কলকাতা, 11 সেপ্টেম্বর : রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মাফিক আজ সম্পূর্ণ লকডাউন । ফলে সকাল থেকেই হাওড়ার বিভিন্ন রাস্তায় নজরে পড়ল সচেতনতার ছবি । শহরের মূল রাস্তাঘাট থেকে শুরু করে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ সর্বত্রই সুনসান ছবি । যেহেতু আগামীকালের লকডাউন রাজ্য সরকারের তরফে বাতিল ঘোষণা করা হয়েছে, তাই আজ পুলিশি নজরদারি রয়েছে যথেষ্ট কড়া ।
সকাল থেকেই হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু শহরের প্রবেশদ্বারগুলিতে পুলিশি নজরদারি চোখে পড়ার মতো । যে সমস্ত গাড়ি ব্রিজ পার করে কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করছে ৷ কিংবা যেগুলি কলকাতার দিক থেকে হাওড়ায় প্রবেশ করছে সেগুলির বৈধ নথিপত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । তালিকার বাইরে থাকা যে সমস্ত গাড়ি রাস্তায় বেরিয়েছে তাদের মধ্যে অনেক গাড়ি হাসপাতালে ভরতি থাকা পরিজনদের গাড়ি । ফলে উপযুক্ত কাগজ দেখালে মিলছে ছাড় ।
উল্লেখ্য, সেপ্টেম্বরের 11 এবং 12 পরপর দুই দিন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে । কিন্তু পরবর্তীতে 12 তারিখের লকডাউন তুলে নেওয়া হয় । বদলে ঘোষণা করা হয় শুধুমাত্র 11 তারিখ রাজ্যজুড়ে সমস্ত ক্ষেত্রে লকডাউন থাকবে । যা সম্ভবত শেষ লকডাউন ।
নতুন করে লকডাউন জারি করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন এমনই নির্দেশিকা এসেছে । অন্যদিকে, রাজ্যে লকডাউনের দিন সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে রেলের তরফে ঘোষণা করা হয়েছিল । সেইমতো আজ হাওড়া স্টেশন থেকে কোনও ট্রেন যেমন ছাড়বে না তেমনই বাইরের থেকে কোনও ট্রেন হাওড়া স্টেশনে আসবেও না । বন্ধ রাখা হয়েছে ফেরিঘাট । সুনসান মন্দিরতলা, শিবপুর, মল্লিক ফটক, হাওড়া ময়দান, সালকিয়া চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ।