ETV Bharat / state

Duronto Express: হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের কামরায় ধোঁয়া, তড়িঘড়ি থামানো হল ট্রেন - হাওড়া বেঙ্গালুরুগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন আতঙ্ক

হাওড়া থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দুরন্ত এক্সপ্রেসের একটি কামরায় ধোঁয়া ৷ কর্মীদের তৎপরতায় থামল ট্রেন (Duronto Express)৷

Etv Bharat
হাওড়া থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দুরন্ত এক্সপ্রেসের একটি কামরায় ধোঁয়া
author img

By

Published : Nov 27, 2022, 4:27 PM IST

Updated : Nov 27, 2022, 7:20 PM IST

চিত্তোর (অন্ধ্রপ্রদেশ), 27 নভেম্বর: হাওড়া থেকে বেঙ্গালুরুগামী দুরন্ত এক্সপ্রেসের এস-9 কামরায় ধোঁয়া (Smoke in Duronto Express at Kuppam of Chittoor District)৷ দেখা মাত্রই তড়িঘড়ি চিত্তোর জেলার কুপ্পাম স্টেশনে থামানো হয় ট্রেন ৷ বিষয়টি যাত্রীদের নজরে আসতেই তাঁরা ট্রেন থেকে নেমে পড়েন ৷ তবে কেবিন ক্রু-র কর্মীরা এসে ধোঁয়া নেভানোর পর ফের চালু করা হয় ট্রেন ৷ তবে ঠিক কী কারণে এই কামরা থেকে ধোঁয়া বের হচ্ছিল তা এখনও জানা যায়নি ৷

হাওড়া থেকে বেঙ্গালুরুগামী দুরন্ত এক্সপ্রেসের কামরায় ধোঁয়া

চিত্তোর (অন্ধ্রপ্রদেশ), 27 নভেম্বর: হাওড়া থেকে বেঙ্গালুরুগামী দুরন্ত এক্সপ্রেসের এস-9 কামরায় ধোঁয়া (Smoke in Duronto Express at Kuppam of Chittoor District)৷ দেখা মাত্রই তড়িঘড়ি চিত্তোর জেলার কুপ্পাম স্টেশনে থামানো হয় ট্রেন ৷ বিষয়টি যাত্রীদের নজরে আসতেই তাঁরা ট্রেন থেকে নেমে পড়েন ৷ তবে কেবিন ক্রু-র কর্মীরা এসে ধোঁয়া নেভানোর পর ফের চালু করা হয় ট্রেন ৷ তবে ঠিক কী কারণে এই কামরা থেকে ধোঁয়া বের হচ্ছিল তা এখনও জানা যায়নি ৷

হাওড়া থেকে বেঙ্গালুরুগামী দুরন্ত এক্সপ্রেসের কামরায় ধোঁয়া
Last Updated : Nov 27, 2022, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.