হাওড়া, 9 জুন : ব্যবসায়ীর কাছ থেকে রুপো চুরি কাণ্ডের তদন্তে সাফল্য পুলিশের । গোটা ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ গ্রেফতার পাঁচ (Two police constable with other three arrested in Howrah silver snatching case)৷ উদ্ধার ছিনতাই হওয়া সাড়ে ছয় কেজি রুপো ৷
ব্যবসায়ীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করে বড়বাজার থানা ৷ সিসিটিভি ফুটেজ ও সূত্র মারফত ওই দুই অভিযুক্তকে সনাক্ত করতে সক্ষম হন তদন্তকারী আধিকারিকরা । অভিযুক্তদের বিবরণ সামনে আসতেই দেখা যায় এদের মধ্যে একজন সমীরণ পাত্র, হাওড়া সিটি পুলিশের বি গার্ডেন থানায় কনস্টেবল পদে কর্মরত ৷ অপরজন সুরজিৎ সরকার, হাওড়া সিটি পুলিশের শিবপুর পুলিশ লাইনে কর্মরত । এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে আব্দুর সালাম শেখ (জয়নগর), সঞ্জয় কুমার শাহ ও ফিরোজ মণ্ডলকে (উত্তর 24 পরগনা) গ্রেফতার করে পুলিশ ৷
মঙ্গলবার সমীরণ মান্না নামের এক ব্যবসায়ী হাওড়া থেকে নিউটাউনের বাসে উঠে বিশ্ব বাংলা গেটের সামনে নামতেই একটা সাদা রঙের অ্যাম্বাসাডরে চেপে বেশ কয়েকজন তাঁর সামনে এসে দাঁড়ায় । সেখানে থাকা সমীরণ পাত্র ও সুরজিৎ সরকার নিজেদের পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিয়েই ব্যবসায়ীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ৷ এরপর ওই ব্যবসায়ী গাড়িতে উঠলে তাঁর কাছে থাকা রুপো কেড়ে নিয়ে এক অজানা স্থানে তাঁকে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায় অভিযুক্তরা ।
ঘটনার পর ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই গোটা বিষয়টি সামনে আসে ৷ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সাদা গাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হয় । গাড়ির মালিকের সূত্র ধরে পুলিশ আটক করে সঞ্জয়কে । তাকে জেরা করে বাকিদের নাম জানতে পারেন পুলিশ আধিকারিকরা ।
সঞ্জয়ের থেকে সাদা রঙের একটি অ্যাম্বাসাডরও বাজেয়াপ্ত করে পুলিশ । এই গাড়িটিই বুধবার ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের অনুমান ৷ ধৃতদের বৃহস্পতিবার কলকাতায় ব্যাঙ্কশাল কোর্টে হাজির করার কথা ।
আরও পড়ুন : Snatching Rifle : সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানকে মারধর করে রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা