ETV Bharat / state

Train Cancelled: আদিবাসী বিক্ষোভের জেরে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

নিমধি, ক্ষেমাশুলি ও কস্তুর স্টেশনে আদিবাসী বিক্ষোভের (Tribal protest) জেরে আদ্রা, খড়্গপুর, চক্রধরপুর বিভাগে দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন বাতিল হল (Train Cancelled)৷ এর জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ( South Eastern Railway)।

passengers-suffer-as-many-trains-of-south-eastern-railway-canceled-due-to-tribal-protests
আদিবাসী বিক্ষোভের জেরে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
author img

By

Published : Sep 20, 2022, 7:50 PM IST

হাওড়া, 20 সেপ্টেম্বর: নিমধি, ক্ষেমাশুলি এবং কস্তুর স্টেশনে আদিবাসী বিক্ষোভের জেরে আদ্রা, খড়্গপুর, চক্রধরপুর বিভাগে দক্ষিণ পূর্ব রেলের বহু ট্রেন বাতিল করা হল (Train Cancelled)। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা (South Eastern Railway)।

আজ ভোর থেকে আদিবাসী বিক্ষোভের জেরে আদ্রা, খড়্গপুর, চক্রধরপুর বিভাগের দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় । পরবর্তীকালে ওই সব শাখাতে বহু ট্রেন বাতিল করা হয় (Tribal protest)। দক্ষিণপূর্ব রেল থেকে একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে । একনজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনগুলি...

08641/08642 আদ্রা - বাড়কাকানা - আদ্রা মেমু প্যাসেঞ্জার ট্রেন
08649/08650 আদ্রা - পুরুলিয়া - আদ্রা প্যাসেঞ্জার
08055/08056 খড়্গপুর - টাটানগর - খড়্গপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন
08060/08059 টাটানগর - খড়্গপুর - টাটানগর মেমু প্যাসেঞ্জার স্পেশাল
18116/18115 চক্রধরপুর - গোমো - চক্রধরপুর মেমু স্পেশাল ট্রেন
18183 টাটানগর - দানাপুর এক্সপ্রেস ট্রেন
08174 টাটানগর - আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন
13512/13511 আসানসোল – টাটানগর - আসানসোল এক্সপ্রেস ট্রেন
18036 হাতিয়া - খড়্গপুর এক্সপ্রেস ট্রেন
12814 টাটানগর – হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস ট্রেন
08162 চক্রধরপর - টাটানগর স্পেশাল
08160 টাটানগর - খড়্গপুর স্পেশাল
08014/08013 - চক্রধরপুর - টাটানগর - চক্রধরপুর স্পেশাল ট্রেন
12021/12022 হাওড়া - বার্বিল - হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন
22861 - হাওড়া – তিতলাগড় - কাঁটাভাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ট্রেন
03597/03598 - রাঁচি – আসানসোল - রাঁচি স্পেশাল ট্রেন
18019/18020 - ঝাড়গ্রাম - ধানবাদ - ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন
18033/18034 - হাওড়া - ঘাটশিলা - হাওড়া এক্সপ্রেস ট্রেন
08647/08648 - আদ্রা - ববাভূম - আদ্রা মেমু স্পেশাল ট্রেন

20 তারিখে 08642, 13301, 08173, 12883/2884, 18035, 08129, 08130, 18085/18086, 03595, 08697/08698, 18602, 18601, 12872,12828, 08652, 08651, 03596 নম্বরের ট্রেনগুলোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ।

আরও পড়ুন: অগ্নিপথ বিক্ষোভ: আজও বাতিল কোন কোন ট্রেন? কোনগুলির সময়সূচিতে বদল ?

যদিও এর জেরে কয়েকটি ট্রেনকে নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়া হচ্ছে । হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস দুপুর 2:05 মিনিটে ছাড়ার কথা ছিল, সেটি সন্ধে ছটায় ছাড়বে । এর ফলে রেলযাত্রীরা চরম অসুবিধার পড়েন । হাওড়া স্টেশনে অপেক্ষারত চাইবাসার বাসিন্দা রাজীব পুরোহিত জানান, তিনি আজ ভোর 5টার মধ্যে স্টেশনে আসেন । এরপর তিনি জনশতাব্দী ধরার চেষ্টা করেন ৷ না পেয়ে ইস্পাত ধরার চেষ্টা করেন ৷ দুটো ট্রেনই বাতিল হওয়ার পরে গীতাঞ্জলি ট্রেনের টিকিট কাটেন । সেই ট্রেন বিলম্বিত হয়ে সন্ধে 6টায় ছাড়বে বলে জানান তিনি । পাশাপাশি রেল কর্মীদের ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি । সকাল থেকে না খেয়ে থাকলেও রেলের তরফ থেকে যাত্রীদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাজীব পুরোহিত ।

