হাওড়া, 28 সেপ্টেম্বর: ফের দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে ৷ বহু সংখ্যায় ট্রেন বাতিলের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল ৷ চক্রধরপুর বিভাগে উন্নয়নের কাজ হবে ৷ তার জন্য পুজোর আগে একসঙ্গে একাধিক ট্রেন বাতিল করার কথা জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৷
বাতিল ট্রেনের তালিকা
- 08163/08164 চক্রধরপুর - রৌরকেলা - চক্রধরপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 08168/081767 ঝাড়সুগুদা - রৌরকেলা - ঝাড়সুগুদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18175 হাতিয়া - ঝাড়সুগুদা মেমু এক্সপ্রেস 28 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18176 ঝাড়সুগুদা - হাতিয়া মেমু এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18109 টাটানগর - ইটয়ারী এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18110 ইটয়ারী - টাটানগর এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18125/18126 রৌরকেলা - পুরী - রৌরকেলা এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 22839/22840 রৌরকেলা - ভুবনেশ্বর - রৌরকেলা এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18107/18108 রৌরকেলা - জাদালপুর - রৌরকেলা এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18117/18118 রৌরকেলা - গুনুপুর - রৌরকেলা এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 18113/18114 টাটানগর - বিলাসপুর - টাটানগর এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 08107/08108 রৌরকেলা - চক্রধরপুর - রৌরকেলা এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 08149 হাতিয়া - রৌরকেলা প্যাসেঞ্জার 28 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 08150 রৌরকেলা - হাতিয়া প্যাসেঞ্জার 29 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 08121/08122 বিড়মিত্রাপুর - বর্ষাওয়ান - বিড়মিত্রাপুর প্যাসেঞ্জার 29 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 20811 সাঁতরাগাছি - পুনে হামসফর এক্সপ্রেস 30 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 20821 পুনে - সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস 2 ও 10 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12767 হুজুর সাহিব নান্ডেড - সাঁতরাগাছি এক্সপ্রেস 2 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12768 সাঁতরাগাছি - হুজুর সাহিব নান্ডেড এক্সপ্রেস 4 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 20836/20837 পুরী - রৌরকেলা - পুরী বন্দে ভারত এক্সপ্রেস 12, 13 ও 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 13288 রাজেন্দ্রনগর - দুর্গ এক্সপ্রেস 29 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর ও 8 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 13287 দুর্গ - রাজেন্দ্রনগর এক্সপ্রেস 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর, 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ।
- 12871 হাওড়া - তিতলাগড় এক্সপ্রেস 30 সেপ্টেম্বর,2, 4, 8, 11, 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22861 হাওড়া - কান্তাবাঞ্জি এক্সপ্রেস 1, 3, 12, 13, 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12872 তিতলাগড় - হাওড়া এক্সপ্রেস 1,3,12,15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22862 কান্তাবাঞ্জি - হাওড়া এক্সপ্রেস 30 সেপ্টেম্বর, 2,4,9,11,13,14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18452 পুরী - হাতিয়া এক্সপ্রেস 11 অক্টোবর থেকে 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18451 হাতিয়া - পুরী এক্সপ্রেস 12 অক্টোবর থেকে 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12870 হাওড়া - মুম্বই এক্সপ্রেস 29 সেপ্টেম্বর, 6, 13 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12869 মুম্বই - হাওড়া এক্সপ্রেস 1, 8, 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 13426 সুরাত - মালদা টাউন এক্সপ্রেস 2, 16 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 13425মালদা টাউন - সুরাত এক্সপ্রেস 7, 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18311 সম্বলপুর - বানারাস এক্সপ্রেস 4, 11, 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18312 বানারাস - সম্বলপুর এক্সপ্রেস 5, 12, 13, 16 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12835 হাতিয়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু এক্সপ্রেস 1, 10 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12836 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল , বেঙ্গালুরু - হাতিয়া