ETV Bharat / state

হাওড়ায় কোরোনা আক্রান্তের মৃত্যুতে দায়ি হাসপাতালে কর্তৃপক্ষ, অভিযোগ দিলীপ ঘোষের - coronavirus symptoms

28 তারিখ জ্বর , সর্দি-কাশিসহ একাধিক উপসর্গ নিয়ে হাওড়া হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভরতি হয়েছিলেন ওই মহিলা ৷ গতকাল বিকেলে সেখানেই তিনি মারা যান ৷ পরে রিপোর্ট আসলে দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত ৷ এরপরই ওই মহিলাকে সাধারণ মোডিসিন ওয়ার্ডে রাখা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এনিয়ে আজ হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ি করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ৷

BJP
দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 1, 2020, 10:27 PM IST

হাওড়া , 1 এপ্রিল : হাওড়া হাসপাতালের কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পিছনে দায়ি হাসপাতালে কর্তৃপক্ষ । আজ এমনটাই অভিযোগ করলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, হাসপাতাল সুপারের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই রোগীর । হাসপাতালে কর্মরত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কাছে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছিল না । হাসপাতালের মধ্যে এই অব্যবস্থার জন্য দায়ি সুপার । অবিলম্বে তাঁকে বরখাস্ত করার দাবি জানান তিনি ।

অন্যদিকে , রাজ্যের সমবায়মন্ত্রী এবং হাওড়া হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ রায় বলেন , "হাসপাতাল সুপারের কোনও গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখতে জেলা শাসকের নেতৃত্বে তদন্ত করা হবে । পাশাপাশি হাসপাতালে জেলার যেসব নার্স ,ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন , তাঁদের যাতে সমস্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়, সে ব্যাপারেও কথা বলেছি । "

গতকাল হাওড়া হাসপাতালে কোরোনা আক্রান্ত যে মহিলার মৃত্যু হয়েছে , তাঁর বাড়ি হাওড়ার সালকিয়ায় । চলতি মাসের 6 তারিখে তিনি তাঁর পরিবারসহ আরও 14 জনের সঙ্গে ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন । আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গিয়েছিলেন । উত্তরবঙ্গে পৌঁছে ডুয়ার্স, কালিম্পংসহ একাধিক জায়গায় বেড়ানোর পর ডাউন দার্জিলিং মেল ধরে কলকাতায় এসে পৌঁছান 13 মার্চ । কিন্তু 25 মার্চ হঠাৎই জ্বর, কাশিসহ একাধিক উপসর্গ নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে যান ওই মহিলা । কিন্তু চিকিৎসায় কাজ না হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় সত্যবালা ID হাসপাতালে । সেখান থেকে তাঁকে জয়সওয়াল হাসপাতাল পাঠানো হয় । এরপর ফের সত্যবালা ID হয়ে তাঁকে ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে ।

28 তারিখ হাওড়া হাসপাতালে ভরতি করা হয় ওই মহিলাকে । সেখানে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ছিলেন তিনি । গতকাল বিকালে সেখানেই মারা যান । রাতে রিপোর্ট এলে দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত ছিলেন ।

হাওড়া হাসপাতালে রোগীমৃত্যুর পর তাঁর চিকিৎসায় যুক্ত তিনজন ডাক্তার , 14 জন নার্স , 6 জন সাফাইকর্মী , দু'জন কিচেন স্টাফ এবং তিনজন মেডিকেল টেকনোলজিস্টকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে । অন্যদিকে হাওড়া পৌরনিগম সূত্রে খবর , হাওড়ায় দ্বিতীয় কোরোনা আক্রান্তের মৃতদেহ বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে গিয়ে শিবপুর শ্মশানঘাটে দাহ করার ব্যবস্থা করা হয়েছে ।

হাওড়া , 1 এপ্রিল : হাওড়া হাসপাতালের কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পিছনে দায়ি হাসপাতালে কর্তৃপক্ষ । আজ এমনটাই অভিযোগ করলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, হাসপাতাল সুপারের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই রোগীর । হাসপাতালে কর্মরত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কাছে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছিল না । হাসপাতালের মধ্যে এই অব্যবস্থার জন্য দায়ি সুপার । অবিলম্বে তাঁকে বরখাস্ত করার দাবি জানান তিনি ।

অন্যদিকে , রাজ্যের সমবায়মন্ত্রী এবং হাওড়া হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ রায় বলেন , "হাসপাতাল সুপারের কোনও গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখতে জেলা শাসকের নেতৃত্বে তদন্ত করা হবে । পাশাপাশি হাসপাতালে জেলার যেসব নার্স ,ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন , তাঁদের যাতে সমস্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়, সে ব্যাপারেও কথা বলেছি । "

গতকাল হাওড়া হাসপাতালে কোরোনা আক্রান্ত যে মহিলার মৃত্যু হয়েছে , তাঁর বাড়ি হাওড়ার সালকিয়ায় । চলতি মাসের 6 তারিখে তিনি তাঁর পরিবারসহ আরও 14 জনের সঙ্গে ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন । আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গিয়েছিলেন । উত্তরবঙ্গে পৌঁছে ডুয়ার্স, কালিম্পংসহ একাধিক জায়গায় বেড়ানোর পর ডাউন দার্জিলিং মেল ধরে কলকাতায় এসে পৌঁছান 13 মার্চ । কিন্তু 25 মার্চ হঠাৎই জ্বর, কাশিসহ একাধিক উপসর্গ নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে যান ওই মহিলা । কিন্তু চিকিৎসায় কাজ না হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় সত্যবালা ID হাসপাতালে । সেখান থেকে তাঁকে জয়সওয়াল হাসপাতাল পাঠানো হয় । এরপর ফের সত্যবালা ID হয়ে তাঁকে ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে ।

28 তারিখ হাওড়া হাসপাতালে ভরতি করা হয় ওই মহিলাকে । সেখানে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ছিলেন তিনি । গতকাল বিকালে সেখানেই মারা যান । রাতে রিপোর্ট এলে দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত ছিলেন ।

হাওড়া হাসপাতালে রোগীমৃত্যুর পর তাঁর চিকিৎসায় যুক্ত তিনজন ডাক্তার , 14 জন নার্স , 6 জন সাফাইকর্মী , দু'জন কিচেন স্টাফ এবং তিনজন মেডিকেল টেকনোলজিস্টকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে । অন্যদিকে হাওড়া পৌরনিগম সূত্রে খবর , হাওড়ায় দ্বিতীয় কোরোনা আক্রান্তের মৃতদেহ বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে গিয়ে শিবপুর শ্মশানঘাটে দাহ করার ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.