ETV Bharat / state

স্কুল থেকে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা, বিক্ষোভ অভিভাবকদের - students are attacked by Dengue

পরিষ্কার করতে হবে স্কুল চত্বর, প্রয়োজনে বন্ধ থাকবে স্কুল, ডেঙ্গি থেকে নিজেদের সন্তানকে রক্ষা করতে দাবি অভিভাবকদের । স্কুল পরিষ্কারের দাবি নিয়ে বৃহস্পতিবার কলকাতার গোখেল স্কুলের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকেরা । প্রয়োজনে 7দিন স্কুল বন্ধ রেখে স্কুল চত্বর পরিষ্কারের দাবিও তোলেন তাঁরা।

Dengue virus in school
author img

By

Published : Nov 7, 2019, 10:58 PM IST

কলকাতা, 7 নভেম্বর : 2 নভেম্বর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলের ছাত্রী অক্ষিতি দাসের । বর্তমানে স্কুলের আরও 4 ছাত্রী ডেঙ্গিতে আক্রান্ত । স্কুল থেকেই ডেঙ্গি আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা, এই অভিযোগ পড়ুয়াদের অভিভাকদের । আজ সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা । দাবি তোলেন, প্রয়োজনে 7 দিন স্কুল বন্ধ রেখে পরিষ্কার করতে হবে চত্বর ।

দেখুন ভিডিয়ো...

অভিভাবকদের অভিযোগ, স্কুল পরিষ্কার করা হলেও মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় জল জমে থাকে । স্কুলের শৌচালয়গুলির অবস্থাও খুব খারাপ । একাধিক বার স্কুল কর্তৃপক্ষের এ বিষয়ে নজর আকর্ষণ করার চেষ্টাও করেন অভিভাবকেরা । কিন্তু কাজ না হওয়ায় বাধ্য হয়েই আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের পালটা দাবি, স্কুল যথেষ্ট পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয় । যে কটি মেয়ে ডেঙ্গিতে আক্তান্ত হয়েছে তারা প্রত্যেকে হাওড়ার বাসিন্দা । হাওড়ায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে । ছাত্রীরা তাদের বাড়িতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে বলে পালটা দাবি স্কুল কর্তৃপক্ষের ।

কলকাতা, 7 নভেম্বর : 2 নভেম্বর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলের ছাত্রী অক্ষিতি দাসের । বর্তমানে স্কুলের আরও 4 ছাত্রী ডেঙ্গিতে আক্রান্ত । স্কুল থেকেই ডেঙ্গি আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা, এই অভিযোগ পড়ুয়াদের অভিভাকদের । আজ সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা । দাবি তোলেন, প্রয়োজনে 7 দিন স্কুল বন্ধ রেখে পরিষ্কার করতে হবে চত্বর ।

দেখুন ভিডিয়ো...

অভিভাবকদের অভিযোগ, স্কুল পরিষ্কার করা হলেও মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় জল জমে থাকে । স্কুলের শৌচালয়গুলির অবস্থাও খুব খারাপ । একাধিক বার স্কুল কর্তৃপক্ষের এ বিষয়ে নজর আকর্ষণ করার চেষ্টাও করেন অভিভাবকেরা । কিন্তু কাজ না হওয়ায় বাধ্য হয়েই আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের পালটা দাবি, স্কুল যথেষ্ট পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয় । যে কটি মেয়ে ডেঙ্গিতে আক্তান্ত হয়েছে তারা প্রত্যেকে হাওড়ার বাসিন্দা । হাওড়ায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে । ছাত্রীরা তাদের বাড়িতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে বলে পালটা দাবি স্কুল কর্তৃপক্ষের ।

Intro:কলকাতা, ৭ নভেম্বর: গত ২ নভেম্বর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে হাওড়ার বাসিন্দা ও গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলের ছাত্রী অক্ষিতি দাসের। অভিভাবকদের দাবি, বর্তমানে ওই স্কুলের আরও চার ছাত্রী ডেঙ্গিতে আক্রান্ত। স্কুল থেকেই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে ছাত্রীরা এই আশঙ্কায় আজ গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের দাবি, স্কুল ৭দিন বন্ধ রেখে স্কুল পরিষ্কার করতে হবে।
Body:আজ গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের বক্তব্য, এই স্কুলের চারজন ডেঙ্গিতে আক্রান্ত। ইতিমধ্যেই এক ছাত্রী মারাও গেছে। তার নাম অক্ষিতি দাস, হাওড়ায় বাড়ি। আজকে সকালবেলা দুজন ছাত্রী সুস্থ শরীরে স্কুলে গেছিল। অথচ, জ্বর গায়ে ফিরেছে। এই অবস্থায় অভিভাবকদের একাংশের আশঙ্কা, স্কুল থেকেই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে না তো ছাত্রীরা? এই আশঙ্কা ও আতঙ্ক থেকেই তাঁরা আজ বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, তাঁরা বলছেন না স্কুল থেকেই ছড়াচ্ছে। কিন্তু, স্কুল চত্বর পরিষ্কার করতে হবে। ৭ দিন ছুটি দিয়ে স্কুল পরিষ্কার করতে হবে। এই দাবিও আজ তোলেন তাঁরা।

অভিভাবকদের অভিযোগ, স্কুল পরিষ্কার করা হয় ঠিকই। কিন্তু, মাঝে মধ্যেই জল জমে থাকার মতো ঘটনা ঘটে। স্কুলের শৌচালয়গুলোর খুব খারাপ অবস্থা। অনেকবার করে বলা হয়েছে, শৌচালয় থেকে অনেক রকম ইনফেকশন হয়। শৌচালয় ভালোভাবে পরিষ্কার করা হোক। স্কুলটাকে পরিষ্কার করা হোক। মূলত, এই দাবিতেই তাঁরা আজ বিক্ষোভ দেখান। যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, তাঁদের স্কুল যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। যতজন ছাত্রী আক্রান্ত হয়েছেন তারা হাওড়ার বাসিন্দা। হাওড়ায় ডেঙ্গি, ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। সেখান থেকে হয়তো ছাত্রীরা আক্রান্ত হচ্ছে।

অভিভাবকরা দাবি জানিয়েছিলেন, ৭ দিন স্কুল বন্ধ রেখে স্কুল পরিষ্কার করতে হবে। তাঁদের দাবি অনুযায়ী ৭ দিন নয়, ১ দিন স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আগামীকাল ছুটি থাকবে স্কুল। শনিবার কলকাতা পুরসভা থেকে এসে স্কুল পরিদর্শন করে যাবে। তারপর সোমবার থেকে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই স্কুল খোলা হবে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.