ETV Bharat / state

"হুমকি ফোন আসেনি", জানালেন পরিবহর দাদা - threat call

পরিবহর পিসতুতো দাদা সঞ্জিত চট্টোপাধ্যায়ের জানিয়েছেন, "কেউ এরকম হুমকি দেয়নি । সব মিথ্যা প্রচার হচ্ছে ।" তাঁর আবেদন, এবিষয়ে রাজনীতি আনা উচিত নয় ।

পরিবহ মুখার্জি
author img

By

Published : Jun 15, 2019, 10:11 PM IST

Updated : Jun 15, 2019, 10:57 PM IST

উলুবেড়িয়া, 15 জুন : NRS ইশুতে উত্তাল গোটা রাজ্য। অবস্থান বিক্ষোভ, কর্মবিরতি আর গণইস্তফা মিলিয়ে প্রায় অচল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা । এরই মাঝে একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে ।

'জুনিয়র ডক্টরস ইউনিটি' নামক একটি ফেসবুক পেজের তরফে পোস্ট করা হয় যে জখম পরিবহর পরিবারকে প্রতিদিন ফোনে হুমকি দেওয়া হচ্ছে । সেই পোস্টের বয়ান এই রকম, 'পরিবহর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে সরকারের হয়ে কথা বলার জন্য ।' তবে কারা হুমকি দিচ্ছে তা নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি পোস্টে ।

এবিষয়ে ETV ভারতের তরফে পরিবহর পিসতুতো দাদা সঞ্জিত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি বলেন, "কেউ এরকম হুমকি দেয়নি । সব মিথ্যা প্রচার হচ্ছে ।" তাঁর আবেদন, এবিষয়ে রাজনীতি আনা উচিত নয় ।

উলুবেড়িয়া, 15 জুন : NRS ইশুতে উত্তাল গোটা রাজ্য। অবস্থান বিক্ষোভ, কর্মবিরতি আর গণইস্তফা মিলিয়ে প্রায় অচল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা । এরই মাঝে একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে ।

'জুনিয়র ডক্টরস ইউনিটি' নামক একটি ফেসবুক পেজের তরফে পোস্ট করা হয় যে জখম পরিবহর পরিবারকে প্রতিদিন ফোনে হুমকি দেওয়া হচ্ছে । সেই পোস্টের বয়ান এই রকম, 'পরিবহর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে সরকারের হয়ে কথা বলার জন্য ।' তবে কারা হুমকি দিচ্ছে তা নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি পোস্টে ।

এবিষয়ে ETV ভারতের তরফে পরিবহর পিসতুতো দাদা সঞ্জিত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি বলেন, "কেউ এরকম হুমকি দেয়নি । সব মিথ্যা প্রচার হচ্ছে ।" তাঁর আবেদন, এবিষয়ে রাজনীতি আনা উচিত নয় ।

Intro:
বিগত বেশ কয়েকদিন ধরে এনআরএস ইস্যুতে উত্তাল গোটা রাজ্য। অবস্থান, স্ট্রাইক আর গণ ইস্তফা মিলিয়ে প্রায় অচল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এরই মাঝে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন জট। 'জুনিয়র ডক্টরস ইউনিটি' নামক একটি ফেসবুক পেজের তরফে পোস্ট করা হয় যে নিয়মিত থ্রেট কল পাচ্ছেন পরিবহর পরিবাররা। হুবহু সেই পোস্ট তুলে ধরলে লেখাটা দাঁড়ায় এই রকম, 'পরিবহর পরিবারকে লাগাতার থ্রেট-হুমকি দিয়ে যাওয়া হচ্ছে সরকারের হয়ে কথা বলার জন্য। জিবিতে জানালেন ওঁরা।' সত্যিটা কি? ETV ভারতের প্রতিনিধিকে এর উত্তর দিলেন পরিবহর দাদা ডঃ সঞ্জিত চট্টপাধ্যায়।। Body:তিনি জানান, যদি এমন তথ্য প্রচার পেয়ে থাকে তবে তা অসত্য। আমাদের পরিবারকে কোনও পক্ষের তরফেই কোনও থ্রেট বা হুমকি দেওয়া হয়নি কারুর হয়ে কথা বলার জন্য। এবিষয়ে যাতে কোনও রাজনীতি না আসে সেবিষয়েও আবেদন জানান তিনি। পাশাপাশি তিনি জানান, যেহেতু এত বড় একটা ঘটনা পরিবহ মুখোপাধ্যায়কে কেন্দ্র করে হয়েছে সেহেতু স্বাভাবিক ভাবেই ভয় রয়েছে পরিবারের মধ্যে। তবে সেটা পরিবহর ভবিষ্যৎ নিয়ে। কোনও হুমকি বা থ্রেট এর কারণ নয় বলে ETV ভারতকে ফোনে জানান তিনি।Conclusion:
Last Updated : Jun 15, 2019, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.