ETV Bharat / state

ওভারহেড তার ছিঁড়ে বিঘ্নিত ট্রেন চলাচল, হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ - Train Service Disrupted

Train Service Disrupted: পূর্ব রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, বিঘ্নিত হল দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা ৷ হাওড়া স্টেশনের 13, 14 এবং 15 নম্বর প্লাটফর্ম থেকে বন্ধ লোকাল ট্রেন চলাচল ৷ যাত্রী বিক্ষোভ শুরু প্লাটফর্মে ৷

Train Service Disrupted in Howrah Station
পূর্ব রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 10:16 PM IST

Updated : Dec 30, 2023, 10:50 PM IST

যাত্রী বিক্ষোভ শুরু প্লাটফর্মে

হাওড়া, 30 ডিসেম্বর: বছর শেষ হওয়ার আগের দিন ফের বিঘ্নিত হল দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। এবার ওভাহেড-এর তার ছিঁড়ে বিপত্তি হাওড়া স্টেশনে । দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া স্টেশনের 13, 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে সমস্ত লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে ৷ শনিবার সন্ধেয় হাওড়া স্টেশনের কাছে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয় বলেই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে । অবশেষে 9টা 25 নাগাদ বিদ্যুৎ সংযোগ ফিরে আসে ৷

পুনরায় তার সংযোগ করার জন্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল বলে খবর । আর এর জেরেই আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকালের মতো ট্রেনগুলি বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল । যদিও অফিস টাইমে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় শনিবার সন্ধেয় ব্যাপক যাত্রী বিক্ষোভ শুরু হয় হাওড়া স্টেশনে । যাত্রীদের অভিযোগ প্রায়ই এই রুটে পরিষেবা ঠিকমতো পাওয়া যায় না । আর আজকে তার ছিঁড়ে বিপত্তিতে কখন পরিষেবা চালু হবে তার ঠিক নেই ।

সাঁতরাগাছি যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী অলোক কুমার হেমব্রেম বলেন, "প্রায় এই ট্রেন দেরিতে ছাড়ে, মাঝেমধ্যেই বাতিল হয় । 7টা 10 মিনিটে ট্রেন ছাড়ার কথা এখনও ছাড়ে নি।" এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী পূর্ব রেলের দফতরের সঙ্গে যোগাযোগ করতে বলেন ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, "খুব দ্রুত পরিষেবা চালু করা হবে ।" যদিও কতক্ষণ সময় লাগতে পারে সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। অন্যদিকে ট্রেন না-পেয়ে সাঁতরাগাছি স্টেশনের বাইরে অসংখ্য মানুষের ঢল নামে । যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । এতে যথেষ্টই ক্ষুব্ধ যাত্রীরা । তাঁরা তাঁদের ক্ষোভ উগরে দেন ।

আরও পড়ুন:

  1. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  2. কুয়াশাচ্ছন্ন রাজধানী, দিল্লিতে নামতে পারল না রাহুলের বিমান
  3. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও

যাত্রী বিক্ষোভ শুরু প্লাটফর্মে

হাওড়া, 30 ডিসেম্বর: বছর শেষ হওয়ার আগের দিন ফের বিঘ্নিত হল দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। এবার ওভাহেড-এর তার ছিঁড়ে বিপত্তি হাওড়া স্টেশনে । দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া স্টেশনের 13, 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে সমস্ত লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে ৷ শনিবার সন্ধেয় হাওড়া স্টেশনের কাছে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয় বলেই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে । অবশেষে 9টা 25 নাগাদ বিদ্যুৎ সংযোগ ফিরে আসে ৷

পুনরায় তার সংযোগ করার জন্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল বলে খবর । আর এর জেরেই আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকালের মতো ট্রেনগুলি বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল । যদিও অফিস টাইমে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় শনিবার সন্ধেয় ব্যাপক যাত্রী বিক্ষোভ শুরু হয় হাওড়া স্টেশনে । যাত্রীদের অভিযোগ প্রায়ই এই রুটে পরিষেবা ঠিকমতো পাওয়া যায় না । আর আজকে তার ছিঁড়ে বিপত্তিতে কখন পরিষেবা চালু হবে তার ঠিক নেই ।

সাঁতরাগাছি যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী অলোক কুমার হেমব্রেম বলেন, "প্রায় এই ট্রেন দেরিতে ছাড়ে, মাঝেমধ্যেই বাতিল হয় । 7টা 10 মিনিটে ট্রেন ছাড়ার কথা এখনও ছাড়ে নি।" এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী পূর্ব রেলের দফতরের সঙ্গে যোগাযোগ করতে বলেন ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, "খুব দ্রুত পরিষেবা চালু করা হবে ।" যদিও কতক্ষণ সময় লাগতে পারে সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। অন্যদিকে ট্রেন না-পেয়ে সাঁতরাগাছি স্টেশনের বাইরে অসংখ্য মানুষের ঢল নামে । যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । এতে যথেষ্টই ক্ষুব্ধ যাত্রীরা । তাঁরা তাঁদের ক্ষোভ উগরে দেন ।

আরও পড়ুন:

  1. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  2. কুয়াশাচ্ছন্ন রাজধানী, দিল্লিতে নামতে পারল না রাহুলের বিমান
  3. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
Last Updated : Dec 30, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.