ETV Bharat / state

Suvendu Adhikari: 'দিদির দূত, নাকি দিদির ভূত' ! মমতাকে নিশানা করে কটাক্ষ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

ফের প্রকাশ্য মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ হাওড়ার সভামঞ্চ থেকে কী বললেন তিনি ?

Suvendu Adhikari slams Mamata Banerjee over Didir Doot campaign
শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় ৷
author img

By

Published : Jan 2, 2023, 8:25 PM IST

শুভেন্দুর তোপ !

হাওড়া, 2 জানুয়ারি: সোমবার কলকাতার নজরুল মঞ্চ থেকে শুদ্ধিকরণের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর সেই পদক্ষেপকেই এবার কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মমতার নিদান, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কথা শুনতে হবে দলের কর্মীদের ৷ এই তৃণমূল কর্মীদের বলা হচ্ছে, 'দিদির দূত' ৷ কিন্তু, শুভেন্দু তাঁদের অবিহিত করলেন 'দিদির ভূত' বলে ! এদিন হাওড়ার (Howrah) খালিশানি এলাকায় একটি সভা করেন শুভেন্দু ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB panchayat Election 2023) প্রস্তুতি হিসাবেই এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ সেই মঞ্চ থেকে নাম না করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) নিশানা করেন শুভেন্দু অধিকারী ৷

এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে সরব হন ৷ তাঁর দাবি, গরিব মানুষ, যাঁরা তৃণমূল নেতাদের কাটমানি দিতে পারেননি, কিংবা যাঁরা বিজেপি করেন, তাঁরা ন্য়ায্য দাবিদার হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অধীনে কোনও ঘর পাননি ৷ আর এখন যখন পঞ্চায়েত নির্বাচন শিয়রে হাজির, দুর্নীতির অভিযোগে সরব আমজনতা, ঠিক সেই সময় দলের শুদ্ধিকরণ করছে তৃণমূল কংগ্রেস ৷ সম্প্রতি একাধিক জায়গায় অভিষেকের নির্দেশে পদ ছাড়তে হয়েছে তৃণমূলের বিভিন্ন এলাকার নেতা ও কর্মীদের ৷ সরাসরি উল্লেখ না-করলেও নিজের ভাষণে সেই প্রসঙ্গ টেনে এনেছেন শুভেন্দু ৷ তাঁর কটাক্ষ, সবথেকে বড় ডাকাত যিনি, তিনিই এখন চোর বাছাই করছেন ! ওয়াকিবহাল মহল বলছেন, এক্ষেত্রে শুভেন্দু আরও একবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই নিশানা করেছেন ৷

আরও পড়ুন: ধানের পোকার মতো দলের পোকাও সমূলে বিনাশ করতে চান মমতা

এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়াকেও নিশানা করেছেন শুভেন্দু ৷ টেনে এনেছেন সিঙ্গুর প্রসঙ্গ ৷ রাজ্যে শিল্পের আকালের জন্য বহু বছর আগের সেই ঘটনা এবং রাজ্যের তৎকালীন বিরোধী দলনেত্রীকেই দায়ী করেছেন শুভেন্দু ৷ মমতা যখন বর্তমান বিরোধী দলের আচরণ নিয়ে বারবার প্রশ্ন তুলছেন, তখন শুভেন্দুর পালটা বক্তব্য, বিরোধী থাকাকালীন তৃণমূল নেত্রী নিজে কী করেছিলেন ! এই প্রসঙ্গে তাঁর মুখে শোনা গেল বিধানসভায় ভাঙচুর চালানোর প্রসঙ্গ ৷ তাঁর বক্তব্য, বিধানসভা কোনও দলের সম্পত্তি নয় ৷ বিধানসভা একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী জায়গা ৷ কিন্তু, সেখানেও ভাঙচুর চালিয়েছেন মমতা ৷

প্রসঙ্গত, এই বিধানসভা ভাঙচুরের ঘটনা নিয়ে মাঝেমধ্যেই তৃণমূল ও তৃণমূলনেত্রীর সমালোচনা করেন বামেরা ৷ আজ সেই একই সুর শোনা গেল গেরুয়া নেতার গলাতেও ৷ তার থেকেও বড় কথা হল, সংশ্লিষ্ট ঘটনাগুলি ঘটার সময় শুভেন্দু অধিকারীও মমতার দলেই ছিলেন !

