ETV Bharat / state

PM Schedule Altered: প্রধানমন্ত্রীর বাংলা সফরের সূচিতে পরিবর্তন, শুক্রে কখন কোথায় থাকছেন মোদি ? - বন্দে ভারত এক্সপ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য সফরের সূচিতে (PM Schedule Altered) সামান্য পরিবর্তন করা হয়েছে ৷ শুক্রবার কখন আসছেন প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি (PM Modi Schedule for Bengal visit) রয়েছে তাঁর, দেখে নিন ৷

Modi, Vande bharat and ganga ETV Bharat
মোদি, বন্দে ভারত ও গঙ্গার ছবি
author img

By

Published : Dec 29, 2022, 2:54 PM IST

Updated : Dec 29, 2022, 3:12 PM IST

কলকাতা/হাওড়া, 29 ডিসেম্বর: একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামিকাল, শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তবে তাঁর সফরসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । জানা গিয়েছে যে, তাঁর আসার সময় খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে ৷ পরিবর্তিত সূচিতে (PM Schedule Altered) কলকাতায় আরও বেশিক্ষণ থাকবেন প্রধানমন্ত্রী ।

প্রথমেই একনজরে দেখে নেব প্রধানমন্ত্রীর শুক্রবারের সফরসূচি (PM Modi Schedule for Bengal visit)...

  • শুক্রবার 11:15-তে হাওড়া স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি
  • হাওড়া স্টেশনে 30 মিনিট থাকবেন নরেন্দ্র মোদি
  • বেলা 12টা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী
  • সেখান থেকেই একটি প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে তাঁর
  • এরপর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী
  • দুপুর 12:25 থেকে দুপুর 2টো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠকে থাকবেন মোদি
  • এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে
  • দুপুর 2টো থেকে 2.45 মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের সময় রাখা হয়েছে
  • বিকেল 3:15 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী

বুধবার রাতে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাওড়া স্টেশনের কর্মসূচির সময় । রেল সূত্রে জানানো হয়, শুক্রবার 30 ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সময় খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, প্রধানমন্ত্রী হাওড়া স্টেশন পরিদর্শনে আসবেন । তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেশনের নতুন কমপ্লেক্সে 22, 23, 24 এই তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল 38 ঘণ্টা বন্ধ থাকবে ।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে থাকা এসপিজির আধিকারিকেরা হাওড়া স্টেশন, আইএনএস নেতাজি সুভাষ-সহ একাধিক জায়গায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করে গিয়েছেন । হাওড়া স্টেশনের 22 নম্বর প্লাটফর্মে নিরাপত্তার দায়িত্ব এসপিজির আধিকারিকরা ইতিমধ্যেই নিজেদের হাতে নিতে শুরু করেছেন ।

আরও পড়ুন: বন্দে ভারতের স্টপেজ তালিকায় যুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন

ট্রেনের ভাড়া এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন পূর্ব রেলের আধিকারিক । তবে পূর্ব রেল সূত্রেই জানা যাচ্ছে এসি চেয়ার কার কোচের টিকিটের ভাড়া দাঁড়াতে পারে 1100 টাকার মধ্যে । পাশাপাশি এগ্‌জিকিউটিভ চেয়ার কার ভাড়া হতে পারে 2200 টাকার আশপাশে । বন্দে ভারতে মূলত দুই শ্রেণির কোচ থাকছে । গোটা ট্রেনটি চেয়ার কারে সুসজ্জিত হলেও, দু-রকম ভাগ থাকছে । একটি এসি চেয়ার কার ও অপরটি এগ্‌জিকিউটিভ চেয়ার কার । এই শ্রেণির চেয়ারগুলো 180 ডিগ্রিতে ঘোরাতে পারবেন যাত্রীরা ।

দেশের সপ্তম ও পূর্ব ভারত তথা রাজ্যের প্রথম বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় 180 কিমি । তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি পুরো যাত্রাপথে সর্বোচ্চ 130 কিমির বেশি গতি তুলতে পারবে না । যদিও ট্রেনটির গড় গতিবেগ আরও কম বলেই জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে । হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে দূরত্ব ও সময়ের বিচারে দেখা যাচ্ছে বন্দে ভারতের গড় গতিবেগ থাকছে ঘণ্টায় 72 কিমি । তবে এই গতিবেগকে আরও কিছুটা যাতে বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে সচেষ্ট রয়েছে পূর্ব রেল ।

যদিও এই ট্রেনে হিন্দি ও ইংরেজিতে বন্দে ভারত কথাটি লেখা থাকলেও তাতে বাংলাতে লেখা নেই । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে কয়েকটি মহলে । এই বিতর্কে জল ঢেলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, দেশে ছয়টি বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলছে । কোনও রাজ্যে আঞ্চলিক ভাষাতে বন্দে ভারত কথাটি ওই ছয়টি ট্রেনে লেখা হয়নি । এমনকী দক্ষিণ ভারত থেকেও এই নিয়ে কেউ কোনও প্রশ্ন তোলেনি । তাই এই রাজ্যে বাংলা নিয়ে বিতর্ক তৈরি হলে সেই বিষয়ে তিনি কিছু বলবেন না ।

