ETV Bharat / state

Prasun Banerjee: বন্দে ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, দাবি প্রসূনের - vande bharat in bengal

শুক্রবার হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে ৷ তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দাবি এই রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প (Prasun Banerjee speaks on Vande Bharat) ৷

ETV Bharat
বন্দে ভারত প্রসঙ্গে মন্তব্য প্রসূন বন্দ্যোপাধ্যায়ের
author img

By

Published : Dec 30, 2022, 7:22 PM IST

বন্দে ভারত প্রকল্প নিয়ে বিতর্ক

হাওড়া, 30 ডিসেম্বর: 'বন্দে ভারত' প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া ৷ এমনই দাবি করলেন হাওড়া (সদর) এর সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ৷ ভারতের দ্রুততম ট্রেন 'বন্দে ভারত' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প এই ট্রেন পরিষেবা, বিজেপি এমনটাই দাবি করছে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চলাচলকারী রাজ্যের প্রথম 'বন্দে ভারত' ট্রেনের ৷ হাওড়া স্টেশনে এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ও (Prasun Banerjee) ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হাওড়ায় 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সরকারি অনুষ্ঠানে এরকম স্লোগানিং দেওয়ার সমালোচনা করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী ব্যথিত হয়েছেন বলে দাবি তাঁর ৷ প্রসূনের দাবি মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন, "প্রসূন দেখতে পাচ্ছ কি অবস্থা! এখানে এসেছি আমি ভদ্রতা করে, কষ্ট করে । সবসময় রেল আমার পরিবার, কিন্তু এগুলো কী?" এরপরেই এই তৃণমূল সাংসদ দাবি করেন, বন্দে ভারতের মতো সবুজ প্রকল্প মুখ্যমন্ত্রী রেল মন্ত্রী থাকাকালীন নিয়েছিলেন (Prasun Banerjee on Vande Bharat) । প্রসূনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন তিনি রেলের সার্ভিস কমিটির সদস্য ছিলেন । তাঁকে মুখ্যমন্ত্রী ওই কমিটির সদস্য করেছিলেন । মমতাই এরকম ট্রেন চেয়েছিলেন ৷

আরও পড়ুন: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

এদিনের স্লোগান বিতর্কে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,সরকারি অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' স্লোগানের কোনও কারণ নেই (Jai Shree Ram slogan) । যা হয়েছে সেটা ঠিক হয়নি ৷ জয় শ্রীরাম স্লোগান রাজনীতির স্থানে ব্যবহার করলেও সরকারি অনুষ্ঠানে এই স্লোগান অনভিপ্রেত বলেই দাবি প্রসূনের । যদিও এই স্লোগান বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Jai Shree Ram slogan controversy) । তিনি বলেন, "উনি মঞ্চে উঠবেন কী উঠবেন না, সেটা ওনার ব্যক্তিগত বিষয় । সাধারণ মানুষ আনন্দে স্লোগান দিচ্ছেন । রাজ্যে বিভিন্ন স্থানে বিজেপি নেতা-নেত্রীদের গো-ব্যাক স্লোগান দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয় । বিজেপি বাধা দিতে যায় না ৷"

উল্লেখ্য, এদিন হাওড়া স্টেশনে এসে এই ট্রেনের উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু মাতৃবিয়োগের কারণে এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন ৷

বন্দে ভারত প্রকল্প নিয়ে বিতর্ক

হাওড়া, 30 ডিসেম্বর: 'বন্দে ভারত' প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া ৷ এমনই দাবি করলেন হাওড়া (সদর) এর সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ৷ ভারতের দ্রুততম ট্রেন 'বন্দে ভারত' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প এই ট্রেন পরিষেবা, বিজেপি এমনটাই দাবি করছে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চলাচলকারী রাজ্যের প্রথম 'বন্দে ভারত' ট্রেনের ৷ হাওড়া স্টেশনে এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ও (Prasun Banerjee) ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হাওড়ায় 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সরকারি অনুষ্ঠানে এরকম স্লোগানিং দেওয়ার সমালোচনা করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী ব্যথিত হয়েছেন বলে দাবি তাঁর ৷ প্রসূনের দাবি মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন, "প্রসূন দেখতে পাচ্ছ কি অবস্থা! এখানে এসেছি আমি ভদ্রতা করে, কষ্ট করে । সবসময় রেল আমার পরিবার, কিন্তু এগুলো কী?" এরপরেই এই তৃণমূল সাংসদ দাবি করেন, বন্দে ভারতের মতো সবুজ প্রকল্প মুখ্যমন্ত্রী রেল মন্ত্রী থাকাকালীন নিয়েছিলেন (Prasun Banerjee on Vande Bharat) । প্রসূনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন তিনি রেলের সার্ভিস কমিটির সদস্য ছিলেন । তাঁকে মুখ্যমন্ত্রী ওই কমিটির সদস্য করেছিলেন । মমতাই এরকম ট্রেন চেয়েছিলেন ৷

আরও পড়ুন: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

এদিনের স্লোগান বিতর্কে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,সরকারি অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' স্লোগানের কোনও কারণ নেই (Jai Shree Ram slogan) । যা হয়েছে সেটা ঠিক হয়নি ৷ জয় শ্রীরাম স্লোগান রাজনীতির স্থানে ব্যবহার করলেও সরকারি অনুষ্ঠানে এই স্লোগান অনভিপ্রেত বলেই দাবি প্রসূনের । যদিও এই স্লোগান বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Jai Shree Ram slogan controversy) । তিনি বলেন, "উনি মঞ্চে উঠবেন কী উঠবেন না, সেটা ওনার ব্যক্তিগত বিষয় । সাধারণ মানুষ আনন্দে স্লোগান দিচ্ছেন । রাজ্যে বিভিন্ন স্থানে বিজেপি নেতা-নেত্রীদের গো-ব্যাক স্লোগান দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয় । বিজেপি বাধা দিতে যায় না ৷"

উল্লেখ্য, এদিন হাওড়া স্টেশনে এসে এই ট্রেনের উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু মাতৃবিয়োগের কারণে এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.