শুভেন্দুর তোপ !

হাওড়া, 2 জানুয়ারি: সোমবার কলকাতার নজরুল মঞ্চ থেকে শুদ্ধিকরণের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর সেই পদক্ষেপকেই এবার কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মমতার নিদান, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কথা শুনতে হবে দলের কর্মীদের ৷ এই তৃণমূল কর্মীদের বলা হচ্ছে, 'দিদির দূত' ৷ কিন্তু, শুভেন্দু তাঁদের অবিহিত করলেন 'দিদির ভূত' বলে ! এদিন হাওড়ার (Howrah) খালিশানি এলাকায় একটি সভা করেন শুভেন্দু ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB panchayat Election 2023) প্রস্তুতি হিসাবেই এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ সেই মঞ্চ থেকে নাম না করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) নিশানা করেন শুভেন্দু অধিকারী ৷

এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে সরব হন ৷ তাঁর দাবি, গরিব মানুষ, যাঁরা তৃণমূল নেতাদের কাটমানি দিতে পারেননি, কিংবা যাঁরা বিজেপি করেন, তাঁরা ন্য়ায্য দাবিদার হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অধীনে কোনও ঘর পাননি ৷ আর এখন যখন পঞ্চায়েত নির্বাচন শিয়রে হাজির, দুর্নীতির অভিযোগে সরব আমজনতা, ঠিক সেই সময় দলের শুদ্ধিকরণ করছে তৃণমূল কংগ্রেস ৷ সম্প্রতি একাধিক জায়গায় অভিষেকের নির্দেশে পদ ছাড়তে হয়েছে তৃণমূলের বিভিন্ন এলাকার নেতা ও কর্মীদের ৷ সরাসরি উল্লেখ না-করলেও নিজের ভাষণে সেই প্রসঙ্গ টেনে এনেছেন শুভেন্দু ৷ তাঁর কটাক্ষ, সবথেকে বড় ডাকাত যিনি, তিনিই এখন চোর বাছাই করছেন ! ওয়াকিবহাল মহল বলছেন, এক্ষেত্রে শুভেন্দু আরও একবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই নিশানা করেছেন ৷

আরও পড়ুন: ধানের পোকার মতো দলের পোকাও সমূলে বিনাশ করতে চান মমতা

এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়াকেও নিশানা করেছেন শুভেন্দু ৷ টেনে এনেছেন সিঙ্গুর প্রসঙ্গ ৷ রাজ্যে শিল্পের আকালের জন্য বহু বছর আগের সেই ঘটনা এবং রাজ্যের তৎকালীন বিরোধী দলনেত্রীকেই দায়ী করেছেন শুভেন্দু ৷ মমতা যখন বর্তমান বিরোধী দলের আচরণ নিয়ে বারবার প্রশ্ন তুলছেন, তখন শুভেন্দুর পালটা বক্তব্য, বিরোধী থাকাকালীন তৃণমূল নেত্রী নিজে কী করেছিলেন ! এই প্রসঙ্গে তাঁর মুখে শোনা গেল বিধানসভায় ভাঙচুর চালানোর প্রসঙ্গ ৷ তাঁর বক্তব্য, বিধানসভা কোনও দলের সম্পত্তি নয় ৷ বিধানসভা একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী জায়গা ৷ কিন্তু, সেখানেও ভাঙচুর চালিয়েছেন মমতা ৷

প্রসঙ্গত, এই বিধানসভা ভাঙচুরের ঘটনা নিয়ে মাঝেমধ্যেই তৃণমূল ও তৃণমূলনেত্রীর সমালোচনা করেন বামেরা ৷ আজ সেই একই সুর শোনা গেল গেরুয়া নেতার গলাতেও ৷ তার থেকেও বড় কথা হল, সংশ্লিষ্ট ঘটনাগুলি ঘটার সময় শুভেন্দু অধিকারীও মমতার দলেই ছিলেন !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.