ETV Bharat / state

Death by Dengue: পুজোর আগে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, হাওড়ায় মৃত আরও 1 - Howrah Municipal Corporation Workers

দুর্গাপুজোর আগে রাজ্যে হু হু করে বাড়ছে (Dengue Increased Day by Day in State) ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত 25 সেপ্টেম্বর হাওড়ার বালিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল এক বৃদ্ধার (Death by Dengue) । বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা ছিলেন তিনি, নাম কল্পনা দে। তাঁর বয়স হয়েছিল 74 বছর।

Death by Dengue
ডেঙ্গি আতঙ্ক
author img

By

Published : Sep 27, 2022, 8:45 PM IST

হাওড়া, 27 সেপ্টেম্বর: 25 সেপ্টেম্বর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে কল্পনা দে-র। এ নিয়ে সম্প্রতি হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) এলাকাতে মোট 5 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন (Old Woman Died by Dengue)। প্রাথমিকভাবে পায়ে ব্যথা নিয়ে চিকিৎসা শুরু হলেও তাঁর কোনও জ্বর ছিল না বলেই দাবি করেছেন পরিবারের গৃহবধূ মৌমিতা দে।

তিনি জানান, তাঁর শাশুড়ির প্রথমে জ্বরের কোনও উপসর্গ ছিল না। মূলত পায়ের ব্যথার চিকিৎসার জন্য তাঁর চিকিৎসা শুরু হয়। এরপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর প্লেটলেট কমে যাওয়াতে ডেঙ্গির পরীক্ষা করা হলে তখন ধরা পড়ে। যদিও ওই হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না-থাকায় তাঁর শাশুড়িকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি।

Death by Dengue
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল এক বৃদ্ধার

পাশাপাশি তিনি অভিযোগ করেন, পৌরনিগমের কর্মচারীরা (Howrah Municipal Corporation Workers) বাড়িতে এসে সই করে নিয়ে যান। অথচ সেখানে এলাকাবাসীর মন্তব্য লেখার কোনও জায়গা নেই। পৌরনিগমের কর্মচারীদের নর্দমা পরিষ্কার না-হওয়ার অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি ৷ এছাড়াও তিনি জানান, তিনি নিজেই ডেঙ্গিতে আক্রান্ত।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কল্পনা দে-র

আরও পড়ুন: ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার বলি এক ছ'মাসের শিশু

তাঁর শাশুড়ির ডেঙ্গি হওয়া ছাড়াও অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যাও ছিল বলেই জানান তিনি। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 382 জন। যার মধ্যে গত এক সপ্তাহে 113 জন ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন। হাওড়া পৌরনিগমের আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে 36 শতাংশ বলেই সূত্রের খবর।

হাওড়া, 27 সেপ্টেম্বর: 25 সেপ্টেম্বর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে কল্পনা দে-র। এ নিয়ে সম্প্রতি হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) এলাকাতে মোট 5 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন (Old Woman Died by Dengue)। প্রাথমিকভাবে পায়ে ব্যথা নিয়ে চিকিৎসা শুরু হলেও তাঁর কোনও জ্বর ছিল না বলেই দাবি করেছেন পরিবারের গৃহবধূ মৌমিতা দে।

তিনি জানান, তাঁর শাশুড়ির প্রথমে জ্বরের কোনও উপসর্গ ছিল না। মূলত পায়ের ব্যথার চিকিৎসার জন্য তাঁর চিকিৎসা শুরু হয়। এরপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর প্লেটলেট কমে যাওয়াতে ডেঙ্গির পরীক্ষা করা হলে তখন ধরা পড়ে। যদিও ওই হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না-থাকায় তাঁর শাশুড়িকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি।

Death by Dengue
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল এক বৃদ্ধার

পাশাপাশি তিনি অভিযোগ করেন, পৌরনিগমের কর্মচারীরা (Howrah Municipal Corporation Workers) বাড়িতে এসে সই করে নিয়ে যান। অথচ সেখানে এলাকাবাসীর মন্তব্য লেখার কোনও জায়গা নেই। পৌরনিগমের কর্মচারীদের নর্দমা পরিষ্কার না-হওয়ার অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি ৷ এছাড়াও তিনি জানান, তিনি নিজেই ডেঙ্গিতে আক্রান্ত।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কল্পনা দে-র

আরও পড়ুন: ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার বলি এক ছ'মাসের শিশু

তাঁর শাশুড়ির ডেঙ্গি হওয়া ছাড়াও অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যাও ছিল বলেই জানান তিনি। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 382 জন। যার মধ্যে গত এক সপ্তাহে 113 জন ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন। হাওড়া পৌরনিগমের আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে 36 শতাংশ বলেই সূত্রের খবর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.