ETV Bharat / state

"বহিরাগত প্রার্থী নয়", বালিতে পোস্টারের লক্ষ্য বৈশালি ? - tmc MLA Baishali Dalmiya

এই ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । নাম না করে বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূলের একাংশ ।

poster-against-tmc-mla-baishali-dalmiya-in-bally
poster-against-tmc-mla-baishali-dalmiya-in-bally
author img

By

Published : Dec 1, 2020, 2:07 PM IST

Updated : Dec 1, 2020, 4:11 PM IST

বালি, 1 ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও বহিরাগত নয় । দলের প্রার্থী হিসেবে চাই এলাকার মানুষকে । এমনই দাবিতে আজ হাওড়ার বালির বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার । ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায় ।

পোস্টারের নিচে লেখা- বালি তৃণমূল সক্রিয় কর্মীবৃন্দ । এর জেরে রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূলের একাংশ । এই ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । পোস্টারে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বালির মানুষকে প্রার্থী করার দাবি জানানো হয়েছে ।বাদামতলা সহ একাধিক জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে ।

কিছুদিন আগেই হাওড়া পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর তফজিল আহমেদ বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন । এরপর আজকের এই ব্যানারে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে । অন্যদিকে এপ্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়া জেলার কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় ETV ভারতকে বলেন, "কারা কোন এলাকার প্রার্থী হবেন তা দলনেত্রী ঠিক করেন । ফলে, কারো যদি প্রার্থীকে নিয়ে অভিযোগ থাকে তাহলে তাঁরা সরাসরি উচ্চ নেতৃত্বকে তা জানাতে পারেন । রাস্তায় পোস্টার লাগিয়ে তাঁরা দলকে ছোটো করছেন । এই ধরনের রাজনীতিকে সস্তা দরের রাজনীতি বলা হয় ।"

বালি, 1 ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও বহিরাগত নয় । দলের প্রার্থী হিসেবে চাই এলাকার মানুষকে । এমনই দাবিতে আজ হাওড়ার বালির বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার । ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায় ।

পোস্টারের নিচে লেখা- বালি তৃণমূল সক্রিয় কর্মীবৃন্দ । এর জেরে রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূলের একাংশ । এই ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । পোস্টারে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বালির মানুষকে প্রার্থী করার দাবি জানানো হয়েছে ।বাদামতলা সহ একাধিক জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে ।

কিছুদিন আগেই হাওড়া পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর তফজিল আহমেদ বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন । এরপর আজকের এই ব্যানারে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে । অন্যদিকে এপ্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়া জেলার কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় ETV ভারতকে বলেন, "কারা কোন এলাকার প্রার্থী হবেন তা দলনেত্রী ঠিক করেন । ফলে, কারো যদি প্রার্থীকে নিয়ে অভিযোগ থাকে তাহলে তাঁরা সরাসরি উচ্চ নেতৃত্বকে তা জানাতে পারেন । রাস্তায় পোস্টার লাগিয়ে তাঁরা দলকে ছোটো করছেন । এই ধরনের রাজনীতিকে সস্তা দরের রাজনীতি বলা হয় ।"

Last Updated : Dec 1, 2020, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.