হাওড়া, 4 জুন: দীর্ঘদিন গঙ্গা থেকে পলিমাটি নাতোলার কারণে ব্যাহত হতে পারে হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি সার্ভিস। হুগলি নদী জলপথপরিবহন সমবায় সমিতির আধিকারিকরা জানিয়েছেন তারা কলকাতা পোর্ট ট্রাস্ট এবংওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এর কাছে পলিমাটি তোলার আবেদন করলেওএখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সমস্যা দিন দিন বাড়ছে।
অফিস টাইমে হাওড়া থেকেপ্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী কলকাতায় যান লঞ্চে চেপে। এই যাত্রা কিছুটাআরামদায়কও বটে। কিন্তু ইদানিং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট এবং কলকাতার চাঁদপাল ঘাটএবং আর্মেনিয়ান ঘাটের জেটির পাশে পলি জমে যাওয়ায় সমস্যা হচ্ছে। বিশেষত নদীতেভাটার সময় জলস্তর নেমে গেলে সমস্যা আরও বাড়ছে। বাধ্য হয়ে লঞ্চের পাইলট লঞ্চকেঘুরিয়ে এনে জেটিতে আটকাচ্ছে । এতে অনেকটা বেশি সময় লাগছে।
পলি সমস্যা বাড়ছে গঙ্গায়, প্রভাব আসছে কলকাতার ফেরি সার্ভিসেও - Kolkata Port trust
দীর্ঘদিন ধরে তোলা হয়নি পলি। যার ফলে হুগলি নদীতে ফেরি পরিষেবা সমস্যায় পড়েছে। ক্ষতি হচ্ছে ভেসেলের। ফলে এক প্রকার ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হচ্ছে যাত্রীদের।
হাওড়া, 4 জুন: দীর্ঘদিন গঙ্গা থেকে পলিমাটি নাতোলার কারণে ব্যাহত হতে পারে হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি সার্ভিস। হুগলি নদী জলপথপরিবহন সমবায় সমিতির আধিকারিকরা জানিয়েছেন তারা কলকাতা পোর্ট ট্রাস্ট এবংওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এর কাছে পলিমাটি তোলার আবেদন করলেওএখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সমস্যা দিন দিন বাড়ছে।
অফিস টাইমে হাওড়া থেকেপ্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী কলকাতায় যান লঞ্চে চেপে। এই যাত্রা কিছুটাআরামদায়কও বটে। কিন্তু ইদানিং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট এবং কলকাতার চাঁদপাল ঘাটএবং আর্মেনিয়ান ঘাটের জেটির পাশে পলি জমে যাওয়ায় সমস্যা হচ্ছে। বিশেষত নদীতেভাটার সময় জলস্তর নেমে গেলে সমস্যা আরও বাড়ছে। বাধ্য হয়ে লঞ্চের পাইলট লঞ্চকেঘুরিয়ে এনে জেটিতে আটকাচ্ছে । এতে অনেকটা বেশি সময় লাগছে।