ETV Bharat / state

হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু নাবালিকার, ক্ষোভ পৌরনিগমের বিরুদ্ধে

হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হল এক নাবালিকার ৷ শনিবার ভোররাতে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার ৷ মৃতের নাম অখ্যাতি দাস ৷

ছবিটি প্রতীকী ।
author img

By

Published : Nov 2, 2019, 10:59 PM IST

কলকাতা, 2 নভেম্বর: হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হল বছর দশেকের এক নাবালিকার ৷ তার নাম অখ্যাতি দাস ৷ শনিবার ভোররাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যায় সে । অখ্যাতির বাড়ি হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছে কোলে মার্কেট এলাকায় । দিন কয়েক আগে অখ্যাতির জ্বর আসে । রক্ত পরীক্ষা করে ডেঙ্গির জীবাণু পাওয়া যায় । 29 অক্টোবরে রাতে অখ্যাতিকে বেসরকারি হসপাতালে ভরতি করা হয়েছিল ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অখ্যাতির ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে "ডেঙ্গি শক সিনড্রোম"- এর উল্লেখ আছে । অখ্যাতির প্রতিবেশীদের একাংশের অভিযোগ, হাওড়া পৌরনিগমের কর্মীরা এলাকায় নিয়মিত সাফাই করেন না । মশা মারার তেল ঠিকমতো স্প্রে করা হয় না । জঞ্জাল সাফ করা হয় না ৷ এর জেরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷

মৃত্যু হয়েছে আবাসনেরই এক নাবালিকার । কী বলছেন প্রতিবেশীরা ?

ডেঙ্গি প্রতিরোধ করতে এলাকাবাসীরা নিজেরাই চাঁদা তুলে এলাকা সাফাই করেন । হাওড়া পৌরনিগম কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, নিয়মিত জঞ্জাল সাফাই করা হয়, মশা মারার তেলও স্প্রে করা হয় ৷

কিছুদিন আগেও হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সাড়ে চার বছরের এক শিশুর । তার নাম আনোখি ভার্মা । আনোখির বাড়ি উত্তর হাওড়ার ঘুসুড়ি জে এন মুখার্জি রোডে । তার ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ হিসেবে "ডেঙ্গু শক সিনড্রোম" লেখা রয়েছে । আনোখির মৃত্যুর পরেও অভিযোগ উঠেছিল, পৌরকর্মীরা এলাকায় নর্দমার নিয়মিত সাফ করে না । ফলে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। উল্লেখ্য, হাওড়া পৌরনিগমে দীর্ঘদিন ধরে বোর্ড নেই । প্রশাসক বসিয়ে চালানো হচ্ছে পৌরনিগম । চলতি বছর পুজোর সময় ডেঙ্গিতে হাওড়ায় প্রায় 283 জন আক্রান্ত হয়েছিলেন ।

কলকাতা, 2 নভেম্বর: হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হল বছর দশেকের এক নাবালিকার ৷ তার নাম অখ্যাতি দাস ৷ শনিবার ভোররাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যায় সে । অখ্যাতির বাড়ি হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছে কোলে মার্কেট এলাকায় । দিন কয়েক আগে অখ্যাতির জ্বর আসে । রক্ত পরীক্ষা করে ডেঙ্গির জীবাণু পাওয়া যায় । 29 অক্টোবরে রাতে অখ্যাতিকে বেসরকারি হসপাতালে ভরতি করা হয়েছিল ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অখ্যাতির ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে "ডেঙ্গি শক সিনড্রোম"- এর উল্লেখ আছে । অখ্যাতির প্রতিবেশীদের একাংশের অভিযোগ, হাওড়া পৌরনিগমের কর্মীরা এলাকায় নিয়মিত সাফাই করেন না । মশা মারার তেল ঠিকমতো স্প্রে করা হয় না । জঞ্জাল সাফ করা হয় না ৷ এর জেরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷

মৃত্যু হয়েছে আবাসনেরই এক নাবালিকার । কী বলছেন প্রতিবেশীরা ?

ডেঙ্গি প্রতিরোধ করতে এলাকাবাসীরা নিজেরাই চাঁদা তুলে এলাকা সাফাই করেন । হাওড়া পৌরনিগম কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, নিয়মিত জঞ্জাল সাফাই করা হয়, মশা মারার তেলও স্প্রে করা হয় ৷

কিছুদিন আগেও হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সাড়ে চার বছরের এক শিশুর । তার নাম আনোখি ভার্মা । আনোখির বাড়ি উত্তর হাওড়ার ঘুসুড়ি জে এন মুখার্জি রোডে । তার ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ হিসেবে "ডেঙ্গু শক সিনড্রোম" লেখা রয়েছে । আনোখির মৃত্যুর পরেও অভিযোগ উঠেছিল, পৌরকর্মীরা এলাকায় নর্দমার নিয়মিত সাফ করে না । ফলে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। উল্লেখ্য, হাওড়া পৌরনিগমে দীর্ঘদিন ধরে বোর্ড নেই । প্রশাসক বসিয়ে চালানো হচ্ছে পৌরনিগম । চলতি বছর পুজোর সময় ডেঙ্গিতে হাওড়ায় প্রায় 283 জন আক্রান্ত হয়েছিলেন ।

Intro:হাওড়ায় ফের ডেঙ্গুতে মৃত্যু। আজ ভোররাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যায় 10 বছরের এক ছাত্রী অখ্যাতি দাস। তার বাড়ি শিবপুর বোটানিক্যাল গার্ডেন এর কাছে কোলে মার্কেট এলাকায়। দিন কয়েক আগে ওই ছাত্রী জ্বরে আক্রান্ত হয়। তার রক্ত পরীক্ষা করলে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায় রক্তে। গত 29 তারিখ রাতে তাকে উদলান্ড হসপাতালে ভর্তি করা হয় । আজ সকালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর তার ডেথ সার্টিফিকেট ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ আছে। এলাকার মানুষের অভিযোগ এলাকাতে হাওড়া পুরসভার কর্মীরা ঠিকমতন সাফাই করেন না। এর পাশাপাশি মশা মারার তেল ঠিকমতো স্প্রে করা হয় না। যার ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। হাওড়া পুরসভা থেকে অবশ্য দাবি করা হয়েছে তারা নিয়মিত জঞ্জাল সাফাই করে এবং মশা মারার তেল স্প্রে করা হয়।Body:হConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.