ডোমজুড়, 24 অগস্ট: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ খড়্গপুর থেকে ডানকুনি যাওয়ার রাস্তায় মঙ্গলবার সন্ধ্যায় রাসায়নিক গ্যাস ভর্তি একটি ট্রলার উলটে যায় । পুলিশ সূত্রে খবর, পাকুড়িয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারটি রাস্তার মাঝখানের ডিভাইডার ভেঙে পাশের লেনে ঢুকে পড়ে। সেখানে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি গাড়ির সঙ্গে । দুর্ঘটনায় গাড়ির চালক ও ট্রলারের উভয়েই মারাত্মক আহত হয়েছেন । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ( Horrific accident near Pakuria) ৷
দুর্ঘটনার পর ট্রলারের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে শুরু করে । বিপদের আঁচ পেয়ে গ্যাসের কোম্পানিতে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় কোম্পানির ইঞ্জিনিয়ারের দল । তাঁরা গ্যাসের লিক বন্ধ করতে কাজ শুরু করে দেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুরগামী জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় । অতি ধীর গতিতে গাড়ি এগোতে থাকে ।
আরও পড়ুন: উলটে যাওয়া দুধের গাড়ি থেকে বেরিয়ে এল একের পর এক গরু, পুরুলিয়ায় চাঞ্চল্য
পাশাপাশি লিক হওয়া গ্যাস থেকে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, তার দিকে সতর্ক দৃষ্টি রাখেন কোম্পানির ইঞ্জিনিয়াররা । ট্রলারের গাড়ির গতি বেশি ছিল ৷ এছাড়া বৃষ্টির কারণে রাস্তার অবস্থাও ভাল ছিল না খুব একটা ভাল ছিল না । আর তার জেরেই ট্রলারের চালক নিয়ন্ত্রণ হারান বলে অনুমান পুলিশের ।