ETV Bharat / state

Amrit Bharat Scheme: 'অমৃত ভারত'প্রকল্পের আওতায় সেজে উঠছে হাওড়া বিভাগের 9টি স্টেশন - হাওড়া স্টেশন

রবিবার শিলান্যাস হল "অমৃত ভারত প্রকল্পের" ৷ এদিন ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2023, 2:19 PM IST

হাওড়া, 7 অগস্ট: রবিবার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হল 'অমৃত ভারত প্রকল্প' ৷ এই প্রকল্পের আওতায় আছে হাওড়া বিভাগের 9টি স্টেশন ৷ ঘিঞ্জি, কাদা প্যাচপ্যাচে স্টেশন নয় অত্যাধুনিক স্টেশন পেতে চলেছে রামপুরহাট, কাটোয়া জংশন, বর্ধমান জংশন, নবদ্বীপ ধাম, বোলপুর-শান্তিনিকেতন স্টেশন, আজিমগঞ্জ জংশন, শেওড়াফুলি স্টেশনকে ঢেলে সাজানো হবে এই প্রকল্পে ৷

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগে 508টি রেলওয়ে স্টেশনের
পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন । পুনঃউন্নয়ন কাজ শুরু করার পাশাপাশি তিনি ভারত জুড়ে ‘অমৃত ভারত' প্রকল্পের উদ্বোধন করছেন । এর মধ্যে মোট 71টি রেল স্টেশন উত্তর রেলওয়ে জোন রয়েছে । এদিন ‘ভোকাল ফর লোকাল’ পদ্ধতি চালু করেন প্রধানমন্ত্রী । যার মধ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে হাওড়া বিভাগে নয়টি স্টেশন রয়েছে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনের এই উন্নয়নের কাজ ভারতের বৈচিত্রের প্রতীক রুপে তুলে ধরা হয়েছে ।


কোনও স্টেশনের জন্য় কত টাকা বরাদ্দ:

  • রামপুরহাট রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 38.6 কোটি টাকা ।
  • কাটোয়া জংশন স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে 33.6 কোটি ৷
  • বর্ধমান জংশনের জন্য 64.2 কোটি টাকা বরাদ্দ ৷
  • নবদ্বীপ ধাম স্টেশনের জন্য 21.8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • বোলপুর-শান্তিনিকেতন স্টেশনের জন্য 21.1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • অম্বিকাকালনা স্টেশনের জন্য 29.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • তারকেশ্বর স্টেশনের জন্য 24.4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • আজিমগঞ্জ জংশন স্টেশনের জন্য 31.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • শেওড়াফুলি স্টেশনের জন্য 31.1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

স্টেশনগুলি কতটা সেজে উঠবে?

  • প্রতিটি স্টেশনে ‘সিটি সেন্টার’ ধাঁচের ব্যবস্থা থাকবে ।
  • স্টেশন প্রবেশ এবং বেরানোর জন্য উভয়মুখী ব্যবস্থা থাকবে ৷
  • উন্নত মানের বিল্ডিং তৈরি হবে ।
  • উন্নতমানের যাত্রী ব্যবহারের জন্য সরঞ্জাম রাখা হবে ।
  • উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা করা হবে ।
  • এছাড়াও দৃষ্টিনন্দনকারী স্থানীয় সংস্কৃতি ও শিল্পকলা-সহ ল্যান্ডস্কেপ রাখা হবে স্টেশনে।

রেল সূত্রে পাওয়া তথ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুনর্নির্মাণ প্রকল্পের ব্যয় হবে 24,470 কোটি টাকা । প্রধানমন্ত্রী যে স্টেশনগুলির পুনর্নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থানের 55টি, বিহারে 49টি, মহারাষ্ট্রে 44টি, পশ্চিমবঙ্গের 37টি, মধ্যপ্রদেশে 34টি, অসমে 32টি, ওড়িশায় 25টি, পঞ্জাবে 22টি, গুজরাট ও তেলেঙ্গানায় 21টি, ঝাড়খণ্ডে 20টি, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে 18টি, হরিয়ানায় 15টি এবং কর্ণাটকে 13টি স্টেশন ৷

