ETV Bharat / state

Tribals March: অস্ত্র হাতে আদিবাসীদের মিছিল, হাওড়া ব্রিজে ফের যানজটে ভোগান্তি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 1:30 PM IST

Updated : Oct 12, 2023, 2:30 PM IST

Tribals March on Howrah Bride: ফের আদিবাসী মিছিলের জেরে তীব্র যানজট দেখা দিল হাওড়া ব্রিজে । তার জেরে ব্যস্ত সময়ে দুর্ভোগে পড়ে মানুষ ৷ এ দিন অস্ত্র হাতে মিছিলে দেখা গিয়েছে আদিবাসী সমাজকে ।

Tribals March
আদিবাসীদের মিছিল
আদিবাসীদের মিছিলে হাওড়া ব্রিজে ফের যানজট

হাওড়া, 12 অক্টোবর: টোটোচালকদের মিছিলে ভোগান্তির পর এ বার কর্মব্যস্ত সপ্তাহের মাঝের দিন আবারও অবরুদ্ধ হাওড়া ব্রিজ ৷ বৃহস্পতিবার সেখানে ফের একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে মিছিল করলেন আদিবাসীরা । আজ সকালে আদিবাসীরা হাওড়া স্টেশনে জমায়েত হয়ে কলকাতার দিকে রওনা দেন । তাঁদের মিছিলের জেরে ব্যস্ত সময়ে আরও একবার হাওড়া ব্রিজে তৈরি হল প্রবল যানজট । এর জেরে আবারও চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা ।

এ দিন হাজারে হাজারে আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাওড়া স্টেশনে জমায়েত করেন ৷ সেখান থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তাঁরা । আদিবাসী ধরম কোড অবিলম্বে চালু-সহ আদিবাসী সম্প্রদায়ের একাধিক দাবিদাওয়ার স্বপক্ষে ও কেন্দ্রের ইউসিসি আইন বাতিল, সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগে এসএসসি নয়, স্পেশাল ড্রাইভ, মণিপুর ও সর্বত্র আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ-সহ একাধিক দাবিতে আজ আওয়াজ তোলেন আদিবাসীরা ।

বৃহস্পতিবার এই কর্মসূচির জন্য হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া বাসস্ট্যান্ডে, হাওড়া ব্রিজে ব্যপক যানজট হয় । এ দিনের মিছিলে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় আদিবাসীদের । বড় মিছিল হওয়ার কারণে রাস্তা পারাপার করতে যাওয়ার সময় মিছিলের ভিতরে ঢুকে পড়া সাধারণ মানুষের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন মিছিলে অংশ নেওয়া কিছু আদিবাসী সমাজের ব্যক্তি । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে ।

আরও পড়ুন: আদিবাসী সম্প্রদায়ের মিছিলে অবরুদ্ধ হাওড়া ব্রিজ, চরমে ভোগান্তিতে

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই একইভাবে টোটোচালকদের মিছিলে নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েন । আর সেই ভাবেই বৃহস্পতিবার আদিবাসীদের মিছিলের জেরে হাওড়া স্টেশন চত্বর-সহ সেতুর রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় । মিছিলের জন্য তৈরি হয় তীব্র যানজট ৷ আর সেই যানজটের কারণে নিত্যযাত্রীদের নাজেহাল হতে হয় । শুধু হাওড়া ব্রিজ নয়, তার পার্শ্ববর্তী এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হয় । তার জেরে ব্যস্ত সময়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের ৷

আদিবাসীদের মিছিলে হাওড়া ব্রিজে ফের যানজট

হাওড়া, 12 অক্টোবর: টোটোচালকদের মিছিলে ভোগান্তির পর এ বার কর্মব্যস্ত সপ্তাহের মাঝের দিন আবারও অবরুদ্ধ হাওড়া ব্রিজ ৷ বৃহস্পতিবার সেখানে ফের একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে মিছিল করলেন আদিবাসীরা । আজ সকালে আদিবাসীরা হাওড়া স্টেশনে জমায়েত হয়ে কলকাতার দিকে রওনা দেন । তাঁদের মিছিলের জেরে ব্যস্ত সময়ে আরও একবার হাওড়া ব্রিজে তৈরি হল প্রবল যানজট । এর জেরে আবারও চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা ।

এ দিন হাজারে হাজারে আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাওড়া স্টেশনে জমায়েত করেন ৷ সেখান থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তাঁরা । আদিবাসী ধরম কোড অবিলম্বে চালু-সহ আদিবাসী সম্প্রদায়ের একাধিক দাবিদাওয়ার স্বপক্ষে ও কেন্দ্রের ইউসিসি আইন বাতিল, সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগে এসএসসি নয়, স্পেশাল ড্রাইভ, মণিপুর ও সর্বত্র আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ-সহ একাধিক দাবিতে আজ আওয়াজ তোলেন আদিবাসীরা ।

বৃহস্পতিবার এই কর্মসূচির জন্য হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া বাসস্ট্যান্ডে, হাওড়া ব্রিজে ব্যপক যানজট হয় । এ দিনের মিছিলে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় আদিবাসীদের । বড় মিছিল হওয়ার কারণে রাস্তা পারাপার করতে যাওয়ার সময় মিছিলের ভিতরে ঢুকে পড়া সাধারণ মানুষের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন মিছিলে অংশ নেওয়া কিছু আদিবাসী সমাজের ব্যক্তি । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে ।

আরও পড়ুন: আদিবাসী সম্প্রদায়ের মিছিলে অবরুদ্ধ হাওড়া ব্রিজ, চরমে ভোগান্তিতে

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই একইভাবে টোটোচালকদের মিছিলে নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েন । আর সেই ভাবেই বৃহস্পতিবার আদিবাসীদের মিছিলের জেরে হাওড়া স্টেশন চত্বর-সহ সেতুর রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় । মিছিলের জন্য তৈরি হয় তীব্র যানজট ৷ আর সেই যানজটের কারণে নিত্যযাত্রীদের নাজেহাল হতে হয় । শুধু হাওড়া ব্রিজ নয়, তার পার্শ্ববর্তী এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হয় । তার জেরে ব্যস্ত সময়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের ৷

Last Updated : Oct 12, 2023, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.