ETV Bharat / state

বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই কলেজে পড়ুয়াদের ভিড় - Bali

দুপুরের দিকে বৃষ্টি একটু কমলেই মেঘলা আকাশের ভ্রুকুটি উপেক্ষা করে পড়ুয়ারা ভিড় জমাতে শুরু করে বালির লালবাবা কলেজে ৷ পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি, কিশোর-কিশোরীদের ভিড়ে কলেজ চত্বর সত্যিই জানান দিচ্ছে, আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে ৷

lalbaba college
লালবাবা কলেজ
author img

By

Published : Jan 29, 2020, 2:45 PM IST

Updated : Jan 29, 2020, 2:50 PM IST

বালি, 29 জানুয়ারি : সরস্বতী পুজোর দিন ৷ আর স্কুল-কলেজে যাওয়া হবে না, এমন কী হয়? সকালের দিকে আকাশের মুখভার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা ভাব কাটিয়ে অনেকটাই পরিস্কার হতে শুরু করে আকাশ ৷ স্কুল-কলেজগুলোতে বাড়তে শুরু করে পড়ুয়াদের আনাগোনা ৷

দুপুরের দিকে বৃষ্টি একটু কমলেই মেঘলা আকাশের ভ্রুকুটি উপেক্ষা করেই পড়ুয়ারা ভিড় জমাতে শুরু করে বালির লালবাবা কলেজে ৷ রীতি মেনে ছেলেরা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে কলেজ চত্বরে ভিড় করে ৷

সরস্বতী পুজো নিয়ে কী বলছে বালির লালবাবা কলেজের পড়ুয়ারা ?

সকাল থেকে বৃষ্টিতে এলাকার একাধিক জায়গায় জমেছে জল ৷ কিন্তু সেই জল বাধ সাধতে পারেনি আজকের দিনে ৷ কলেজের পুজোর পাশাপাশি স্কুলে কাটিয়ে আসা সরস্বতী পুজোর মুহুর্তগুলোও তাদের কাছে অমলিন বলেই জানায় বালির লালবাবা কলেজের পড়ুয়ারা ৷

বালি, 29 জানুয়ারি : সরস্বতী পুজোর দিন ৷ আর স্কুল-কলেজে যাওয়া হবে না, এমন কী হয়? সকালের দিকে আকাশের মুখভার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা ভাব কাটিয়ে অনেকটাই পরিস্কার হতে শুরু করে আকাশ ৷ স্কুল-কলেজগুলোতে বাড়তে শুরু করে পড়ুয়াদের আনাগোনা ৷

দুপুরের দিকে বৃষ্টি একটু কমলেই মেঘলা আকাশের ভ্রুকুটি উপেক্ষা করেই পড়ুয়ারা ভিড় জমাতে শুরু করে বালির লালবাবা কলেজে ৷ রীতি মেনে ছেলেরা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে কলেজ চত্বরে ভিড় করে ৷

সরস্বতী পুজো নিয়ে কী বলছে বালির লালবাবা কলেজের পড়ুয়ারা ?

সকাল থেকে বৃষ্টিতে এলাকার একাধিক জায়গায় জমেছে জল ৷ কিন্তু সেই জল বাধ সাধতে পারেনি আজকের দিনে ৷ কলেজের পুজোর পাশাপাশি স্কুলে কাটিয়ে আসা সরস্বতী পুজোর মুহুর্তগুলোও তাদের কাছে অমলিন বলেই জানায় বালির লালবাবা কলেজের পড়ুয়ারা ৷

Last Updated : Jan 29, 2020, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.