আরও পড়ুন: 'অমৃত ভারত প্রকল্প' উদ্বোধন মোদির, বাংলায় একগুচ্ছ রেল-স্টেশন পুনর্নির্মানের কর্মসূচি

হাওড়া, 7 অগস্ট: রবিবার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হল 'অমৃত ভারত প্রকল্প' ৷ এই প্রকল্পের আওতায় আছে হাওড়া বিভাগের 9টি স্টেশন ৷ ঘিঞ্জি, কাদা প্যাচপ্যাচে স্টেশন নয় অত্যাধুনিক স্টেশন পেতে চলেছে রামপুরহাট, কাটোয়া জংশন, বর্ধমান জংশন, নবদ্বীপ ধাম, বোলপুর-শান্তিনিকেতন স্টেশন, আজিমগঞ্জ জংশন, শেওড়াফুলি স্টেশনকে ঢেলে সাজানো হবে এই প্রকল্পে ৷

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগে 508টি রেলওয়ে স্টেশনের
পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন । পুনঃউন্নয়ন কাজ শুরু করার পাশাপাশি তিনি ভারত জুড়ে ‘অমৃত ভারত' প্রকল্পের উদ্বোধন করছেন । এর মধ্যে মোট 71টি রেল স্টেশন উত্তর রেলওয়ে জোন রয়েছে । এদিন ‘ভোকাল ফর লোকাল’ পদ্ধতি চালু করেন প্রধানমন্ত্রী । যার মধ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে হাওড়া বিভাগে নয়টি স্টেশন রয়েছে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনের এই উন্নয়নের কাজ ভারতের বৈচিত্রের প্রতীক রুপে তুলে ধরা হয়েছে ।


কোনও স্টেশনের জন্য় কত টাকা বরাদ্দ:

  • রামপুরহাট রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 38.6 কোটি টাকা ।
  • কাটোয়া জংশন স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে 33.6 কোটি ৷
  • বর্ধমান জংশনের জন্য 64.2 কোটি টাকা বরাদ্দ ৷
  • নবদ্বীপ ধাম স্টেশনের জন্য 21.8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • বোলপুর-শান্তিনিকেতন স্টেশনের জন্য 21.1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • অম্বিকাকালনা স্টেশনের জন্য 29.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • তারকেশ্বর স্টেশনের জন্য 24.4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • আজিমগঞ্জ জংশন স্টেশনের জন্য 31.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • শেওড়াফুলি স্টেশনের জন্য 31.1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

স্টেশনগুলি কতটা সেজে উঠবে?

  • প্রতিটি স্টেশনে ‘সিটি সেন্টার’ ধাঁচের ব্যবস্থা থাকবে ।
  • স্টেশন প্রবেশ এবং বেরানোর জন্য উভয়মুখী ব্যবস্থা থাকবে ৷
  • উন্নত মানের বিল্ডিং তৈরি হবে ।
  • উন্নতমানের যাত্রী ব্যবহারের জন্য সরঞ্জাম রাখা হবে ।
  • উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা করা হবে ।
  • এছাড়াও দৃষ্টিনন্দনকারী স্থানীয় সংস্কৃতি ও শিল্পকলা-সহ ল্যান্ডস্কেপ রাখা হবে স্টেশনে।

রেল সূত্রে পাওয়া তথ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুনর্নির্মাণ প্রকল্পের ব্যয় হবে 24,470 কোটি টাকা । প্রধানমন্ত্রী যে স্টেশনগুলির পুনর্নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থানের 55টি, বিহারে 49টি, মহারাষ্ট্রে 44টি, পশ্চিমবঙ্গের 37টি, মধ্যপ্রদেশে 34টি, অসমে 32টি, ওড়িশায় 25টি, পঞ্জাবে 22টি, গুজরাট ও তেলেঙ্গানায় 21টি, ঝাড়খণ্ডে 20টি, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে 18টি, হরিয়ানায় 15টি এবং কর্ণাটকে 13টি স্টেশন ৷

আরও পড়ুন: 'অমৃত ভারত প্রকল্প' উদ্বোধন মোদির, বাংলায় একগুচ্ছ রেল-স্টেশন পুনর্নির্মানের কর্মসূচি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.