এক্সপ্রেস 3, 10, 12 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22512 কামাখ্যা - এলটিটি এক্সপ্রেস 30 সেপ্টেম্বর ও 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22511 এলটিটি - কামাখ্যা এক্সপ্রেস 3,17 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22845 পুনে - হাতিয়া এক্সপ্রেস 8, 22 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22846 হাতিয়া - পুনে এক্সপ্রেস 9, 13 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22830 শালিমার - ভুজ এক্সপ্রেস 7, 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22829 ভুজ - শালিমার এক্সপ্রেস 10, 17 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 20828 সাঁতরাগাছি - জাবালপুর এক্সপ্রেস 11 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 20827 জাবালপুর - সাঁতরাগাছি এক্সপ্রেস 12 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22169 রানি কমলাপতি - সাঁতরাগাছি এক্সপ্রেস 11 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22170 সাঁতরাগাছি - রানি কমলাপতি এক্সপ্রেস 12 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18005 হাওড়া - জাগদালপুর এক্সপ্রেস 11-14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18006 জাগদালপুর - হাওড়া এক্সপ্রেস 12-15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22843 বিলাসপুর - পটনা এক্সপ্রেস 29 সেপ্টেম্বর ও 13 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22844 পটনা - বিলাসপুর এক্সপ্রেস 1, 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22894 হাওড়া - সাঁই নগর সিরডি এক্সপ্রেস 12 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22893 সাঁই নগর সিরডি - হাওড়া এক্সপ্রেস 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18309 সম্বলপুর - জম্মু তাওয়াই এক্সপ্রেস 1,9,12,14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 18310 জম্মু তাওয়াই - সম্বলপুর এক্সপ্রেস 10,12,13 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12812 হাতিয়া - এলটিটি এক্সপ্রেস 13 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 12811 এলটিটি - হাতিয়া এক্সপ্রেস 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 17005 হায়দরাবাদ - রক্সৌল এক্সপ্রেস 12 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 17006 রক্সৌল - হায়দরাবাদ এক্সপ্রেস 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 17007 সেকেন্দ্রাবাদ - দ্বারভাঙ্গা এক্সপ্রেস 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 17008 দ্বারভাঙ্গা - সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস 17 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22805 ভুবনেশ্বর - আনন্দ বিহার এক্সপ্রেস 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 22806 আনন্দ বিহার - ভুবনেশ্বর এক্সপ্রেস 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 20971 উদয়পুর - শালিমার এক্সপ্রেস 14 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 20972 শালিমার - উদয়পুর এক্সপ্রেস 15 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 17321 ভাস্কো দা গামা - জেসিডি এক্সপ্রেস 13 অক্টোবর বাতিল করা হয়েছে ।
- 17322 জেসিডি - ভাস্কো দা গামা এক্সপ্রেস 16 অক্টোবর বাতিল করা হয়েছে ।
যাত্রা পথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা
- 19310 জম্মু তাওয়াই - সম্বলপুর এক্সপ্রেস 28,29 সেপ্টেম্বর ও 1 অক্টোবর হাতিয়া অব্ধি যাবে ।
- 18309 সম্বলপুর - জম্মু তাওয়াই এক্সপ্রেস 2,3,15 অক্টোবর হাতিয়া থেকে ছাড়বে ।
- 18106 জয়নগর - রৌরকেলা এক্সপ্রেস 29 সেপ্টেম্বর,2,4,6,9,11,13 অক্টোবর হাতিয়া অব্ধি চলবে ।
- 18105 রৌরকেলা - জয়নগর এক্সপ্রেস 30 সেপ্টেম্বর, 3,7,10,12,14 অক্টোবর হাতিয়া থেকে ছাড়বে ।
যাত্রাপথ বদল হওয়া ট্রেনের তালিকা
- 18477/18478 পুরী - যোগ নগরী - পুরী এক্সপ্রেস ঝাড়সুগুদা রোড - সম্বলপুর হয়ে চলবে।
- 18190 এরনাকুলাম - টাটানগর এক্সপ্রেস 11 অক্টোবর কটক - যখপুরা - নয়গড় - জারোলি - দাঁগোপসী - রাজখাড়ূসোয়ান হয়ে চলবে ।
- 18189 টাটানগর - এরনাকুলাম এক্সপ্রেস 12 অক্টোবর রাজখাড়ূসোয়ান - দাঁগোপসী - জারোলি - নয়গড় - যখপুরা - কটক হয়ে চলবে ।
- 20817 ভুবনেশ্বর - নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস 30 সেপ্টেম্বর ও 14 অক্টোবর কটক - জাজপুর কেওঞ্ঝার রোড - ভদ্রক - হিজলি - মেদিনীপুর - আদ্রা - ভযুধি - এনএসসি গোমো হয়ে চলবে ।
- 12889 টাটানগর - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল, বেঙ্গালুরু এক্সপ্রেস 13 অক্টোবর রাজখাড়ূসোয়ান - দাঁগোপসী - জারোলি - নয়গড় - যখপুরা - কটক হয়ে চলবে ।