হাওড়া, 20 সেপ্টেম্বর: নিমধি, ক্ষেমাশুলি এবং কস্তুর স্টেশনে আদিবাসী বিক্ষোভের জেরে আদ্রা, খড়্গপুর, চক্রধরপুর বিভাগে দক্ষিণ পূর্ব রেলের বহু ট্রেন বাতিল করা হল (Train Cancelled)। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা (South Eastern Railway)।

আজ ভোর থেকে আদিবাসী বিক্ষোভের জেরে আদ্রা, খড়্গপুর, চক্রধরপুর বিভাগের দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় । পরবর্তীকালে ওই সব শাখাতে বহু ট্রেন বাতিল করা হয় (Tribal protest)। দক্ষিণপূর্ব রেল থেকে একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে । একনজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনগুলি...

08641/08642 আদ্রা - বাড়কাকানা - আদ্রা মেমু প্যাসেঞ্জার ট্রেন
08649/08650 আদ্রা - পুরুলিয়া - আদ্রা প্যাসেঞ্জার
08055/08056 খড়্গপুর - টাটানগর - খড়্গপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন
08060/08059 টাটানগর - খড়্গপুর - টাটানগর মেমু প্যাসেঞ্জার স্পেশাল
18116/18115 চক্রধরপুর - গোমো - চক্রধরপুর মেমু স্পেশাল ট্রেন
18183 টাটানগর - দানাপুর এক্সপ্রেস ট্রেন
08174 টাটানগর - আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন
13512/13511 আসানসোল – টাটানগর - আসানসোল এক্সপ্রেস ট্রেন
18036 হাতিয়া - খড়্গপুর এক্সপ্রেস ট্রেন
12814 টাটানগর – হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস ট্রেন
08162 চক্রধরপর - টাটানগর স্পেশাল
08160 টাটানগর - খড়্গপুর স্পেশাল
08014/08013 - চক্রধরপুর - টাটানগর - চক্রধরপুর স্পেশাল ট্রেন
12021/12022 হাওড়া - বার্বিল - হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন
22861 - হাওড়া – তিতলাগড় - কাঁটাভাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ট্রেন
03597/03598 - রাঁচি – আসানসোল - রাঁচি স্পেশাল ট্রেন
18019/18020 - ঝাড়গ্রাম - ধানবাদ - ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন
18033/18034 - হাওড়া - ঘাটশিলা - হাওড়া এক্সপ্রেস ট্রেন
08647/08648 - আদ্রা - ববাভূম - আদ্রা মেমু স্পেশাল ট্রেন

20 তারিখে 08642, 13301, 08173, 12883/2884, 18035, 08129, 08130, 18085/18086, 03595, 08697/08698, 18602, 18601, 12872,12828, 08652, 08651, 03596 নম্বরের ট্রেনগুলোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ।

আরও পড়ুন: অগ্নিপথ বিক্ষোভ: আজও বাতিল কোন কোন ট্রেন? কোনগুলির সময়সূচিতে বদল ?

যদিও এর জেরে কয়েকটি ট্রেনকে নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়া হচ্ছে । হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস দুপুর 2:05 মিনিটে ছাড়ার কথা ছিল, সেটি সন্ধে ছটায় ছাড়বে । এর ফলে রেলযাত্রীরা চরম অসুবিধার পড়েন । হাওড়া স্টেশনে অপেক্ষারত চাইবাসার বাসিন্দা রাজীব পুরোহিত জানান, তিনি আজ ভোর 5টার মধ্যে স্টেশনে আসেন । এরপর তিনি জনশতাব্দী ধরার চেষ্টা করেন ৷ না পেয়ে ইস্পাত ধরার চেষ্টা করেন ৷ দুটো ট্রেনই বাতিল হওয়ার পরে গীতাঞ্জলি ট্রেনের টিকিট কাটেন । সেই ট্রেন বিলম্বিত হয়ে সন্ধে 6টায় ছাড়বে বলে জানান তিনি । পাশাপাশি রেল কর্মীদের ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি । সকাল থেকে না খেয়ে থাকলেও রেলের তরফ থেকে যাত্রীদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাজীব পুরোহিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.