ETV Bharat / state

নিঃসঙ্গতা দূর করতে জ্যোতিপ্রিয়র বান্ধবীদের গ্রেফতার করা হোক, কটাক্ষ সুকান্তর

Sukanta Majumdar: রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷ তাঁর দাবি, জেলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ তাই মন্ত্রীর বান্ধবীদের গ্রেফতার করার দাবি তুলেছেন সুকান্ত ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 8:08 PM IST

Updated : Nov 23, 2023, 11:09 PM IST

নিঃসঙ্গতা দূর করতে জ্যোতিপ্রিয়র বান্ধবীদের গ্রেফতার করা হোক, কটাক্ষ সুকান্তর

হাওড়া, 23 নভেম্বর: রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর বক্তব্য, জেলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন জ্য়োতিপ্রিয় ৷ তাই মন্ত্রীর বান্ধবীদের গ্রেফতার করা হোক ৷ এই প্রসঙ্গে সুকান্ত পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গও তোলেন ৷

বৃহস্পতিবার হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্য বিজেপির এই শীর্ষনেতা ৷ সেখানেই ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন ৷ সুকান্ত মজুমদার বলেন, ‘‘খাদ্যমন্ত্রী জেলে ৷ একজন তো বান্ধবী-সহ জেলে একা একা যাবে না ৷ দিদিমনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়) ডাবল ডাবল চাকরি হবে, একটা চাকরির সঙ্গে আরেকটা চাকরি ফ্রি ৷ এখন দেখি গ্রেফতারও হচ্ছে একটার সঙ্গে আরেকটা ফ্রি ৷ অনুব্রত যাচ্ছে, সঙ্গে মেয়ে৷ পার্থদা গেল, সঙ্গে বান্ধবী ৷’’

এর পর তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘জ্যোতিদা এখনও একা আছে ৷ জ্য়োতিদার জন্য আমাদের কষ্ট হয় ৷ আমরা ইডি-সিবিআইয়ের কাছে অনুরোধ করব জ্যোতিদার প্রচুর বান্ধবী আছে আমরা খবর পেয়েছি ৷ একটা-দুটোকে অবিলম্বে গ্রেফতার করে জেলে পাঠানোর ব্যবস্থা করা হোক যাতে জ্য়োতিদার নিঃসঙ্গতা কাটে ৷ আমরা সেটা চাই ৷’’

এছাড়াও একাধিক ইস্যুতে তিনি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সমালোচনা করেন ৷ বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে মমতা এ দিন কার্যত মোদির উপরই দায় চাপিয়েছেন ৷ সেই নিয়ে সুকান্ত পালটা কটাক্ষ করেছেন ৷ বিরাট কোহলির অফ ফর্মের প্রসঙ্গ টেনেছেন ৷ তাঁর দাবি, মমতার সঙ্গে করমর্দন করার পর বিরাট সেঞ্চুরি পাচ্ছিলেন না ৷ পরে মন্দিরে-মন্দিরে পুজো দিয়ে ফের ফর্মে ফেরেন ৷

এছাড়া সংখ্যালঘু ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত ৷ তাঁর দাবি, ‘‘সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে রাজনীতির জন্য ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটাই নীতি, কাজের বেলায় কাজি আর কাজ ফুরোলে পাজি । আগে বলেছিলেন সিএএ করতে দেবেন না, এখন বলছে এনআরসি করতে দেবেন না । এটা সংখ্যালঘু ভাইদেরকে বুঝতে হবে ।’’

ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্ক শুরু হওয়ার পর এ দিন প্রথমবার প্রকাশ্য়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ সেই নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত ৷ তিনি বলেন, ‘‘যিনি নিজের স্নো, পাউডার আর লিপস্টিকের জন্য দেশের সম্পত্তি বেচে দিতে পারেন, এই ধরনের সাংসদ মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল তৈরি করেছে ।’’

আরও পড়ুন:

