ETV Bharat / state

Cop Dead Body Recovered: রহস্যজনক মৃত্যু কনস্টেবলের, বেলুড় পুলিশ ফাঁড়িতে দেহ উদ্ধার - বেলুড় পুলিশ ফাঁড়ি

বেলুড় পুলিশ ফাঁড়িতে (Belur Police Outpost) রহস্যজনকভাবে মৃত্যু হল এক কনস্টেবলের (Unnatural Death of Constable)। সেই পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার (Cop body recovered) করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

Unnatural death of Constable, body recovered from Belur Police Outpost
বেলুড় পুলিশ ফাঁড়িতে রহস্যজনক মৃত্যু কনস্টেবলের
author img

By

Published : Nov 14, 2022, 5:33 PM IST

বেলুড়, 14 নভেম্বর: গত কয়েকদিন যাবৎ বেলুড় ফাঁড়িতে (Belur Police Outpost) থানা সংস্কারের কাজ চলছে । সোমবার সকালে ফাঁড়িতে মজুররা কাজ করতে গিয়ে দেখেন গেট ভেতর থেকে বন্ধ । এরপর খবর দেওয়া হয় থানায় । থানা থেকে আধিকারিকরা গিয়ে দেখেন, ওই ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ কর্মী সনাতন ঘোষ মাটিতে পড়ে রয়েছেন । ওই কর্মী বেলুড় ফাঁড়িতে কনস্টেবল (Unnatural Death of Constable) পদমর্যাদায় কর্তব্যরত ছিলেন । কীভাবে ওই কর্মীর মৃত্যু হল এবং সারারাত কীভাবে ঘরের মধ্যে তাঁর মৃতদেহ (Cop body recovered) পড়ে রইল, তা নিয়ে ধন্দে থানার অধিকারিকরাও ।

স্বভাবতই ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠছে অনেক প্রশ্ন । বেলুড় থানার আধিকারিকরা মনে করেন, সঠিক সময়ে যদি সেই কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হত, তাহলে হয়তো তাঁর মৃত্যু হত না । যদিও তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে কীভাবে ওই কর্মীর মৃত্যু হল । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ ।

আরও পড়ুন: সাতদিন নিখোঁজের পর যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার সাঁকরাইলে

ওই এলাকার বাসিন্দা তাপস সরকার জানান, এই ফাঁড়িটা আপাতত বন্ধ রয়েছে । খুব শীঘ্রই এটা চালু হওয়ার কথা । সোমবার সকালে এলাকার মানুষের থেকে তিনি খবর পান । এরপর গিয়ে দেখেন, ওই ব্যক্তির মৃতদেহ মাটিতে পড়ে আছে । তিনি আরও জানান, রবিবার রাতে ওই ফাঁড়িতে মৃত পুলিশকর্মী সনাতন ঘোষ একাই ছিলেন । আরেকজন পুলিশ কর্মী ছুটিতে ছিলেন । যদি তিনি থাকতেন তাহলে হয়তো এই ঘটনা ঘটত না, আক্ষেপ করেন ওই ব্যক্তি ।

বেলুড় পুলিশ ফাঁড়িতে কনস্টেবলের দেহ উদ্ধার

যদিও কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বেলুড়, 14 নভেম্বর: গত কয়েকদিন যাবৎ বেলুড় ফাঁড়িতে (Belur Police Outpost) থানা সংস্কারের কাজ চলছে । সোমবার সকালে ফাঁড়িতে মজুররা কাজ করতে গিয়ে দেখেন গেট ভেতর থেকে বন্ধ । এরপর খবর দেওয়া হয় থানায় । থানা থেকে আধিকারিকরা গিয়ে দেখেন, ওই ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ কর্মী সনাতন ঘোষ মাটিতে পড়ে রয়েছেন । ওই কর্মী বেলুড় ফাঁড়িতে কনস্টেবল (Unnatural Death of Constable) পদমর্যাদায় কর্তব্যরত ছিলেন । কীভাবে ওই কর্মীর মৃত্যু হল এবং সারারাত কীভাবে ঘরের মধ্যে তাঁর মৃতদেহ (Cop body recovered) পড়ে রইল, তা নিয়ে ধন্দে থানার অধিকারিকরাও ।

স্বভাবতই ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠছে অনেক প্রশ্ন । বেলুড় থানার আধিকারিকরা মনে করেন, সঠিক সময়ে যদি সেই কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হত, তাহলে হয়তো তাঁর মৃত্যু হত না । যদিও তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে কীভাবে ওই কর্মীর মৃত্যু হল । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ ।

আরও পড়ুন: সাতদিন নিখোঁজের পর যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার সাঁকরাইলে

ওই এলাকার বাসিন্দা তাপস সরকার জানান, এই ফাঁড়িটা আপাতত বন্ধ রয়েছে । খুব শীঘ্রই এটা চালু হওয়ার কথা । সোমবার সকালে এলাকার মানুষের থেকে তিনি খবর পান । এরপর গিয়ে দেখেন, ওই ব্যক্তির মৃতদেহ মাটিতে পড়ে আছে । তিনি আরও জানান, রবিবার রাতে ওই ফাঁড়িতে মৃত পুলিশকর্মী সনাতন ঘোষ একাই ছিলেন । আরেকজন পুলিশ কর্মী ছুটিতে ছিলেন । যদি তিনি থাকতেন তাহলে হয়তো এই ঘটনা ঘটত না, আক্ষেপ করেন ওই ব্যক্তি ।

বেলুড় পুলিশ ফাঁড়িতে কনস্টেবলের দেহ উদ্ধার

যদিও কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.