ETV Bharat / state

Ashwini Vaishnaw: মুখ্যমন্ত্রীর রাগ করার মতো গুরুতর বিষয় নয়, জয় শ্রী রাম বিতর্কে দাবি রেলমন্ত্রীর - Suvendu Adhikari

হাওড়া স্টেশনে (Howrah Railway Station) মমতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান (Jai Shri Ram slogans) ওঠে ৷ সেই ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ তিনি মঞ্চেই ওঠেন না ৷ রেলমন্ত্রীর (Railway Minister Ashwini Vaishnaw) মতে, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) রেগে যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি ৷

ETV Bharat
Railway Minister Ashwini Vaishnaw
author img

By

Published : Dec 31, 2022, 11:24 AM IST

হাওড়া, 31 ডিসেম্বর: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি কর্মী-সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ক্ষুব্ধ হন ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railway Minister Ashwini Vaishnaw) মতে রাগ করার মতো গুরুতর বিষয় ছিল না ঘটনাটি ৷ শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রেলমন্ত্রী বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম । আমরা খুশি যে তিনি অনুষ্ঠানে আসেন । কিন্তু সেখানে ক্ষুব্ধ হওয়ার মতো এমন কিছু ঘটনা ঘটেনি । কিছু লোক তাদের আবেগ বশে স্লোগান দিচ্ছিল । এতে রাগ করার কিছু নেই ।"

প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশন থেকে সূচনা হয় বাংলা তথা পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ৷ এদিন হাওড়া স্টেশনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা । গুজরাতের আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। আর অনুষ্ঠান শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া স্টেশনে পৌঁছতেই দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি (Jai Shri Ram slogans) দিতে থাকেন । এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী । তাঁকে শান্ত করতে এগিয়ে যান রেলমন্ত্রী । সেই সময় স্টেশনেই ছিলেন রাজ্যপাল । তিনিও এগিয়ে যান মুখ্যমন্ত্রীর দিকে ।

অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখে দর্শকদের শান্ত হতে অনুরোধ করেন বঙ্গ বিজেপি নেতা তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । রেলকর্তারাও শান্ত হতে বলেন দর্শকদের । তার পরও বেশ কিছুক্ষণ চলতে থাকে স্লোগান। এর জেরে মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি। তাঁকে মঞ্চে ওঠার জন্য রেলমন্ত্রী ও রাজ্যপাল অনুরোধ করেন। তবে শেষমেশ তিনি তা করেননি । মঞ্চের পাশেই রাখা চেয়ারে বসে পড়েন। পরে সেখান থেকেই তিনি ভাষণ দেন ।

মমতার এই পদক্ষেপকে সমর্থন করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া (Surendrajeet Singh Ahluwalia) ৷ তিনি বলেন, "এটি একটি সরকারি অনুষ্ঠান ছিল । সেখানে 'ভারত মাতা কী জয়' স্লোগান উঠলে ভালো হত ।" অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, মুখ্যমন্ত্রী আসলে এই স্লোগানগুলিকে অজুহাত হিসাবে ব্যবহার করেছেন তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি এড়াতে । এটি তার হতাশার ফল ৷ কারণ তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গিয়েছেন, তাই মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি ৷ আগামিদিনে মমতা পরাজিত হবেন ৷ তারপর ঘরে বসেই তাঁকে এই ঘরনের অনুষ্ঠান দেখতে হবে বলে বিরোধী দলনেতা কটাক্ষ করেন ৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, বাংলায় মোদি-মমতা শেষবার এক মঞ্চে এসেছিলেন 2021-এর 23 জানুয়ারি । নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তীর ওই অনুষ্ঠান হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ওই অনুষ্ঠানের দর্শকাসন থেকেও মমতাকে উদ্দেশ্যকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল। সেবারও ক্ষুব্ধ হয়েছিলেন মমতা । রাগে ভাষণও দেননি তিনি । তবে এবার তাঁর ভাষণের সময় ক্ষোভের বহিঃপ্রকাশ করেননি মুখ্যমন্ত্রী । বরং প্রধানমন্ত্রী মোদিকে তাঁর মায়ের প্রয়াণ নিয়ে সমবেদনা জানান । রেলের যে প্রকল্পগুলি তাঁর সময়ে শুরু হয়েছিল, সেই নিয়ে কথা বলেন ।

