ETV Bharat / state

TMC Protest : ত্রিপুরায় হামলার প্রতিবাদে গঙ্গা জলে দাঁড়িয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র-যুবদের

ত্রিপুরায় তৃণমূলের যুব নেতাদের উপর হামলার প্রতিবাদ ৷ গঙ্গায় নেমে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ৷ মঙ্গলবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এই অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷

TMC youth and student union members of Howrah protest the attack in Tripura
TMC Protest : ত্রিপুরায় হামলার প্রতিবাদে গঙ্গা জলে দাঁড়িয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র-যুবদের
author img

By

Published : Aug 10, 2021, 4:16 PM IST

হাওড়া, 10 অগস্ট : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের উপর হামলার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন ৷ সৌজন্যে দলের যুব ও ছাত্র সংগঠনের সদস্যরা ৷ হাওড়ায় গঙ্গায় নেমে দলীয় সহকর্মীদের উপর হামলার প্রতিবাদে স্লোগান দিলেন তাঁরা ৷ কোমর পর্যন্ত জলে দাঁড়িয়েই চলল বিক্ষোভ ৷

আরও পড়ুন : TMC Protests : ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুবদের উপর হামলার প্রতিবাদ, ধরনা দলীয় সাংসদদের

সম্প্রতি ত্রিপুরার পাহাড়ি পথে হামলার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা ৷ সেই ঘটনায় বেশ কয়েকজন জখম হন ৷ ভাঙচুর করা হয় তৃণমূলের দু’টি গাড়ি ৷ তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে ইতিমধ্যেই নানা স্তরে সেই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ৷ এমনকী, বিষয়টি নিয়ে সংসদেও সরব হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ আর এবার সেই একই কারণে প্রতিবাদে সামিল হলেন তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷

গঙ্গায় নেমে অভিনব প্রতিবাদ তৃণমূলের ছাত্র-যুবদের ৷

মঙ্গলবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এই অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ এদিন সকালেই গঙ্গার ঘাটে জড়ো হন তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ সংগঠনের পতাকা হাতে সটান জলে নেমে যান তাঁরা ৷ তারপর কোমর সমান জলে দাঁড়িয়েই শুরু করেন বিক্ষোভ ৷ ত্রিপুরার হামলার প্রতিবাদে উঠতে থাকে স্লোগান ৷ প্রতিবাদীদের বক্তব্য, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই এই ধরনের কাণ্ড ঘটিয়েও পার পেয়ে যাচ্ছে হামলাকারীরা ৷

আরও পড়ুন : Mamata-Amit : অমিত শাহের নির্দেশে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা, অভিযোগ মমতার

যদিও তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা ৷ তিনি বলেন, ‘‘ওঁরা ত্রিপুরা নিয়ে এত কথা বলছেন ৷ অথচ এ রাজ্যে শাসকদলের হাতেই বিজেপি কর্মীরা মারা খাচ্ছেন ৷ তাঁদের খুন করা হচ্ছে ৷ তাঁদের সম্পত্তি লুঠ করা হচ্ছে ৷ নিজেদের কৃতকর্ম বুঝেই গঙ্গায় নেমেছেন ওঁরা ৷’’

হাওড়া, 10 অগস্ট : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের উপর হামলার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন ৷ সৌজন্যে দলের যুব ও ছাত্র সংগঠনের সদস্যরা ৷ হাওড়ায় গঙ্গায় নেমে দলীয় সহকর্মীদের উপর হামলার প্রতিবাদে স্লোগান দিলেন তাঁরা ৷ কোমর পর্যন্ত জলে দাঁড়িয়েই চলল বিক্ষোভ ৷

আরও পড়ুন : TMC Protests : ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুবদের উপর হামলার প্রতিবাদ, ধরনা দলীয় সাংসদদের

সম্প্রতি ত্রিপুরার পাহাড়ি পথে হামলার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা ৷ সেই ঘটনায় বেশ কয়েকজন জখম হন ৷ ভাঙচুর করা হয় তৃণমূলের দু’টি গাড়ি ৷ তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে ইতিমধ্যেই নানা স্তরে সেই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ৷ এমনকী, বিষয়টি নিয়ে সংসদেও সরব হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ আর এবার সেই একই কারণে প্রতিবাদে সামিল হলেন তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷

গঙ্গায় নেমে অভিনব প্রতিবাদ তৃণমূলের ছাত্র-যুবদের ৷

মঙ্গলবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এই অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ এদিন সকালেই গঙ্গার ঘাটে জড়ো হন তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ সংগঠনের পতাকা হাতে সটান জলে নেমে যান তাঁরা ৷ তারপর কোমর সমান জলে দাঁড়িয়েই শুরু করেন বিক্ষোভ ৷ ত্রিপুরার হামলার প্রতিবাদে উঠতে থাকে স্লোগান ৷ প্রতিবাদীদের বক্তব্য, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই এই ধরনের কাণ্ড ঘটিয়েও পার পেয়ে যাচ্ছে হামলাকারীরা ৷

আরও পড়ুন : Mamata-Amit : অমিত শাহের নির্দেশে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা, অভিযোগ মমতার

যদিও তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা ৷ তিনি বলেন, ‘‘ওঁরা ত্রিপুরা নিয়ে এত কথা বলছেন ৷ অথচ এ রাজ্যে শাসকদলের হাতেই বিজেপি কর্মীরা মারা খাচ্ছেন ৷ তাঁদের খুন করা হচ্ছে ৷ তাঁদের সম্পত্তি লুঠ করা হচ্ছে ৷ নিজেদের কৃতকর্ম বুঝেই গঙ্গায় নেমেছেন ওঁরা ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.