ETV Bharat / state

বন্ধুর সঙ্গে বচসায় খুন ব্যক্তি - muirdre on bishwakarma pujo

বিশ্বকর্মা পুজোর দিন সকালে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন বিশ্বনাথ সিং ৷ তাই প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বাধাঘাট তাড়ির ঠেকে গিয়েছিলেন তিনি ৷ দুই যুবকের সঙ্গে অশান্তি শুরু হয় বিশ্বনাথের ৷

dead man
author img

By

Published : Sep 18, 2019, 9:39 PM IST

হাওড়া , 18 সেপ্টেম্বর : পরিবারের সঙ্গে সময় ভালোই কাটছিল বিশ্বনাথ সিংয়ের ৷ বিশ্বকর্মা পুজোর দিন সকালে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ৷ কিন্তু শেষ পরিণতি ভালো হল না ৷ তাঁকে খুনের অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধেই৷ হাওড়ার 46/3 কালিতলা লেনের বাসিন্দা বিশ্বনাথ সিং (45) পেশায় একজন রাজমিস্ত্রি ৷

আজ বিশ্বকর্মা পুজো৷ তাই প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বাধাঘাট তাড়ির ঠেকে গিয়েছিলেন তিনি ৷ সেখানে গণেশ ও ঝুম গুপ্ত নামে দুই যুবকের সঙ্গে অশান্তি শুরু হয় বিশ্বনাথের ৷ হাতাহাতিও হয় ৷ অজ্ঞান হয়ে যান বিশ্বনাথ ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁর ৷ তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ বিশ্বনাথ ইতিমধ্যে মারা গেছেন এই আশঙ্কা করে তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যান না ৷ বাড়িতে ফিরিয়ে এনে তাঁকে ঘরে বন্ধ করে পালিয়ে যান বন্ধুরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ৷ গোলাবাড়ি থানার পুলিশ তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

হাওড়া , 18 সেপ্টেম্বর : পরিবারের সঙ্গে সময় ভালোই কাটছিল বিশ্বনাথ সিংয়ের ৷ বিশ্বকর্মা পুজোর দিন সকালে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ৷ কিন্তু শেষ পরিণতি ভালো হল না ৷ তাঁকে খুনের অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধেই৷ হাওড়ার 46/3 কালিতলা লেনের বাসিন্দা বিশ্বনাথ সিং (45) পেশায় একজন রাজমিস্ত্রি ৷

আজ বিশ্বকর্মা পুজো৷ তাই প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বাধাঘাট তাড়ির ঠেকে গিয়েছিলেন তিনি ৷ সেখানে গণেশ ও ঝুম গুপ্ত নামে দুই যুবকের সঙ্গে অশান্তি শুরু হয় বিশ্বনাথের ৷ হাতাহাতিও হয় ৷ অজ্ঞান হয়ে যান বিশ্বনাথ ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁর ৷ তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ বিশ্বনাথ ইতিমধ্যে মারা গেছেন এই আশঙ্কা করে তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যান না ৷ বাড়িতে ফিরিয়ে এনে তাঁকে ঘরে বন্ধ করে পালিয়ে যান বন্ধুরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ৷ গোলাবাড়ি থানার পুলিশ তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

Intro:বিশ্বকর্মা পূজার দিন তারির ঠেকে নেশা করতে গিয়ে বন্ধুর হাতে খুন হলো আর এক বন্ধু চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত বাধাঘাটের ত্রিপুরা রায় লেনে। জানা যায় ৪৬/৩ কালিতলা লেনের বাসিন্দা বিশ্বনাথ সিংহ (নন্টু) বয়েস ৪৫ পেশায় রাজমিস্ত্রি বর্তমানে তার একটি মেয়ে রয়েছে পাঁচ বছরের, সপরিবারে থাকতো কালিতলাতেই বাড়ির লোক জানে আজ বিশ্বকর্মা পুজো থাকার দরুন প্রতিবেশী দুই যুবকের সাথে বাধাঘাট তারির ঠেকে নেশা করতে যায়। সেখানেই বিশ্বনাথের সঙ্গে ঝগড়া হয় ঝুম গুপ্তার বচসা হয় সেখানেই এবং গণেশ নামে আরেক যুবকের সাথে আরেক বন্ধুর হাতাহাতি হয়।Body: তাদের ঠেকের চটিতে সে অচৈতন্য হয়ে তার থেকে পড়ে থাকে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে এবং পুলিশের ভয় এবং ঝাম গুপ্তা এবং গণেশ তাকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে ফেলে রেখে দুজনেই পলাতক হয়ে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ বিশ্বনাথ কে নিয়ে হাওড়া হাসপাতালের আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে তবে হাওড়া বাধাঘাট এর কাছে ১১নম্বর ওয়ার্ডে বিশালাকায় তারির ঠেক নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে মাথা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কাউন্সিলর নির্বাক। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে জানিয়ে দিয়েছেন কোন জায়গায় অবৈধ মদের, চুল্লুর ঠেক রাখা চলবে না এবং সেগুলো তুলে দেবার হুকুম করেছেন কিন্তু তাদের দলের কর্মী তথা কাউন্সিলর কেউই কোনো কর্ণপাত করেনি। গোলাবাড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে রমরমিয়ে এই বেআইনি তারির ব্যাবসা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.