হাওড়া, 10 অগস্ট: কোড়লা-1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়ে তালা ঝোলানোর 48 ঘণ্টার মধ্যে সরাসরি তোলাবাজির অভিযোগ উঠল এলাকার অঞ্চল সভাপতি মেহেরাজ মল্লিকের বিরুদ্ধে (Gram Panchayat Corruption)। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কুড়ি হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে । মঙ্গলবার পঞ্চায়েত অফিসে বিক্ষোভ ও তালা ঝোলানোর ঘটনায় সরাসরি তাঁর দিকেই অভিযোগের আঙুল তোলেন ওই পঞ্চায়েতের প্রধান নীলুফা মল্লিক । তাঁকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ও মেহেরাজ মল্লিকের দাবি মতো তাকে টাকা না দেওয়ার জন্যই তিনি পঞ্চায়েতের এক বিজেপি ও নির্দল সদস্যকে নিয়ে চক্রান্ত করছেন বলেই দাবি করেন নীলুফা । তার বিরুদ্ধে এলাকা থেকে তোলা তোলার অনেক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি ।
পাশাপাশি ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দা মাজেলা মল্লিক এলাকার শাসক দলের অঞ্চল প্রধান মেহেরাজ মল্লিকের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ আনেন । তিনি জানান, তিনি ও আরেক মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেন। যদিও তার সঙ্গে আবেদনকারী অন্য এক মহিলার মৃত্যু হয় । তার আবেদন মঞ্জুর করার জন্য তার থেকে সরাসরি কুড়ি হাজার টাকা কাটমানি চায় মেহেরাজ মল্লিক । টাকা না দিলে ওই আবাস যোজনার টাকা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় তাকে । এরপর কুড়ি হাজার টাকা তিনি মেহেরাজ মল্লিককে দিয়ে দেন বলেই দাবি করেন মাজেলা । তিনি মঞ্জুর হওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে এক লক্ষ টাকা পান বাড়ি তৈরির জন্য । যদিও তিনি দাবি করেন ন্যায্য প্রাপ্যর অর্থ এভাবে নিয়ে নেওয়াটা অনৈতিক ও ভুল কাজ ।
আরও পড়ুন: বেহাল রাস্তার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল অঞ্চল প্রধান মেহেরাজ মল্লিক । তিনি জানান, তার বিরুদ্ধে তোলা ও কাটমানি নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । এগুলো সাজানো অভিযোগ বলেও পালটা দাবি করেন তিনি । পাশাপাশি তিনি দাবি করেন, তিনি যদি এলাকা থেকে তোলা ও কাটমানি খেতেন তাহলে তার বসতবাড়ির অবস্থা এত খারাপ হত না । চাইলে যে কেউ তদন্ত করে দেখতে পারে । এছাড়াও তিনি পালটা অভিযোগ করেন এলাকার মানুষ সব জানে । প্রধানের স্বামী তার আত্মীয় হলেও সে কোনও চাকরি অথবা ব্যবসা করে না । পঞ্চায়েত অফিসের সমস্ত দুর্নীতির মূলে ওই ব্যক্তি । প্রধানের আর্থিক উন্নতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।
রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । এরইমধ্যে হাওড়ার কোড়লা-1 গ্রাম পঞ্চায়েতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে আর্থিক দুর্নীতির ভাগ না পেয়ে বিবাদ প্রকাশ্যে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শাসক শিবির । পরিস্থিতি এতটাই চরমে পৌছয় যে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধ গোষ্ঠীর সদস্যরা । দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় ওই পঞ্চায়েতের অপর এক সদস্য-সহ এলাকার বাসিন্দারা ।
এলাকাবাসী-সহ ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন । আমফান ঝড়ে ত্রিপলের পরিবর্তে প্লাস্টিক দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েতের বোর্ড-সহ বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় করা নিয়ে বিস্তর অভিযোগ তোলেন তারা । পাশাপাশি আরও অভিযোগ, প্রধান একজন মহিলা হওয়ার কারণে তাঁর স্বামী বকলমে প্রধানের সব কাজ করেন । বিগত সাড়ে চার বছর ধরে প্রধানের স্বামী কোড়লা-1 গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতি ও আর্থিক বেনিয়মের আখড়া করে তুলেছেন বলেই অভিযোগ তাঁদের ।
আরও পড়ুন: আমফান : ক্ষতিপূরণের দাবিতে দলেরই প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের
তাঁদের আরও অভিযোগ, এই পঞ্চায়েতে উন্নয়নের নামে লুট হয়েছে । এলাকার কোনও উন্নয়ন হয়নি । তিনি অভিযোগ করে জানান, একজন নির্দল ও বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে নিয়ে আতাত করে এই দুর্নীতি চলেছে । এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা লুট করা হয়েছে বলেই অভিযোগ করেন । তিনি জানান, এই বিক্ষোভ অনেক আগে তাঁদের করা উচিৎ ছিল । দলের ভাবমূর্তি ঠিক রাখতে তাঁরা এই বিক্ষোভে সামিল হয়েছেন নাহলে আগামী পঞ্চায়েত ভোটে মানুষের কাছে ভোট চাইবার মুখ থাকবে না তাঁদের । আগামিদিনে দেখার বিষয় কোলোড়া 1 নম্বর পঞ্চায়েতের জল কতদূর পৌঁছয় ।