ETV Bharat / state

South-Eastern Railway : আজ থেকে লোকাল ট্রেন বাড়ানোর কথা ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের - ট্রেন

বাড়ানো হচ্ছে লোকাল ট্রেনের সংখ্যা ৷ এর ফলে যাত্রীদের হয়রানি বেশ কিছুটা কমবে বলেই আশাবাদী দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

যে যে লোকাল ট্রেন বাড়ানো হল
যে যে লোকাল ট্রেন বাড়ানো হল
author img

By

Published : Nov 15, 2021, 4:56 PM IST

Updated : Nov 15, 2021, 7:17 PM IST

হাওড়া, 15 নভেম্বর : যাত্রী পরিষেবার সুবিধা দিতে লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল । দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট 72টি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হতে চলেছে । আজ থেকে বিভিন্ন রুটে এই ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ এর মধ্যে হাওড়া-খড়্গপুর ডিভিশনে রেল পরিষেবা বৃদ্ধি হচ্ছে আজ থেকে ।

যার মধ্যে হাওড়া-মেদিনীপুর লাইনে 15টি, হাওড়া-পাঁশকুড়া লাইনে 19টি, সাঁতরাগাছি-পাঁশকুড়া লাইনে 2টি, হাওড়া-আমতা লাইনে 7টি, হাওড়া-হলদিয়া লাইনে 3টি, হাওড়া-খড়্গপুর লাইনে 9টি, হাওড়া-মেচেদা লাইনে 5টি, শালিমার-মেচেদা লাইনে 2টি, সাঁতরাগাছি-মেচেদা লাইনে 2টি, পাঁশকুড়া-দিঘা লাইনে 1টি, মেচেদা-দিঘা লাইনে 1টি, শালিমার-সাঁতরাগাছি লাইনে 2টি, হাওড়া-বালিচক লাইনে 1টি, সাঁতরাগাছি-আমতা লাইনে 1টি, পাঁশকুড়া-হলদিয়া লাইনে 1টি, হাওড়া-উলুবেড়িয়া লাইনে 1টি । এভাবে দ্বিতীয় ধাপে প্রায় 72টি ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল ।

যে যে লোকাল ট্রেন বাড়ানো হল
যে যে লোকাল ট্রেন বাড়ানো হল


প্রসঙ্গত, রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে সম্প্রতি । প্রথম ধাপে কম ট্রেন চালু করার দরুন সব স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছিল না । এই নিয়ে যাত্রী অসন্তোষ ওঠে চরমে । যদিও সেই সময় দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, দীর্ঘ কয়েক মাস ধরে ট্রেন বন্ধ ছিল । তাই ট্রেন পরিষেবা চালু হলেও তাঁরা হাওড়া-খড়্গপুর ডিভিশনে মোট 48টি ট্রেন চালাচ্ছেন । ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে মেদিনীপুর লাইনে । এই বিষয়ে খড়্গপুর ডিভিশনের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে । তাই তখন বেশিরভাগ ট্রেনকে গ্যালপিং হিসাবেই চালানো হচ্ছিল ৷ আজ থেকে আরও ট্রেনের সংখ্যা বাড়ানোর ফলে নিত্যযাত্রীদের যাতায়াতে সুবিধা হবে বলেই দাবি দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের ।

আরও পড়ুন : Indian Railways : আগামী সাতদিন ছ’ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের আসন সংরক্ষণ ব্যবস্থা

হাওড়া, 15 নভেম্বর : যাত্রী পরিষেবার সুবিধা দিতে লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল । দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট 72টি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হতে চলেছে । আজ থেকে বিভিন্ন রুটে এই ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ এর মধ্যে হাওড়া-খড়্গপুর ডিভিশনে রেল পরিষেবা বৃদ্ধি হচ্ছে আজ থেকে ।

যার মধ্যে হাওড়া-মেদিনীপুর লাইনে 15টি, হাওড়া-পাঁশকুড়া লাইনে 19টি, সাঁতরাগাছি-পাঁশকুড়া লাইনে 2টি, হাওড়া-আমতা লাইনে 7টি, হাওড়া-হলদিয়া লাইনে 3টি, হাওড়া-খড়্গপুর লাইনে 9টি, হাওড়া-মেচেদা লাইনে 5টি, শালিমার-মেচেদা লাইনে 2টি, সাঁতরাগাছি-মেচেদা লাইনে 2টি, পাঁশকুড়া-দিঘা লাইনে 1টি, মেচেদা-দিঘা লাইনে 1টি, শালিমার-সাঁতরাগাছি লাইনে 2টি, হাওড়া-বালিচক লাইনে 1টি, সাঁতরাগাছি-আমতা লাইনে 1টি, পাঁশকুড়া-হলদিয়া লাইনে 1টি, হাওড়া-উলুবেড়িয়া লাইনে 1টি । এভাবে দ্বিতীয় ধাপে প্রায় 72টি ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল ।

যে যে লোকাল ট্রেন বাড়ানো হল
যে যে লোকাল ট্রেন বাড়ানো হল


প্রসঙ্গত, রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে সম্প্রতি । প্রথম ধাপে কম ট্রেন চালু করার দরুন সব স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছিল না । এই নিয়ে যাত্রী অসন্তোষ ওঠে চরমে । যদিও সেই সময় দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, দীর্ঘ কয়েক মাস ধরে ট্রেন বন্ধ ছিল । তাই ট্রেন পরিষেবা চালু হলেও তাঁরা হাওড়া-খড়্গপুর ডিভিশনে মোট 48টি ট্রেন চালাচ্ছেন । ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে মেদিনীপুর লাইনে । এই বিষয়ে খড়্গপুর ডিভিশনের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে । তাই তখন বেশিরভাগ ট্রেনকে গ্যালপিং হিসাবেই চালানো হচ্ছিল ৷ আজ থেকে আরও ট্রেনের সংখ্যা বাড়ানোর ফলে নিত্যযাত্রীদের যাতায়াতে সুবিধা হবে বলেই দাবি দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের ।

আরও পড়ুন : Indian Railways : আগামী সাতদিন ছ’ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের আসন সংরক্ষণ ব্যবস্থা

Last Updated : Nov 15, 2021, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.