সংগঠনের তরফে এক উদ্যোক্তা বলেন, "21 দিনব্যাপী লকডাউন । সমস্ত দোকানপাট বন্ধ হওয়ার কারণে এই মানুষগুলোর ভোগান্তি চূড়ান্ত । তাই আমরা আমাদের পাড়া-প্রতিবেশীর থেকে সামর্থ্য অনুযায়ী অর্থের ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করছি এই সমস্ত মানুষদের জন্য।"

হাওড়া, ২৭ মার্চ : ওরা গৃহহীন । ওদের ঠিকানা হাওড়া স্টেশন চত্বরের কোনও ফুটো টিনের চালের মাটি বা ফুটপাত ৷ জীবনযুদ্ধে ওরা বেঁচে থাকে হোটেলের পরিশিষ্ট খেয়েই । কোনওদিন খাবার জোটে, আবার কোনওদিন জোটে না । অন্য সময় এভাবেই কাটে ওদের ৷

কিন্তু আজ ওদের বড় বিপদের দিন । ছোটো টিনের চালায় মাথা গোঁজার ঠাঁই থাকলেও, নেই অন্নের সংস্থান । অভুক্ত পেটে কতদিন বাঁচবে ওরা ? চিন্তা ছিল তাঁদের । কিন্তু, মুখের হাসিটা মিলিয়ে যেতে দেয়নি কয়েকটি মানবিক সংগঠন । তারা সেই গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে ৷

এরকমই একটি সংগঠন হাওড়ার পিলখানার MSC ক্লাব । এলাকার থার্ড লেনের বাসিন্দাদের থেকে টাকা তুলে যারা রোজ দু'বেলা এই মানুষগুলোর হাতে তুলে দিচ্ছে পাউরুটি, বিস্কুট, কলা, দুধ, ,সরবতসহ নানা খাবার । তবে শুধুমাত্র গৃহহীন মানুষ নয়, লাইনে দাঁড়িয়ে খাচ্ছেন অনেক আটকে পড়া রেলযাত্রীও ।

সংগঠনের তরফে এক উদ্যোক্তা বলেন, "21 দিনব্যাপী লকডাউন । সমস্ত দোকানপাট বন্ধ হওয়ার কারণে এই মানুষগুলোর ভোগান্তি চূড়ান্ত । তাই আমরা আমাদের পাড়া-প্রতিবেশীর থেকে সামর্থ্য অনুযায়ী অর্থের ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করছি এই সমস্ত মানুষদের জন্য।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.