কলকাতা/হাওড়া, 29 ডিসেম্বর: একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামিকাল, শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তবে তাঁর সফরসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । জানা গিয়েছে যে, তাঁর আসার সময় খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে ৷ পরিবর্তিত সূচিতে (PM Schedule Altered) কলকাতায় আরও বেশিক্ষণ থাকবেন প্রধানমন্ত্রী ।

প্রথমেই একনজরে দেখে নেব প্রধানমন্ত্রীর শুক্রবারের সফরসূচি (PM Modi Schedule for Bengal visit)...

  • শুক্রবার 11:15-তে হাওড়া স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি
  • হাওড়া স্টেশনে 30 মিনিট থাকবেন নরেন্দ্র মোদি
  • বেলা 12টা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী
  • সেখান থেকেই একটি প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে তাঁর
  • এরপর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী
  • দুপুর 12:25 থেকে দুপুর 2টো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠকে থাকবেন মোদি
  • এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে
  • দুপুর 2টো থেকে 2.45 মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের সময় রাখা হয়েছে
  • বিকেল 3:15 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী

বুধবার রাতে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাওড়া স্টেশনের কর্মসূচির সময় । রেল সূত্রে জানানো হয়, শুক্রবার 30 ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সময় খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, প্রধানমন্ত্রী হাওড়া স্টেশন পরিদর্শনে আসবেন । তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেশনের নতুন কমপ্লেক্সে 22, 23, 24 এই তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল 38 ঘণ্টা বন্ধ থাকবে ।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে থাকা এসপিজির আধিকারিকেরা হাওড়া স্টেশন, আইএনএস নেতাজি সুভাষ-সহ একাধিক জায়গায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করে গিয়েছেন । হাওড়া স্টেশনের 22 নম্বর প্লাটফর্মে নিরাপত্তার দায়িত্ব এসপিজির আধিকারিকরা ইতিমধ্যেই নিজেদের হাতে নিতে শুরু করেছেন ।

আরও পড়ুন: বন্দে ভারতের স্টপেজ তালিকায় যুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন

ট্রেনের ভাড়া এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন পূর্ব রেলের আধিকারিক । তবে পূর্ব রেল সূত্রেই জানা যাচ্ছে এসি চেয়ার কার কোচের টিকিটের ভাড়া দাঁড়াতে পারে 1100 টাকার মধ্যে । পাশাপাশি এগ্‌জিকিউটিভ চেয়ার কার ভাড়া হতে পারে 2200 টাকার আশপাশে । বন্দে ভারতে মূলত দুই শ্রেণির কোচ থাকছে । গোটা ট্রেনটি চেয়ার কারে সুসজ্জিত হলেও, দু-রকম ভাগ থাকছে । একটি এসি চেয়ার কার ও অপরটি এগ্‌জিকিউটিভ চেয়ার কার । এই শ্রেণির চেয়ারগুলো 180 ডিগ্রিতে ঘোরাতে পারবেন যাত্রীরা ।

দেশের সপ্তম ও পূর্ব ভারত তথা রাজ্যের প্রথম বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় 180 কিমি । তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি পুরো যাত্রাপথে সর্বোচ্চ 130 কিমির বেশি গতি তুলতে পারবে না । যদিও ট্রেনটির গড় গতিবেগ আরও কম বলেই জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে । হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে দূরত্ব ও সময়ের বিচারে দেখা যাচ্ছে বন্দে ভারতের গড় গতিবেগ থাকছে ঘণ্টায় 72 কিমি । তবে এই গতিবেগকে আরও কিছুটা যাতে বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে সচেষ্ট রয়েছে পূর্ব রেল ।

যদিও এই ট্রেনে হিন্দি ও ইংরেজিতে বন্দে ভারত কথাটি লেখা থাকলেও তাতে বাংলাতে লেখা নেই । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে কয়েকটি মহলে । এই বিতর্কে জল ঢেলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, দেশে ছয়টি বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলছে । কোনও রাজ্যে আঞ্চলিক ভাষাতে বন্দে ভারত কথাটি ওই ছয়টি ট্রেনে লেখা হয়নি । এমনকী দক্ষিণ ভারত থেকেও এই নিয়ে কেউ কোনও প্রশ্ন তোলেনি । তাই এই রাজ্যে বাংলা নিয়ে বিতর্ক তৈরি হলে সেই বিষয়ে তিনি কিছু বলবেন না ।

Last Updated : Dec 29, 2022, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.