হাওড়া, 1 জানুয়ারি: হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের (TMC Foundation Day) অনুষ্ঠান, আর সেখানে উপস্থিত নেই দলীয় নেতৃত্বের একাংশ ৷ একাধিক দলীয় বিধায়ক ও কর্মীদের গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে ৷ গোষ্ঠীদন্দ্বের জেরেই এমন ঘটনা ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও সমীকরণ ? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
রবিবার হাওড়া (Howrah News) সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয় দলের 26তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান । হাওড়া সদরের এই অনুষ্ঠানটি মূলত সমবায় মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy) নেতৃত্বেই প্রতি বছর অনুষ্ঠিত হয় । যদিও এই অনুষ্ঠানে দলীয় বিধায়ক ও নেতৃত্বের হাজিরার সংখ্যা ছিল অতীতের তুলনায় অনেক কম । যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরে ।
রবিবারের অনুষ্ঠানে দেখা যায়নি মন্ত্রী ঘনিষ্ঠ পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, বালি বিধানসভার বিধায়ক রানা চট্টোপাধ্যায়, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়কে । রবিবারের অনুষ্ঠানে দলীয় বিধায়কদের অনেকে অনুপস্থিত থাকার পাশাপাশি দলীয় কর্মীদের একাংশের অনুপস্থিতি ফের একবার সদর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের গোষ্ঠী কোন্দলের চিত্রকেই প্রকাশ্যে তুলে ধরল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন: দলের প্রতিষ্ঠা দিবসে ইতিহাস মনে করালেন দলনেত্রী, অভিষেক দিলেন লড়াইয়ের বার্তা
রাজ্যজুড়ে যেভাবে আবাস যোজনার দুর্নীতি হয়েছে, সেই আঁচ হাওড়া জেলাতেও লেগেছে । যদিও রবিবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় জানান, সামনের পঞ্চায়েত ও পৌর ভোটে দল আরও ভালো ফল করবে । রাজ্য তথা জেলার ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সব আসনই তৃণমূল কংগ্রেস দখল করবে বলেই দাবি করেন মন্ত্রী অরূপ রায় ।
এছাড়াও বন্দে ভারত ট্রেন উদ্বোধনের দিনে জয় শ্রীরাম স্লোগান বিতর্ক নিয়ে তিনি রাজ্য বিজেপিকে উৎশৃঙ্খল দল বলে উল্লেখ করেছেন ৷ মন্ত্রী বলেন, বিজেপির রাজ্য নেতাদের কোনও নিয়ন্ত্রণ নেই তাঁদের কর্মীদের উপর । সরকারি অনুষ্ঠানে এই ভাবে স্লোগান দেওয়া ঠিক নয় ।