হাওড়া, 3 মার্চ: বালি বিধানসভার পরে ফের একবার হাওড়ার বাঁকড়াতে মাইক বিতর্কে জড়ালো শাসকদল। বুধবার চলতি বছরের মাধ্যমিকের অংক পরীক্ষার (Madhyamik Exam) দিন উচ্চস্বরে বক্স বাজানোর অভিযোগ উঠল হাওড়ার শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ বুধবার অংক পরীক্ষা ছিল মাধ্যমিকের। বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয় দিয়ে শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তারই মধ্যে তারস্বরে (TMC Using Mic on Party Meeting) বক্স বাজিয়ে চলে তৃণমূল সংখ্যালঘু সেলের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া সদরের শাসকদলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মনোজ তিওয়ারি ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
যদিও মাইক বিতর্ক নিয়ে তৃণমূল সদর সভাপতি ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ দাবি করেন, অনেকদিন আগেই এই কর্মসূচি নির্ধারিত হওয়ার ছিল। আর এই ঘেরা জায়গাতে তাঁরা সভা করছেন। এখানে কোনও মাইক ব্যবহার করা হয়নি। যদিও হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় দাবি করেন, তাঁদের রাজনৈতিক ব্যাপারটাও করতে হয়। একটু সময় নিয়ে বাজানোর পর বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, পড়ুয়ারা পড়াশোনা করছেন তাই তাঁরা অনুষ্ঠান চলার কিছুক্ষণ পর তা শেষ করে দিয়েছেন । তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডটাও বুঝতে হয়।
আরও পড়ুন: মাধ্যমিকের সময় মাইক বাজিয়ে পাড়ায় বিজেপির কর্মসূচি, তুঙ্গে তরজা
তৃণমূলের অনুষ্ঠানকে নিন্দা করে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাইয়ের দাবি, তৃণমূল কংগ্রেস একটি বিশৃঙ্খলা তৈরি কারি দল। এরা নিয়ম নীতি কিছুই মানে না। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিৎ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, "এর আগে বালিতে বিধায়ক রানা চট্টোপাধ্যায় আর বৃহস্পতিবার তৃণমূলের সংখ্যালঘু সেলের অনুষ্ঠানে এভাবে উচ্চস্বরে বক্স বাজানো হল।" এরা একদিকে ছবি তোলার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ দেয় আবার অপরদিকে তাঁদের পরীক্ষার সময় বিঘ্ন সৃষ্টি করে বলেই দাবি করেন বিজেপি নেতা উমেশ রাইয়ের। উল্লেখ্য, এর আগেও দিন দুই আগে বালিতে বিজেপির একটি অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে বিতর্ক তৈরি হয়।