হাওড়া, 22 ফেব্রুয়ারি: চক্রধরপুর বিভাগের বামরা স্টেশনে বিক্ষোভের জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত(Train Service Disrupted due to Agitation at Bamra Station)। এই বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে একাধিক এক্সপ্রেস ট্রেন ৷ বিজ্ঞপ্তি দিয়ে দক্ষিণ-পূর্ব রেল জানায়, বুধবার সকাল 6টা থেকে বিক্ষোভের জন্য নিম্নলিখিত ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ।
13288/13287 রাজেন্দ্রনগর-দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস, 22839/22840 রৌরকেল্লা-ভুবনেশ্বর-রৌরকেল্লা এক্সপ্রেস, 12833/12834 আমেদাবাদ-হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস এবং 18477/18478 পুরী-যোগনগরী ঋষিকেশ-পুরী এক্সপ্রেস ।
বিক্ষোভের জন্য 22 ফেব্রুয়ারি বুধবার বাতিল হওয়া ট্রেনের তালিকা :
18125 রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস
18109 টাটানগর-ইটয়ারী এক্সপ্রেস
22839 রৌরকেল্লা-ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস
18311 সম্বলপুর-বেনারস এক্সপ্রেস
22840 ভুবনেশ্বর-রৌরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস
23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:
18126 পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস
22 ফেব্রুয়ারি বুধবার যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা:
12871 হাওড়া-তিতলাগড় এক্সপ্রেস 22 ফেব্রুয়ারি বুধবার রৌরকেল্লা থেকে যাতায়াত করবে । রৌরকেল্লা-তিতলাগড় পর্যন্ত চলাচল করবে না বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল । ট্রেনটি প্যাসেঞ্জার স্পেশাল হিসাবে রৌরকেল্লা থেকে হাওড়া পর্যন্ত চলাচল করবে । 22862 কান্তাবাঞ্জি-তিতলাগড়-হাওড়া এক্সপ্রেস ঝাড়সুগুড়া পর্যন্ত চলাচল করবে । এই ট্রেনের পূর্ণ যাত্রাপথ ঝাড়সুগুড়া-হাওড়া বাতিল করা হয়েছে । ট্রেনটি প্যাসেঞ্জার স্পেশাল হিসাবে ঝাড়সুগুড়া থেকে কান্তাবাঞ্জি পর্যন্ত চলাচল করবে । 13287 দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস বিলাসপুর পর্যন্ত চলাচল করবে । 18451 হাতিয়া-পুরী এক্সপ্রেস ঝাড়সুগুদা পর্যন্ত চলাচল করবে । ট্রেনটির হাতিয়া-ঝাড়সুগুড়া পর্যন্ত পূর্ণ যাত্রাপথ বাতিল করা হয়েছে । এছাড়াও একাধিক অন্যান্য ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে বলেও জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ।
অন্যদিকে খড়গপুর শাখার রানিতাল স্টেশনে উন্নয়নমূলক কাজের জন্য বেশকিছু ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷ আবার কিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানো হবে ৷ সেই সমস্ত যাত্রাপথও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ৷ এর জন্য যাত্রী সাধারণের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৷
আরও পড়ুন : খড়গপুর শাখায় উন্নয়নমূলক কাজের জন্য বাতিল একাধিক ট্রেন