  1. দল হাইজ্যাক করে নিয়েছে ভাইপো, মমতা সব ফিরে পাওয়ার চেষ্টা করছেন: সুকান্ত
  2. জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি, মেডিক্যাল বোর্ড গড়ল এসএসকেএম
  3. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার

নিঃসঙ্গতা দূর করতে জ্যোতিপ্রিয়র বান্ধবীদের গ্রেফতার করা হোক, কটাক্ষ সুকান্তর

হাওড়া, 23 নভেম্বর: রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর বক্তব্য, জেলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন জ্য়োতিপ্রিয় ৷ তাই মন্ত্রীর বান্ধবীদের গ্রেফতার করা হোক ৷ এই প্রসঙ্গে সুকান্ত পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গও তোলেন ৷

বৃহস্পতিবার হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্য বিজেপির এই শীর্ষনেতা ৷ সেখানেই ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন ৷ সুকান্ত মজুমদার বলেন, ‘‘খাদ্যমন্ত্রী জেলে ৷ একজন তো বান্ধবী-সহ জেলে একা একা যাবে না ৷ দিদিমনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়) ডাবল ডাবল চাকরি হবে, একটা চাকরির সঙ্গে আরেকটা চাকরি ফ্রি ৷ এখন দেখি গ্রেফতারও হচ্ছে একটার সঙ্গে আরেকটা ফ্রি ৷ অনুব্রত যাচ্ছে, সঙ্গে মেয়ে৷ পার্থদা গেল, সঙ্গে বান্ধবী ৷’’

এর পর তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘জ্যোতিদা এখনও একা আছে ৷ জ্য়োতিদার জন্য আমাদের কষ্ট হয় ৷ আমরা ইডি-সিবিআইয়ের কাছে অনুরোধ করব জ্যোতিদার প্রচুর বান্ধবী আছে আমরা খবর পেয়েছি ৷ একটা-দুটোকে অবিলম্বে গ্রেফতার করে জেলে পাঠানোর ব্যবস্থা করা হোক যাতে জ্য়োতিদার নিঃসঙ্গতা কাটে ৷ আমরা সেটা চাই ৷’’

এছাড়াও একাধিক ইস্যুতে তিনি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সমালোচনা করেন ৷ বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে মমতা এ দিন কার্যত মোদির উপরই দায় চাপিয়েছেন ৷ সেই নিয়ে সুকান্ত পালটা কটাক্ষ করেছেন ৷ বিরাট কোহলির অফ ফর্মের প্রসঙ্গ টেনেছেন ৷ তাঁর দাবি, মমতার সঙ্গে করমর্দন করার পর বিরাট সেঞ্চুরি পাচ্ছিলেন না ৷ পরে মন্দিরে-মন্দিরে পুজো দিয়ে ফের ফর্মে ফেরেন ৷

এছাড়া সংখ্যালঘু ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত ৷ তাঁর দাবি, ‘‘সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে রাজনীতির জন্য ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটাই নীতি, কাজের বেলায় কাজি আর কাজ ফুরোলে পাজি । আগে বলেছিলেন সিএএ করতে দেবেন না, এখন বলছে এনআরসি করতে দেবেন না । এটা সংখ্যালঘু ভাইদেরকে বুঝতে হবে ।’’

ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্ক শুরু হওয়ার পর এ দিন প্রথমবার প্রকাশ্য়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ সেই নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত ৷ তিনি বলেন, ‘‘যিনি নিজের স্নো, পাউডার আর লিপস্টিকের জন্য দেশের সম্পত্তি বেচে দিতে পারেন, এই ধরনের সাংসদ মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল তৈরি করেছে ।’’

আরও পড়ুন:

  1. দল হাইজ্যাক করে নিয়েছে ভাইপো, মমতা সব ফিরে পাওয়ার চেষ্টা করছেন: সুকান্ত
  2. জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি, মেডিক্যাল বোর্ড গড়ল এসএসকেএম
  3. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
Last Updated : Nov 23, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.