আরও পড়ুন: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

হাওড়া, 31 ডিসেম্বর: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি কর্মী-সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ক্ষুব্ধ হন ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railway Minister Ashwini Vaishnaw) মতে রাগ করার মতো গুরুতর বিষয় ছিল না ঘটনাটি ৷ শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রেলমন্ত্রী বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম । আমরা খুশি যে তিনি অনুষ্ঠানে আসেন । কিন্তু সেখানে ক্ষুব্ধ হওয়ার মতো এমন কিছু ঘটনা ঘটেনি । কিছু লোক তাদের আবেগ বশে স্লোগান দিচ্ছিল । এতে রাগ করার কিছু নেই ।"

প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশন থেকে সূচনা হয় বাংলা তথা পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ৷ এদিন হাওড়া স্টেশনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা । গুজরাতের আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। আর অনুষ্ঠান শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া স্টেশনে পৌঁছতেই দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি (Jai Shri Ram slogans) দিতে থাকেন । এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী । তাঁকে শান্ত করতে এগিয়ে যান রেলমন্ত্রী । সেই সময় স্টেশনেই ছিলেন রাজ্যপাল । তিনিও এগিয়ে যান মুখ্যমন্ত্রীর দিকে ।

অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখে দর্শকদের শান্ত হতে অনুরোধ করেন বঙ্গ বিজেপি নেতা তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । রেলকর্তারাও শান্ত হতে বলেন দর্শকদের । তার পরও বেশ কিছুক্ষণ চলতে থাকে স্লোগান। এর জেরে মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি। তাঁকে মঞ্চে ওঠার জন্য রেলমন্ত্রী ও রাজ্যপাল অনুরোধ করেন। তবে শেষমেশ তিনি তা করেননি । মঞ্চের পাশেই রাখা চেয়ারে বসে পড়েন। পরে সেখান থেকেই তিনি ভাষণ দেন ।

মমতার এই পদক্ষেপকে সমর্থন করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া (Surendrajeet Singh Ahluwalia) ৷ তিনি বলেন, "এটি একটি সরকারি অনুষ্ঠান ছিল । সেখানে 'ভারত মাতা কী জয়' স্লোগান উঠলে ভালো হত ।" অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, মুখ্যমন্ত্রী আসলে এই স্লোগানগুলিকে অজুহাত হিসাবে ব্যবহার করেছেন তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি এড়াতে । এটি তার হতাশার ফল ৷ কারণ তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গিয়েছেন, তাই মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি ৷ আগামিদিনে মমতা পরাজিত হবেন ৷ তারপর ঘরে বসেই তাঁকে এই ঘরনের অনুষ্ঠান দেখতে হবে বলে বিরোধী দলনেতা কটাক্ষ করেন ৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, বাংলায় মোদি-মমতা শেষবার এক মঞ্চে এসেছিলেন 2021-এর 23 জানুয়ারি । নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তীর ওই অনুষ্ঠান হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ওই অনুষ্ঠানের দর্শকাসন থেকেও মমতাকে উদ্দেশ্যকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল। সেবারও ক্ষুব্ধ হয়েছিলেন মমতা । রাগে ভাষণও দেননি তিনি । তবে এবার তাঁর ভাষণের সময় ক্ষোভের বহিঃপ্রকাশ করেননি মুখ্যমন্ত্রী । বরং প্রধানমন্ত্রী মোদিকে তাঁর মায়ের প্রয়াণ নিয়ে সমবেদনা জানান । রেলের যে প্রকল্পগুলি তাঁর সময়ে শুরু হয়েছিল, সেই নিয়ে কথা বলেন ।

আরও পড়ুন: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.