হাওড়া, 9 নভেম্বর: রেলে যাত্রী সুরক্ষাকে আরও গুরুত্ব দিয়ে অধিক সংখ্যায় সিসিটিভি বসছে বিভিন্ন স্টেশনে ৷ পাশাপাশি রেলের কামরাতেও বসছে ক্লোজ-সার্কিট ক্যামেরা ৷ এমনটাই জানাল পূর্ব রেল। এতদিন যাত্রী সুরক্ষায় স্টেশনে সিসিটিভির বন্দোবস্ত থাকলেও ট্রেনের ভিতর সিসিটিভি ক্যামেরা উপলব্ধ ছিল না ৷ তাই গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনে সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ হলেই যাত্রী সুরক্ষার প্রশ্নে ট্রেনের কামরাতেও বসবে সিসিটিভি ক্যামেরা, বৃহস্পতিবার জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
ভারতীয় রেলের পরিকল্পনা অনুযায়ী ট্রেনের 75 হাজার কামরায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এই কাজের জন্য জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে 15 হাজার লোকমোটিভে এই পদক্ষেপ গৃহিত হয়েছে। এই সিভিভিআরএস (CVVRS) ব্যবস্থায় শব্দ ও ভিডিয়ো রেকর্ডিংয়েরও ব্যবস্থা থাকছে ৷ অত্যাধুনিক আরডিএসও (RDSO) দ্বারা এই সুরক্ষা পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালিত হবে। এর বার্ষিক রক্ষণাবেক্ষণ করবে কেন্দ্রীয় রেল ইনফরমেশন সেন্টার।
সিসিটিভি ক্যামেরার প্রবর্তন যাত্রীদের নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য একটি সর্বোত্তম প্রতিশ্রুতিকেই নির্দেশিত করে বলে জানাচ্ছে ভারতীয় রেল ৷ এই উন্নত নজরদারি ব্যবস্থা সক্রিয়ভাবে প্রয়োগ করাই তাদের একমাত্র লক্ষ্য। এছাড়া সিসিটিভি প্রযুক্তির ব্যবহার ট্রেনের কোচের রিয়েল-টাইম মনিটরিং সক্ষমতা প্রদান করবে। পাশাপাশি যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদান করে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
স্বভাবতই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজের উপস্থিতি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনায় সাহায্য করবে। সিসিটিভি নজরদারি ব্যবস্থা সক্রিয়ভাবে মোতায়েনের মাধ্যমে ভারতীয় রেল তার কর্মীদের জবাবদিহিতা প্রতিষ্ঠা করে। সঙ্গে দায়িত্বের সঙ্গে কর্মসংস্কৃতি গড়ে তুলতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার কাজটি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে বদ্ধপরিকর। সিসিটিভি ক্যামেরাগুলির সক্রিয় কার্য সম্পাদন ভারতীয় রেলের সমস্ত যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত ভ্রমণের অভিজ্ঞতা তৈরি করার প্রতিশ্রুতি দেয়, যা যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য পরিবহণ ব্যবস্থাগুলোর জন্য একটি প্রশংসনীয় উদাহরণ স্থাপন করবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পডুন: