সাঁকরাইল, 8 ফেব্রুয়ারি : জলা জমির পানার মধ্যে থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ ৷ হাওড়ার পাঁচলার মাশিলা ক্ষেত্রপালতলা মন্দির এলাকার ঘটনা ৷ আজ বেলা 1টা 30 মিনিট নাগাদ দেহটি প্রথম নজরে পড়ে ওই জলায় মাছ ধরতে যাওয়া কিছু যুবকের ৷ সাঁকরাইল থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা ৷ মৃতের নাম বাপ্পাই মণ্ডল(27) ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, দেহটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে । বাপ্পাই হাওড়ার আলমপুরের রানাপাড়া এলাকার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন বাপ্পাই। তাঁর আদি বাড়ি উলুবেড়িয়ার বানিবন এলাকায়। পেশায় রাজমিস্ত্রি ।
আরও পড়ুন : জোড়াবাগানকাণ্ডে গ্রেপ্তার আরও এক
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পিসতুতো ভাই সুরেশ বাগের থেকে পাওনা টাকা আনতে যান বাপ্পাই ৷ স্ত্রীকে বিষয়টি রাতে জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান বাপ্পাই ৷ রাতে ফিরতে দেরি হবে বলেও জানান ৷ কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি বাপ্পাই ৷ আজ বেলা গড়াতেই বাপ্পাইয়ের খোঁজ শুরু হয় ৷ সুরেশকে দাদার বিষয়ে জানতে চাওয়া হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। তারপরই দুপুরে জলা জমি থেকে উদ্ধার হয় বাপ্পাইয়ের দেহ ৷
এরপরই বাপ্পাইয়ের পরিবারের অভিযোগ, সুরেশ বাপ্পাইয়ের থেকে 20 হাজার টাকা নিয়েছিল। সেই টাকা ফেরত চাওয়ায় খুন করা হয়েছে বাপ্পাইকে । অভিযোগের ভিত্তিতে সুরেশ বাগকে আটক করেছে সাঁকরাইল থানার পুলিশ । চলছে তদন্ত ৷